RCB vs DC- কার্তিক-ম্য়াক্সওয়েলের ঝোড়ো ব্য়াটিং, সঙ্গ দিলেন শাহবাজ, দিল্লিকে ১৯০ রানের টার্গেট দিল আরসিবি

 আইপিএল ২০২২ (IPL 2022) -এ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও দিল্লি ক্যাপিটালস (Royals Challengers Bangalore vs Delhi Capitals)। 
প্রথমে ব্য়াট করে ১৮৯ রান করল ফাফ ডুপ্লেসির দল। 
 

আইপিএল ২০২২ (IPL 2022)  -এর সুপার স্যাটার ডে-র দ্বিতীয় ম্য়াচে ব্য়াটে-বলে টানটান লড়াই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোর দিল্লি ক্যাপিটালসের (Royals Challengers Bangalore vs Delhi Capitals)বিরুদ্ধে। প্রথমে আরসিবির বোলারদের দুরন্ত বোলিং-ফিল্ডিং। তারপর দীনেশ কার্তিকস, গ্লেন ম্যাক্সওয়েল ও শাহবাজ আহমেদের অনবদ্য ব্য়াটিং। ম্য়াচ টস জতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন দিল্লি অধিনায়ক ঋষভ পন্থ। প্রথমে ব্য়াট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৯ রান করে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোর। আরসিবির হয়ে সর্বোচ্চ ৩৪ বলে ৬৬ রানের ইনিংস খেলেন দীনেশ কার্তিক। এছাড়া ৩৪ বলে ৫৫ রানের ইনিংস খেলেন গ্লেন ম্য়াক্সওয়েল, ২১ বলে ৩২ করেন শাহবাজ আহমেদ। ৯২ রানের ৫ উইকেট থেকে কার্তিক-শাহবাজের ৯৭ রানের পার্টনারশিপে ভর করে ১৮৯-তে পৌছায় আরসিবি। দিল্লির হয়ে একটি করে উইকেট পান শার্দুল ঠাকুর, খালিল আহমেদ, অক্ষর প্য়াটেল ও কুলদীপ যাদব। 

 

Latest Videos

 

এদিন ব্য়াট করতে নেমে শুরুটা ভালো হয়নি আরসিবির। ৫ রানে প্রথম উইকেট পড়ে। খাতা না খুলেই সাজঘরে ফেরত যান অনুজ রাওয়াত। শার্দুল ঠাকুরের বলে আউট হন তিনি। বড় রান করতে ব্যর্থ হন অধিনায়ক ফাফ ডুপ্লেসিও। দলের ১৩ রানের মাথায় বিগ হিট করতে গিয়ে খালিল আহনমেদের বলে আউট হন তিনি। ৮রান করেন ডুপ্লেসি। এরপর বিরাট কোহলি ও গ্লেন ম্যাক্সওয়েল ইনিংস এগিয়ে নিয়ে যাওয়াার চেষ্টা করলেও দুর্ভাগ্যবশত তা বেশিক্ষণ সম্ভব হয়নি। দলের ৪০ রানের মাথায় তৃতীয় উইকেট পড়ে আরসিবির। ১২ রান করে রান আউট হন বিরাট কোহলি। একদিক থেকে উইকেট হারালেও অপরদিক থেকে নিজের ইনিংস চালিয়ে যান ম্যাক্সওয়েল। বেশ কিছু আক্রমণাত্মক শট খেলেন তিনি। অপরদিকে দলের ৭৫ রানে চতুর্থ উইকেট পড়ে। ৬ রান করে অক্ষর প্যাটেলের বলে আউট হন সুযশ প্রভুদেশাই।

 

 

একের পর এক উইকেট হারিয়ে আরসিবির উপর চাপ বাড়তে থাকে। অপরদিকে ঝোড়ো গতিতে নিজের অর্ধশতরান পূরণ করেন গ্লেন ম্যাক্সওয়েল। অবশেষে দলের ৯২ রানের মাথায় থামে ম্য়াক্সওয়েলর ইনিংস। ৫৫ রান করে কুলদীপ যাদবের বলে আউট হন তিনি। এরপর দলের ইনিংসের রাশ ধরেন দুরন্ত ফর্মে থাকা শাহবাজ আহমেদ ও অভিজ্ঞ দীনেশ কার্তিক। প্রথমে একটু ধীর গতিতে খেললেও সেট হওয়ার পর রানের গতিবেগ বাড়ান শাহবাজ ও আহমেদ। বিশেষ করে মারকাটারি ইনিংস খেলতে থাকেন দীনেশ কার্তিক। নিজেদের মধ্যে অর্ধশতরানের পার্টনারশিপ পূরণ করেন তারা। ১৮ তম ওভারে ২৮ রান নিয়ে নিজের অর্ধশতরানও পূরণ করেন কার্তিক। ২৫ বলে করেন হাফ সেঞ্চুরি। শেষের দিকে নিজের ঝোড়ো ব্য়াটিং চালিয়ে যান কার্তিক ও শাহবাজ। শেষ পর্যন্ত ১৮৯ রানে থামে আরসিবির ইনিংস। ৬৬ রান করে অপরাজিত থাকেন দীনেশ কার্তিক ও ৩২ রান করে অপরাজিত থাকেন শাহবাজ আহমেদ। ৫৫ বলে ৯৭ রানের পার্টনারশিপ করেন দুজনে। দিল্লি ক্যাপিটালসের জয়ের টার্গেট ১৯০ রান। 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

গোপন অভিযান চালিয়ে হতবাক পুলিশ! এ কী উদ্ধার হলো নদীয়া থেকে, দেখুন | Nadia News Today
‘পুলিশ বিজেপি নেতাদের ছবি তুলে মুখ্যমন্ত্রীকে পাঠায়’ মমতাকে তুলোধোনা করলেন সুকান্ত, দেখুন কী বললেন
অশোকনগরে ট্রেন অবরোধে তুলকালাম! কেন এই পরিস্থিতি হল? দেখুন | Ashoknagar News
উত্তর ব্যারাকপুরে শোকের ছায়া! নিজের বাড়ির ছাদ থেকেই পাওয়া গেল নিথর দেহ | North 24 Parganas News
গোপন অভিযানে এ কী উদ্ধার করলো পুলিশ! চাঞ্চল্য ভাঙড়ে | South 24 Parganas News Today