
টেস্ট ক্রিকেটে (Test Cricket)ভারতীয় দলের প্রথম স্পিনার তিনি। বছরের পর দেশে হোক বা বিদেশে টিম ইন্ডিয়ার (team India)হয়ে অনবদ্য পারফর্ম করেছেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। কিন্ত ৪ বছরর ধরে সীমিত ওভারের জাতীয় দলে সুযোগ না পাওয়ায় হতাশ ছিলেন তারকা অফ স্পিনার। কিন্তু টি২০ বিশ্বকাপের (T20 World Cup)দল নির্বাচনে তার নাম দেখে খুশিতে আত্মহারা হয়ে উঠেছিলেন 'প্রফেসর অ্যাশ'। অশ্বিনের সেই আবেগ এবার আরও একটু বাড়তি মাত্রা পেল দীর্ঘ দিন পর টি২০ বিশ্বকাপের ভারতীয় দলের রঙিন জার্সি হাতে পেয়ে। সেই আবেগে বাড়তি মাত্রা যোগ করলেন অশ্বিনের মেয়ে।
নীল জার্সি গায়ে চাপিয়ে রবিবার অশ্বিন ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন। সেখানে তাঁর মেয়েকেও দেখা যাচ্ছে। অশ্বিন লিখেছেন, 'যখন আপনার মেয়ে বলে ওঠে, তোমাকে এমন জার্সিতে প্রথমবার দেখলাম, তখন ওকে ছেড়ে যেতে ইচ্ছে করে না। আপনিও কি পারবেন?' চার বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে অশ্বিনের সুযোগ পাওয়া নিয়ে মুখ খুললেন বিরাট কোহলি। অধিনায়ক বলেন, "সাদা বলের ক্রিকেটে পারফরম্যান্সের জন্য় অশ্বিনকে পুরস্কার দেওয়া হল। গত কয়েক বছরে ও এই ফরম্যাটে দারুণ বোলিং করেছে। বিপক্ষের ব্যাটারদের জব্দ করতে ওর জুড়ি মেলা ভার। অশ্বিন ও জাদেজার মতো স্পিনার দলে থাকার জন্য আমাদের বাড়তি সুবিধা হল।"
২০১৭ সালে শেষবার ওয়েস্ট ইন্ডিজ সফরে জাতীয় দলের হয়ে সীমিত ওভারের সিরিজ খেলেছিলেন রবিচন্দ্রন অশ্বিন। এতদিন টেস্ট ক্রিকেটের সাদা জার্সি পরেই ক্রিকেট খেলেছেন তিনি। দীর্ঘদিন পর সীমিত ওভারের দলের জার্সি তারউপর আবার বিশ্বকাপের জার্সি পরে আবেগতাড়িত রবিচন্দ্রন অশ্বিন। এর আগে তিনটি টি২০ বিশ্বকাপ খেলেছেন অশ্বিন। এবার ফের একবার বিশ্বকাপ দলে সুযোগ পেয়ে নিজের সেরাটা উজার করে দেওয়ার জন্য মুখিয়ে রয়েছেন তারকা অফ স্পিনার।