IPL 2021, RR vs CSK - ধোনিদের পার্টি কি বিগড়ে দিতে পারবে রাজস্থান রয়্যালস

শনিবার আইপিএল ২০২১ (IPL 2021)-এর ৪৭তম ম্যাচে মুখোমুখি চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) এবং রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। ধোনিদের (MS Dhoni) পার্টি কি বিগড়ে দিতে পারবেন সঞ্জু স্যামসনরা (Sanju Samson)। 
 

Asianet News Bangla | Published : Oct 1, 2021 5:00 PM IST

শনিবার আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আইপিএল ২০২১ (IPL 2021)-এর ৪৭তম ম্যাচে মুখোমুখি হচ্ছে আইপিএল-এর সবথেকে ধরাবাহিক দল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) এবং এখনও প্লেঅফের ক্ষীণ আশা থাকা রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। এই মরসুমে এখনও পর্যন্ত সিএসকেই প্লে-অফের যোগ্যতা অর্জন নিশ্চিত করেছে। কাজেই, শনিবারের ম্যাচে একেবারেই চাপমুক্ত হয়ে নামবে তারা। আর জিতলে রাজস্থান রয়্যালসের সামনে একটা আশা থাকবে প্রথম চারে থাকার। 

বর্তমান ফর্ম

রাজস্থান রয়্যালস বর্তমানে লিগ টেবিলের সপ্তম স্থানে রয়েছে। ১১টি ম্যাচে তারা ৪টি জিতে আট পয়েন্ট পেয়েছে তারা। জয় তাদের প্লে-অফের দৌড়ে এখনও রেখে দেবে। তবে, হারলে তাদের সামনে আর কোনও আশা থাকবে না। কারণ, আগের ম্যাচেই তারা তৃতীয় স্থানে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore)-এর কাছে হেরে গিয়েছে। অন্যদিকে ১১ ম্য়াচের ৯টিতে জিতে ১৮ পয়েন্ট নিয়ে তারা এখন প্রথম দুই স্থানে নিজেদের জায়গা পাকা করার লক্ষ্যে রয়েছে। সেইক্ষেত্রে প্লেঅফে বাড়তি সুযোগ মিলবে। শেষ ম্যাচে লাস্ট বয় সানরাইজার্স হায়দরাবাদকে (Sunrisers Hyderabad) বিরুদ্ধে জয় পেয়েছে তারা।

দল গঠন

আরআর -এর ব্যাটিং বিভাগ নিয়ে বড় সমস্যা রয়েছে। পর্যাপ্ত তারকা শক্তির অভাব রয়েছে। আগের ম্যাচে শুরুটা ভাল হলেও পরের ব্যাটাররা সেই ভিতের উপর ইনিংস গড়তে পারেননি। তবে তাদের দলে তরুণ এবং প্রতিভাবান খেলোয়াড়দের অভাব নেই। যারা যেকোন দলকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। আরআর-এর বোলিং আক্রমণ বরং অনেক বেশি ক্ষুরধার। চাপের মুখেও তরা বা পারফর্ম করতে পারে। 

সিএসকে দল এই মুহূরিতে চলছে তেল দেওয়া যন্ত্রের মতো। বোলিং বিভাগ কিছুটা বেশি ভারি হলেও, গত মরসুমের কঠিন সময় কাটিয়ে চলতি মরসুমে সিএসকে-র ব্যাটিং লাইন-আপ এখনও পর্যন্ত বেশ ভাল পারফর্ম করেছে। 

চোট-আঘাত

কোনও দলেই চোট-আঘাতজনিত কোনও উদ্বেগ নেই।

দ্বৈরথের পরিসংখ্যান 

দুই পক্ষের মধ্য়ে ২৫টি ম্যাচ হয়েছে। সিএসকে জিতেছে ১৫টিতে, আরআর ১০টিতে। সংযুক্ত আরব আমিরশাহিতে তিনটি ম্যাচের মধ্যে আরআর অবশ্য জয়ের পরিসংখ্যানে ২-১'এ এগিয়ে আছে। আবুধাবিতে এর আগে একটিই সিএসকে-আরআর ম্যাচ হয়েছে। সেই ম্যাচে জিতেছিল রাজস্থান।

আবহাওয়া এবং পিচ রিপোর্ট

আবু ধাবির আবহাওয়া গরম হবে, তবে ম্যাচের সময় তাপমাত্রা অনেকটাই কমে যাবে। আবু ধাবির তাপমাত্রা শনিবার ৩৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। বাতাসের আর্দ্রতা থাকবে ৬২ শতাংশের মতো। পিচে ব্যাটসম্যানরাই সাহায্য পাবেন। টস জিতলে ক্যাপ্টেনরা রান তাড়া করার পথেই যাবে বলে মনে করা হচ্ছে। 

সম্ভাব্য প্রথম একাদশ

রাজস্থান রয়্যালস - যশস্বী জয়সওয়াল, এভিন লুইস, সঞ্জু স্যামসন (অধিনায়ক এবং উইকেটরক্ষক), ডেভিড মিলার, রিয়ান পরাগ, রাহুল তেওয়াটিয়া, মহিপাল লোমরোর, চেতন সাকারিয়া, কার্তিক ত্যাগী, মুস্তাফিজুর রহমান এবং তাবরায়েজ শামসি।

চেন্নাই সুপার কিংস - ঋতুরাজ গায়কোয়াড, ফাফ ডু প্লেসিস, আম্বাতি রায়ডু, মইন আলি, সুরেশ রায়না, এমএস ধোনি (অধিনায়ক এবং উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, ডোয়াইন ব্রাভো, শার্দুল ঠাকুর, দীপক চাহার এবং জশ হ্যাজেলউড।

Share this article
click me!