কথা দিয়ে রাখেনি আরসিবি, রাজস্থানের হয়ে নামার আগে বোমা ফাটালেন চাহল

দীর্ঘ বছর আরসিবির (RCB)হয়ে খেলার পর আইপিএল ২০২২ (IPL 2022) -এ রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals)হয়ে খেলবেন যুজবেন্দ্র চাহল (Yuzvendra Chahal)। কিন্তু রাজস্থানের হয়ে প্রথম ম্য়াচে নামার আগে বোমা ফাটালেন তারকা লেগ স্পিনার। 
 

বিরাাট কোহলি ও এবি ডিভিলিয়ার্সের সঙ্গে যেমম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর নামটা একাত্ম হয়ে গিয়েছে। ঠিক তেমনই আরও এক ক্রিকেট হলেন যুজবেন্দ্র চাহল। আইপিএলে ভারতীয় লেগ স্পিনারের নাম আসলেই আরবিসির ক্রিকেটার এই কথাটি সকলেরই মনে পড়ে।  ২০১৪ থেকে ২০২১ সাল পর্যন্ত আরসিবি-র হয়ে ১১৩ ম্যাচে ১৩৯ উইকেট নিয়েছেন। কিন্তু আইপিএল ২০২২-এ নতুন দলের হয়ে খেলতে দেখা যাবে তাকে। মেগা নিলামে তাকে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস। ফলে এবার নতুন জার্সি গায়ে খেলবেন যুজবেন্দ্র চাহল। কিন্তু কেন তাকে আরসিবি রিটেন করল না, কেন তাকে নিলামেই বা আরসিবি কিনল না, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোর কর্তৃপক্ষের সঙ্গে তার কোনও কথা হয়েছিল কিনা এই সকল প্রশ্নগুলি ঘুরপাক খাচ্ছিল ক্রিকেট প্রেমিদের মনে। অবশেষে এই বিষয় নিয়ে শুধু নীরাবতা ভাঙাই নয়, রীতিমত বোমা ফাটালেন তিনি। 

আরসিবির সঙ্গে তার সম্পর্কের বিচ্ছেদ নিয়ে বলতে গিয়ে চাহল বলেছেন, ‘ব্যাঙ্গালোর এবং তার সমর্থকদের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল। আমি কোনও দিনও ভাবিনি অন্য দলের হয়ে খেলব। অনেকেই জিজ্ঞাসা করেছে, কেন বেশি টাকা চেয়েছিলাম?তাদের উদ্দেশ্যে বলতে চাই,আমি কিচ্ছু চাইনি। দলের ডিরেক্টর মাইক হেসন আমাকে ডেকে বলেছিল বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েল ও মহম্মদ সিরাজকে তারা রিটেন করবে। আমার কাছে কিছু জানতে চাওয়া হয়নি।’এরপরই বিস্ফোরক মন্তব্য করেন চাহল। কার্যত শিকার করে নেন আরসিবি কর্তৃপক্ষ কথা দিয়ে কথা রাখেনি। চাহল বলেন,‘ব্যাঙ্গালোরের ম্যানেজমেন্ট বলেছিল যে নিলামে আমাকে কেনা হবে। কিন্তু সেটা তারা করেনি। ওরা আমাকে জিজ্ঞেস করেনি যে আমি থাকতে চাই কি না? জিজ্ঞেস করলে আমি থাকতে চাইতাম। টাকা শেষ কথা নয়। ওরা আমাকে বলেছিল,নিলামে কিনবে। কিন্তু সেটা করেনি। কথা দিয়ে কথা রাখেনি ব্যাঙ্গালোর। কিন্তু আমি সারা জীবন ব্যাঙ্গালোরের সমর্থকদের একইভাবে ভালবাসব।’

Latest Videos

আরও পড়ুনঃস্টাইল স্টেটমেন্ট থেকে বাড়ি-গাড়ি-নারী, দেখুন কেমন বিলাস বহুল জীবন যাপন করেন কেকেআর অধিনায়ক

আরও পড়ুনঃপ্রথম ম্য়াচে জয় তাও দলে হতে পারে পরিবর্তন, দেখে নিন আরসিবির বিরুদ্ধে কেকেআরের সম্ভাব্য একাদশ

প্রসঙ্গত, ২০১০ সালে আইপিএলে তিনি রাজস্থান রয়্যালস দলে ছিলেন। কিন্তু একটিও ম্য়াচ খেলার সুযোগ হয়নি। তারপর মুম্বই ইন্ডিয়ান্স হয়ে আরসিবিতে গিয়েছিলেন। টানা ৮ মরসুম আরসিবিতে খেলার পর ফের চাহল রাজস্থান রয়্যালসে। নতুন মরসুম শুরুর করার আগে বিরাট কোহলি তাকে শুভেচ্ছা জানিয়েছেন সেই কথাও বলেছেন চাহল। আরসিবি ছাড়া আক্ষেপ থাকলেও, রাজস্থান রয়্যালসের হয়ে যে সেরাটা দিতে মুখিয়ে রয়েছেন সেই কথা জানিয়েছেন ভারতীয় তারকা লেগ স্পিনার। 


 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury