Best Tweet of 2021: কামিন্স ও বিরাটের ট্যুইট পেল বছরের শেরার শিরোপা

ভারতে কোভিড ১৯ (Covid 19) -এ দ্বিতীয় ঢেউয়ে অক্সিজেনের জন্য অনুদান দিয়েছিলেন প্য়াট কামিন্স (Pat Cummins)। নিজের মেয়ে হওয়ার খবর ট্যুইটারে (Twitter) জানিয়েছিলেন বিরাট কোহলি (Virat Kohli)।এই দুটি ট্যুইট বছরের সেরা।
 

এক জনের বর্তমান সময়টা খুব একটা ভালো যাচ্ছে না, অপরজন ২২ গজে  জীবনের নতুন ইনিংসের শুরুটা করেছে অনবদ্য। কথা হচ্ছে ভারতীয় টেস্ট দলের অধিনায়ক (Indian Test Team Captain)বিরাট কোহলি (Virat Kohli) ও অস্ট্রেলিয়ার টেস্ট দলের অধিনায়ক (Australia Test Team Captain)প্য়াট কামিন্সের (Pat Cummins)। একদিকে টি২০ বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে  বিদায় নিতে হয়েছিল বিরাটের ভারতকে। তারআগেই ঘোষণা করেছিলেন টি২০তে অধিনায়কত্ব ছাড়ার। সেই জায়গায় দায়িত্ব নিয়েছেন রোহিত শর্মা। এবার ভারতীয় একদিনের দলের অধিনায়কত্ব থেকে বিরাটকে সরিয়ে সাদা  বলের দুই বিভাগেই দায়িত্ব দেওয়া হয়ছে রোহিতকে। শাোনা যাচ্ছে  ওয়ানডে অধিনায়কত্ব বিরাট ছাড়তে না চাইলেও সাদা বলে একজনকে অধিনায়ক রাখার জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। অপরদিকে অস্ট্রেলিয়া দলের টেস্ট অধিনায়ক হিসেবে দুরন্ত শুরু করেছেন প্যাট। অধিনায়ক হিসেবে অভিষেক ইনিংসেই  ৫ উইকেট নিয়ে একাধিক রেকর্ড গড়েথেন কামিন্স। তবে এই সব কিছুই মধ্যেই ২২ গডের বাইরের একটি খবর কিছুটা হলেও আনন্দ দেববে দুজনকেই।

 

Latest Videos

 

বছরের শেষ মাসে প্রতিবারই ট্যুইটার ইন্ডিয়া(Twitter India) ঘোষণা করে চলতি বছরে কোন কোন ট্যুউট হয়েছে সবথেকে বেশি  রিট্যুইটেড, কোট ট্যুইট (Most Retweeted And Quote Tweeted Tweet of 2021) ও মোস্ট লাইকড ট্যুইট(Most Liked Tweet of 2021) । ২০২১ সালে সবচেয়ে বেশি রিট্যুইটেড এবং কোট ট্যুইট হয়েছে প্যাট কামান্সের ট্যুইট। বছরের  গোড়ার দিকে ভারতের মাটিতে বসেছিল আইপিএল। কেকেআরের হয়ে খেলতে এসেছিলেন তিনি। সেই সময় ভারতে চলছিল কোভিডের ১৯-এর দ্বিতীয় ঢেউ। দেশ জুড়ে চিকিৎসার জন্য দেখা দিয়েছিল অক্সসিজেনের হাহাকার। প্রাণ হারাচ্ছিলেন অসংখ্য মানু। সেই সময় অক্সিজেন কেনার জন্য  ৫০ হাজার মার্কিন ডলার অনুদান দিয়েছিলেন প্যাট  কামিন্স। বর্তমানে অস্ট্রেলিয়ার টেস্ট দলের অধিনায়কের এই ট্যুইটটি সবথেকে বেশি  রিট্যুইটেড, কোট ট্যুইট হয়েছিল।

 

 

আর সবথেকে বশি লাইক ট্যুইট হয়েছে বিরাট কোহলির মেয়ে হওয়ায় খবর।  অস্ট্রেলিয়া সফরে প্রথম টেস্ট খেলে পিতৃত্বকালীন ছুটি নিয়ে দেশে ফিরেছিলেন বিরাট  কোহলি। সন্তান জন্মানোর সময় অনুষ্কার পাশে থাকার জন্য। সব বিতর্ক, সমালোচনাকে গুরুত্ব না দিয়ে সবাই দেখেছিলেন ফ্যামিলি ম্যান বিরাটকে। গত ১১ জানুয়ারি বাবা হন কোহলি। ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দেন অনুষ্কা শর্মা। নিজের সোশ্যাল হ্যান্ডেলে সুখবর জানান কোহলি।  পরে তার নাম রাখা হয় ভামিকা। বিরাট কোহলির মেয়ে হওয়ার ট্যুইটটি এই বছরের সবথেকে বেশি লাইক পওয়া ট্যুইট। 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: বিধানসভার বাইরে মুখোমুখি শুভেন্দু অধিকারী, দেখুন সরাসরি
উপনির্বাচনে (By Election) কেমন ফল করবে বিজেপি? দেখুন কী বললেন শুভেন্দু | Suvendu Adhikari
Guyana-র সরস্বতী বিদ্যা নিকেতন স্কুলে Narendra Modi, কথা বললেন পড়ুয়াদের সঙ্গে
Mamata Banerjee Live: নবান্নে সাংবাদিক সম্মেলনে মমতা, দেখুন সরাসরি
Bangla News : সুকান্তকে বাধা, বেলডাঙা নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি | Asianet News Bangla