লকডাউনে বিয়ার পার্টনারদের নাম জানালেন রবি শাস্ত্রী

  • দেশজুড়ে লকডাউন বেড়েছে ১৭ই মে অবধি
  • এই সময় আলিবাগে সময় কাটাচ্ছেন ভারতীয় কোচ রবি শাস্ত্রী
  • কেন্দ্রীয় তথ্য অনুযায়ী আলিবাগ পড়ছে অরেঞ্জ জোনে
  • বিনি এবং শিবরামকৃষ্ণণকে পানপাত্র হাতে সঙ্গী হিসেবে পছন্দ শাস্ত্রীর
     

Reetabrata Deb | Published : May 6, 2020 6:04 AM IST

ভারতীয় দলের হেডকোচ এবং প্রাক্তন অলরাউন্ডার রবি শাস্ত্রী জানালেন লকডাউনের সময় তার প্রাক্তন সতীর্থ রজার বিনি এবং লক্ষণ শিবরামকৃষ্ণণ সঙ্গে থাকলে তার বিয়ার পানের পরিকল্পনাটি আরও সুখকর হতো। তাদের সঙ্গে সময় কাটাতে সবসময়ই ভালো লাগে বলে জানিয়েছেন রবি শাস্ত্রী। ক্রমাগত চলতে থাকা বাধ্যতামূলক এই লকডাউনের নিয়ম মানতে মানতে হাঁপিয়ে উঠেছেন তাও জানালেন শাস্ত্রী। 

আরও পড়ুনঃকরোনা আতঙ্ক কাটিয়ে অনুশীলন শুরু করল জুভেন্টাস প্লেয়াররা

লকডাউনের এই সময়ে আলিবাগে নিজের বাড়িতেই রয়েছেন শাস্ত্রী। কেন্দ্রীয় পরিসংখ্যান অনুযায়ী এই সময় আলিবাগ রয়েছে অরেঞ্জ জোনে। লকডাউন শেষ হলে প্রথমেই বিয়ার কিনতে যাবেন বলে জানিয়েছেন বিরাটদের হেডস্যার। যদিও কবে শেষ হতে পারে এই লকডাউন সেই সম্পর্কে কোনও ধারণা এখনও অবধি করা সম্ভব হচ্ছে না। তাই এখনই অ্যালকোহল শপে লাইন দেওয়ার কথাও ভাবছেন শাস্ত্রী, অবশ্যই শারীরিক দূরত্ব বজায় রেখে। 

আরও পড়ুনঃঅগস্টে চ্যাম্পিয়নস লিগ ফাইনাল করতে প্রস্তুত তুরস্ক,১২ জুন থেকে শুরু হচ্ছে ঘরোয়া লিগ

আরও পড়ুনঃকরোনার জের,৬০০-৭০০ কোটি টাকার ক্ষতির সম্মুখীন ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থাগুলি

বিয়ারের সাথে সাথে তার দুই বন্ধু রজার বিনি এবং লক্ষণ শিবরামকৃষ্ণণ-এর কথাও উল্লেখ করেছেন তিনি। তাদের সাথে সময় কাটাতে খুবই পছন্দ করেন বলে জানিয়েছেন শাস্ত্রী। তাদের সাথে বসে বিয়ার খাওয়া নিয়ে উপভোগ্য কিছু গল্পের কথাও উল্লেখ করেছেন শাস্ত্রী।

Share this article
click me!