IPL 2021, CSK vs RR- ম্যাচে কেমন হতে পারে দুই দলের প্রথম একাদশ, দেখে নিন এক নজরে

আজ আইপিএল ২০২১-এ (IPLO 2021) মুখোমুখি চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) বনাম রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। বর্তমানে লিগ টেবিলের শীর্ষে রয়েছে এমএস ধোনির (MS Dhoni) দল। অপরদিকে, সপ্তম স্থানে রয়েছে সঞ্জু স্যামসনের (Sanju Samson) দল। আজ হাড্ডাহাড্ডি ম্য়াচ দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।
 

Asianet News Bangla | Published : Oct 2, 2021 7:25 AM IST

আজ আইপিএলের (IPL) ডবল হেডারের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি লিগ টেবিলের শীর্ষে থাকা চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) ও সপ্তম স্থানে থাকা রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। আপিএল ২০২১-এর (IPL 2021)) প্রথম দল হিসেবে প্লে অফে কোয়ালিফাই করেছে এমএস ধোনির (MS Dhoni) দল। অপরদিকে প্লে অফের আশা জিইয়ে রাখতে হলে শেষ তিনটি ম্য়াচ জিততে হবেই সঞ্জু স্যামসনের (Sanju Samson) দলের। সব ম্যাচ জেতার পাশাপাশি তাকিয়ে থাকতে অন্যান্য দলের ফলাফলের দিকেও। এই পরিস্থিতিতে আজ আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে হাড্ডাহাড্ডি ম্যাচ দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।

আজ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে চেন্নাই সুপার কিংস দলে কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। উইনিং কম্বিনেশন ভাঙার পক্ষে রাজি নয় সিএসকে টিম ম্য়ানেজমেন্ট। চেন্নাই সুপার কিংসের প্রথম একাদশের ব্য়াটিং লাইনআপে থাকতে পারেন ঋতুরাজ গায়কোয়াড়, ফাফ ডুপ্লেসি, মঈন আলি, সুরেশ রায়না, অম্বাতি রায়ডু, এমএস ধোনি (অধিনায়ক ও উইকেট রক্ষক)। এছাড়া ইয়োলো আর্মির অলরাউন্ডারের ভূমিকা পালন করবেন রবীন্দ্র জাদেজা ও ডোয়েইন ব্রাভো। এছাড়া দলের বোলিং লাইনআপে থাকতে চলেছেন জোস হ্যাজেলউড, শার্দুল ঠাকুর, দীপক চাহার।

অপরদিকে, শেষ ম্যাচ হারলেও রাজস্থান রয়্যালস দলেও কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। রয়্যালসদের প্রথম একাদশে ব্যাটিং লাইনআপে থাকতে পারেন ইভিন লুইস, যশশ্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেট রক্ষক), লিয়াম লিভিংস্টোন, মাহিপাল লোমর। এছাড়া অলরাউন্ডারের অলরাউন্ডারের ভূমিকায় থাকতে পারেন রিয়ান পরাগ, রাহুল তেওয়াটিয়া, ক্রিস মরিস। এছাড়া আজকের ম্যাচ সঞ্জু স্যামসনের দলে বোলিং লাইনআপে থাকতে পারেন চেতন সাকারিয়া, কার্তিক ত্যাগি, মুস্তাফিজুর রহমান।

আরও পড়ুনঃঃIPL 2021, RR vs CSK - ধোনিদের পার্টি কি বিগড়ে দিতে পারবে রাজস্থান রয়্যালস

আরও পড়ুনঃআইপিএল তারকাদের লুকিয়ে কী কাণ্ড ঘটান তাদের বউ ও প্রেমিকারা, জেনে নিন আপনিও

আরও পড়ুনঃIPL 2021, ডান্স বারে গিয়ে সুন্দরীর নাচ দেখে হয়েছিলেন পাগল, জানুন দিল্লি ক্যাপিটালস তারকার প্রেম কাহিনি

প্রসঙ্গত, লিগ টেবিলে  ১১ ম্যাচে ৯টি জয় পেয়ে ১৮ পয়েন্টনিয়ে লিগ টেবিলের শীর্ষ রয়েছে এমএস ধোনির দল। অপরদিকে ১১ ম্যাচে ৪টি জয় পেয়ে ৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের সপ্তম স্থানে রয়েছে সঞ্জু স্যামসনের দল। একদিকে যেমন পুরো আইপিএল ২০২১-এ দুরন্ত ছন্দে রয়েছে সিএসকে, অপরদিকে ধারাবাহিকতার অভাবে বারবার ধাক্কা খেতে হয়েছে রাজস্থান রয়্যালসকে। দুই দলের সাম্প্রতিক ফর্ম ও শক্তির বিচার করে আজকের ম্যাচে চেন্নাই সুপার কিংসকেই ফেভারিট মানছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

Share this article
click me!