IPL 2021, RCB vs SRH, বিরাটের লক্ষ্য ধোনিকে টপকে যাওয়া, টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত আরসিবির

Published : Oct 06, 2021, 07:24 PM ISTUpdated : Oct 06, 2021, 07:36 PM IST
IPL 2021, RCB vs SRH, বিরাটের লক্ষ্য ধোনিকে টপকে যাওয়া, টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত আরসিবির

সংক্ষিপ্ত

আইপিএল ২০২১ (IPL 2021) -এ আজ মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) ও সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)। লিগ টেবিলের প্রথম দুইয়ে থাকার জন্য আজকের ম্যাচ জিততে মরিয়া বিরাট কোহলির (Virat Kohli) দল। অপরদিকে সম্মানরক্ষার ম্য়াচ কেন উইলিয়ামসনের (Kane Williamson)দল। টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত বিরাট কোহলির।  

আইপিএল ২০২১-এর ৫২ তম ম্যাচে  আবুধাবির বশেখ জায়েদ স্টেডিয়ামে  মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও সানরাইজার্স হায়দরাবাদ। প্লে অফে যোগ্যতা অর্জন করা হয়ে গেলেও, বিরাট কোহলির দলের কাছে এই ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। কারণ গ্রুপ লিগের শেষ দুই ম্য়াচ জিতলে পয়েন্ট টেবিলে প্রথম দুইতে শেষ করার সুযোগ থাকছে ব্যাঙ্গালোরের কাছে। অবশ্য চেন্নাই ম্য়াচের দিকেও তাকিয়ে থাকতে হবে বিরাটের দলকে। অপরদিকে, দিকে শেষ দুই ম্য়াচ জিতে মরসুম শেষ করাই লক্ষ্য লিগ টেবিলের শেষে থাকা কেন উইলিয়ামসনের দলের। 

এবার আরব আমিরশাহিতে প্রত্যেক ম্যাচেই টস খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আজকের ম্য়াচেও দুই দলেরই লক্ষ্য ছিল টসে জিতে বোলিং করার। তবে এদিন টস ভাগ্য সাথ দিয়েছে আকসিবি অধিনায়ক বিরাট কোহলির। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর অধিনায়ক। টার্গেট দেখে চেজ করার রণনীতি ঠিক করার জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছেন বিরাট। আবুধাবির উইকেট রাতের দিকে অনেক বেশি ব্য়াটিংয়ের উপযোগী হয়ে ওঠে বলে মনে করেন বিরাট কোহলি। আজকের ম্যাচে দুই দলেই কোনও পরিবর্তন হয়নি।

 

 

আজকের ম্য়াচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রথম একাদশের ব্য়াটিং লাইনআপে রয়েছেন বিরাট কোহলি, দেবদূত পাড়িক্কল, এসকে ভরত (উইকেটরক্ষক), এবি ডিভিলিয়ার্স, গ্লেন ম্যাক্সওয়েল। এছাড়া আরসিবিতে অলরাউন্ডারের ভূমিকায় রয়েছেন ড্যান ক্রিস্টিয়ান, শাহবাজ আহমেদ। এছাড়া দলের বোলিং লাইনআপে রয়েছেন জর্জ গার্টন, হার্শল প্য়াটেল, মহম্মদ সিরাজ,  যুজবেন্দ্র চাহল।

 

 

অপরদিকে, সানরাইজার্স হায়দরাবাদের প্রথম একাদশের ব্য়াটিং লাইনআপে রয়েছেছেন জেসন রয়, কেন উইলিয়ামসন (অধিনায়ক), ঋদ্ধিমান সাহা (উইকেট রক্ষক),  প্রিয়ম গর্গ। অরেঞ্জ আর্মিতে অলরাউন্ডারের ভূমিকায় আছেন অভিষেক শর্মা, আবদুল সামাদ, জেসন হোল্ডার। এছাড়া সানরাইজার্সের বোলিং লাইনে আজকে রয়েছেন রাশিদ খান, ভূবনেশ্বর কুমার, সিদ্ধার্থ কল, উমরান মালিক।


PREV
click me!

Recommended Stories

ভারত বনাম শ্রীলঙ্কা: বিশ্বজয়ের পর প্রথম ম্যাচ, রবিবার নতুন রেকর্ডের লক্ষ্যে স্মৃতি-দীপ্তি
ICC T20 World Cup: শুধু ফর্মের জন্য নয়, গিলকে বাদ দেওয়ার আসল কারণ কী? জানিয়ে দিলেন অজিত আগরকর