খেলা শুরু হতেই আগুনে বোলিং ভারতীয় পেসারদের, ৫ উইকেট হারিয়ে চাপে কিউইরা

  • বৃষ্টির জন্য দেরিতে শুরু হল পঞ্চম দিনের খেলা
  • কিন্তু ম্যাচ শুরু হতেই দুরন্ত কামব্যাক টিম ইন্ডিয়ার
  • পরপর ৩ উইকেট হারিয়ে চাপে নিউজিল্যান্ড দল
  • তবে এখনও ক্রিজে রয়েছেন অধিনায়ক কেন উইলিয়ামসন
     

Sudip Paul | Published : Jun 22, 2021 12:57 PM IST / Updated: Jun 22 2021, 06:38 PM IST

পঞ্চম দিনেও প্রথম সেশনে বৃষ্টির কারণে খেলা শুরু করতে দেরি হল সাউদ্যাম্পটনে। কিন্তু খেলা শুরু হতেই ম্যাচে ফিরল ভারতীয় দল। পরপর তিন উইকেট নিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল জমিয়ে দিল মহম্মদ শামি ও ইশান্ত শর্মা। ভারতীয় পেস অ্যাটাকের আগুনে বোলিংয়ের দাপটে সাজঘরে ফিরে গিয়েছেন রস টেলর, হেনরি নিকলস, বিজে ওয়াটলিংরা। তবে এখনও ক্রিজে টিকে রয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। 

Latest Videos

তৃতীয় দিনের শেষে নিউজিল্যান্ডের স্কোর ছিল ১০২ রানে ৩ উইকেট। চতুর্থ দিনের খেলা পুরোপুরি ভেস্তে যায় বৃষ্টির জন্য। পঞ্চম দিনের সকালে বৃষ্টি হওয়ায় খেলা শুরু করতে গেরি হয়। কিন্তু ম্যাচ শুরু হতেই প্রথম থেকে আগুনে বোলিং শুরু করেন ভারতীয় পেসাররা। ১১৭ রানে তৃতীয় উইকেট পড়ে কিউইদের। মহম্মদ শামির বলে ১১ রান করে আউট হন রস টেলর। ১৩৪ রানে চতুর্থ উইকেট পড়ে নিউজিল্যান্ডের। ৭ রান করে ইশান্ত শর্মার বলে আউট হন হেনরি নিকলস।  কিউইদের পঞ্চম ধাক্কা দেন শামি। ওয়াটলিংকে বোল্ড করেন তিনি।

পঞ্চম দিনের লাঞ্চে নিউজিল্যান্ডের স্কোর ১৩৫ রানে ৫ উইকেট। ক্রিজে রয়েছেন কেন উইলিয়ামসন, কলিন ডি গ্র্যান্ডহোম। একদিকে যেমন ইনিংসকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন দুই নিউজিল্যান্ড দল। অপরদিকে, ম্যাচের রাশ পুরোপুরি নিজেদের হাতে রাখতে যত দ্রুত সম্ভব নিউজিল্যান্ডকে অল আউট করার লক্ষ্য নিয়ে পরের সেশনে মাঠে নামবে টিম ইন্ডিয়া। যতটা বেশি সম্ভব লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামাই লক্ষ্য বিরাট ব্রিগেডের।

Share this article
click me!

Latest Videos

RG Kar মিছিলে 'কাশ্মীর মাঙ্গে আজাদি' স্লোগান #rgkarprotest #shorts #jadavpur
RG Kar News Live : আর জি কর মামলায় শুনানি শুরু Supreme court-এ, দেখুন সরাসরি
ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়ে বিস্ফোরক হিরণ! শুনলে চমকে যাবেন! | Hiran Chatterjee | Ghatal | Dev TMC MP
যাদবপুরে অভয়ার বিচারের দাবীতে 'আজাদি' স্লোগান! পাল্টা দিলেন Sukanta Majumdar | RG Kar Protest | BJP
সুপ্রিম কোর্টেও মিথ্যা! আজই বড় সিদ্ধান্ত নিতে চলেছেন জুনিয়র চিকিৎসকরা! | Kolkata Doctors News |