পঞ্চম দিনেও প্রথম সেশনে বৃষ্টির কারণে খেলা শুরু করতে দেরি হল সাউদ্যাম্পটনে। কিন্তু খেলা শুরু হতেই ম্যাচে ফিরল ভারতীয় দল। পরপর তিন উইকেট নিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল জমিয়ে দিল মহম্মদ শামি ও ইশান্ত শর্মা। ভারতীয় পেস অ্যাটাকের আগুনে বোলিংয়ের দাপটে সাজঘরে ফিরে গিয়েছেন রস টেলর, হেনরি নিকলস, বিজে ওয়াটলিংরা। তবে এখনও ক্রিজে টিকে রয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন।
তৃতীয় দিনের শেষে নিউজিল্যান্ডের স্কোর ছিল ১০২ রানে ৩ উইকেট। চতুর্থ দিনের খেলা পুরোপুরি ভেস্তে যায় বৃষ্টির জন্য। পঞ্চম দিনের সকালে বৃষ্টি হওয়ায় খেলা শুরু করতে গেরি হয়। কিন্তু ম্যাচ শুরু হতেই প্রথম থেকে আগুনে বোলিং শুরু করেন ভারতীয় পেসাররা। ১১৭ রানে তৃতীয় উইকেট পড়ে কিউইদের। মহম্মদ শামির বলে ১১ রান করে আউট হন রস টেলর। ১৩৪ রানে চতুর্থ উইকেট পড়ে নিউজিল্যান্ডের। ৭ রান করে ইশান্ত শর্মার বলে আউট হন হেনরি নিকলস। কিউইদের পঞ্চম ধাক্কা দেন শামি। ওয়াটলিংকে বোল্ড করেন তিনি।
পঞ্চম দিনের লাঞ্চে নিউজিল্যান্ডের স্কোর ১৩৫ রানে ৫ উইকেট। ক্রিজে রয়েছেন কেন উইলিয়ামসন, কলিন ডি গ্র্যান্ডহোম। একদিকে যেমন ইনিংসকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন দুই নিউজিল্যান্ড দল। অপরদিকে, ম্যাচের রাশ পুরোপুরি নিজেদের হাতে রাখতে যত দ্রুত সম্ভব নিউজিল্যান্ডকে অল আউট করার লক্ষ্য নিয়ে পরের সেশনে মাঠে নামবে টিম ইন্ডিয়া। যতটা বেশি সম্ভব লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামাই লক্ষ্য বিরাট ব্রিগেডের।