IPL 2021, KKR vs SRH ম্য়াচে কেমন হতে পারে দুই দলের একাদশ, দেখে নিন এক নজরে

Published : Oct 03, 2021, 04:33 PM ISTUpdated : Oct 03, 2021, 04:53 PM IST
IPL 2021, KKR vs SRH ম্য়াচে কেমন হতে পারে দুই দলের একাদশ, দেখে নিন এক নজরে

সংক্ষিপ্ত

আজ আইপিএল ২০২১-এর (IPL 2021) মেগা ফাইট। সুপার সানডে তে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)ও সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)। আজকের ম্যাচ ডু অর ডাই ইয়ন মর্গ্যানের (Eoin Morgan) দলের কাছে। অপরদিকে সম্মানরক্ষার লড়াই কেন উইলিয়ামসনের (Kane Williamson) দলের। ম্য়াচের আগে দেখে নিন দুই দলের সম্ভাব্য একাদশ।  

ডু অর ডাই ম্যাচে আজ আইপিল ২০২১-এ (IPL 2021) মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। প্রতিপক্ষ লিগ টেবিলের একেবারে নীচে থাকা সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)। প্লে অফে যাওয়ার আশা জিইয়ে রাখতে হলে লিগের শেষ দুটি ম্য়াচ জিততেই হবে ইয়ন মর্গ্যানের (Eoin Morgan) দলকে। তারপরও তাকিয়ে থাকতে হবে অন্য দলের ম্যাচের ফলাফলের দিকে। অপরদিকে, এবারের আইপিএলে হারানোর মতো কিছুই নেই কেন উইলিয়ামসনের (Kane Williamson) দলে। লিগের বাকি তিনটি ম্যাচ জিতে হাসিমুখে মরসুম শেষ করাই তাদের লক্ষ্য।

রাজস্থান রয়্যালসকে হারানোর পর গত ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ফের হারের মুখ দেখতে হয়েছে সানরাইজার্স হায়দরাবাদকে। তবে আজকের ম্যাচে দলে খুব একটা পরিবর্তনের সম্বাবনা নেই নিজামের শহরের দলে।  আজকের ম্য়াচে সানরাইজার্স হায়দরাবাদের প্রথম একাদশের ব্য়াটিং লাইনআপে থাকতে পারেন জেসন রয়, কেন উইলিয়ামসন (অধিনায়ক), ঋদ্ধিমান সাহা (উইকেট রক্ষক), প্রিয়ম গর্গ ,অভিষেক শর্মা। দলে অলরাউন্ডারের ভূমিকায় থাকতে চলেছেন আবদুল সামাদ ও জেসন হোল্ডার। এছাড়া বোলিং লাইনআপে আজ অরেঞ্জ আর্মিতে থাকতে চলেছেন রাশিদ খান, ভূবনেশ্বর কুমার, সন্দীপ শর্মা, সিদ্ধার্থ কল।

অপরদিকে কলকাতা নাইট রাইডার্স দলে একটি মাত্র পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। টিম সেইফার্টের জায়গায় দলে ফিরতে পারেন তারকা অলরাউন্ডার শাকিব আল হাসান। সানরাইজার্সের বিরুদ্ধে আজকের ম্যাচে কেকেআরের ব্যাটিং লাইনআপে থাকতে শুভমান গিল, ভেঙ্কটেশ আইয়র, রাহুল ত্রিপাঠী, ইয়ন মর্গ্যান (অধিনায়ক), নীতিশ রানা, দীনেশ কার্তিক (উইকেট রক্ষক)। এছাড়া দলে অলরাউন্ডারের ভূমিকায় দেখা যেতে পারে শাকিব আল হাসানকে। অথবা ব্যাসম্যান হিসেবে খেলতে পারেন টিম সেইফার্ট। বোলিং লাইনআপে থাকতে পারেন টিম সাউদি, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, শিবম মাভি।

শনিবার প্রথম ম্য়াচে দিল্লির বিরুদ্ধে মুম্বইয়ের হার ও দ্বিতীয় ম্যাচে লিগ টপার চেন্নাইকে রাজস্থান হারিয়ে দেওয়ার ফলে জমে উঠেছে প্লে অফে শেষ দল হয়ে ওঠার লড়াই। বর্তমানে ১২ ম্যাচ ১০ পয়েন্টে রয়েছে কেকেআর (KKR), পঞ্জাব (PBKS), রাজস্থান (RR) ও মুম্বই (MI)। ফলে যে কোনও একটি দল ১৪ পয়েন্ট নিয়েও শেষ চারে যাওয়ার সুযোগ থাকছে। তাই আজকের ম্য়াচে জিততে মরিয়া নাইট বাহিনি।

PREV
click me!

Recommended Stories

Rivaba Jadeja: ভারতীয় ক্রিকেটারদের বদভ্যাস! আমার স্বামী সৎ, দাবি জাদেজার স্ত্রীর
Yashasvi Jaiswal: বিরাট কোহলি নন! যশস্বী জয়সওয়ালের মতে, এই ভারতীয় তারকাই সবচেয়ে পরিশ্রমী ক্রিকেটার?