
আইপিএল ২০২২ (IPL 2022) -এর আজ আরও একটি সুপার স্যাটার ডে। দুটি খেলার দ্বিতীয় ম্য়াচে মুখোমুখি হতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোর ও দিল্লি ক্যাপিটালস (Royals Challengers Bangalore vs Delhi Capitals)। বর্তমানে ৫টি ম্যাচের মধ্যে ৩টি জিতে লিগ টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে ফাফ ডুপ্লেসির দল। অপরদিকে ৪টি মধ্যে দুটি ম্যাচ জিতে লিগ টেবিলের অষ্টম স্থানে রয়েছে ঋষভ পন্থের দল। পঞ্জাব ও সিএসকের বিরুদ্ধে হারের মুখ দেখতে হয়েছে আরসিবিকে। প্রথম ম্য়াচ জয়ের পর গুজরাট ও লখনউয়ের বিরুদ্ধে হারলেও, চতুর্থ ম্য়াচে কেকেআরের বিরুদ্ধে দুরন্ত জয় পেয়েছে দিল্লি ক্যাপিটালস। ফলে লিগ টেবিলের উপরে উঠে আসতে মরিয়া ডুপ্লেসি ও পন্থের দল।
আত্মবিশ্বাসী দিল্লি ক্যাপিটালস-
পরপর দুটি ম্য়াচ হারের পর সমালোচনার মুখে পড়তে হয়েছিল দিল্লি ক্যাপিটালসকে। দলের খেলা যে অখুশি তা খোদ টিম মিটিংয়ে জানিয়েছিলেন কোচ রিকি পন্টিং। শেষ ম্য়াচে কেকেআরের বিরুদ্ধে ব্য়াটে-বলে দুরন্ত পারফর্ম করে জয়ে ফিরেছে রাজধানীর দল। পৃথ্বি শ-য়ের ব্য়াট হাতে দুরন্ত ফর্ম ও ডেভিড ওয়ার্নারের রানে ফেরা বড় স্বস্তি দিল্লি দলের কাছে। এছাড়াও ছন্দে রয়েছেন ঋষভ পন্থও। আজকের ম্যাচে যদি মিচেল মার্শ দলে আসে তাহলে অনেকটা শক্তিশালী হবে দিল্লির ব্য়াটিং ও অলরাউন্ড বিভাগ। এছাড়া শরফরাজ খান, ললিত যাদব, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুররা তো আছেই। পাশাপাশি বোলংয়ে কুলদীপ যাদবের স্পিনের ছোঁবল দলকে অনেকটা শক্তিশালী করেছে। সঙ্গে সেরাটা দিতে মুখিয়ে রয়েছে মুস্তাফিজুর রহমান, অক্ষর প্য়াটেল, শার্দুল ঠাকুররা। সব মিলিয়ে আরসিবির বিরুদ্ধে জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী দিল্লি।
জয়ে ফিরতে মরিয়া আরসিবি-
প্রথম ম্যাচ হার দিয়ে শুরু করলেও তারপর জয়ের হ্যাটট্রিক করেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। কিন্তু শেষ ম্যাচে সিএসকের বিরুদ্ধে হারতে হয়েছে ফাফ ডুপ্লেসির দলকে। তাই দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ফের জয়ের রাস্তায় ফেরাটাই লক্ষ্য আরসিবির। শেষ ম্য়াচে ডুপ্লেসি, রাওয়াত ও কোহলি কেউ ব্য়াট হাতে রান পাননি। আজ ফর্মে ফিরতে মুখিয়ে রয়েছেন তিনজনেই। তবে ম্য়াক্সওয়েল, শাহবাজ আহমেদ, দীনেশ কার্তিকদের ফর্ম স্বস্তিতে রেখেছে টিম ম্য়ানেজমেন্টকে। পাশাপাশি বোলিং লাইনে হার্শল প্যাটেলের পারিবিরাক কারণে না থাকার অভাবটা শেষ ম্যাচে বুঝেছে আরসিবি। হাসরঙ্গা বাদে ছন্দে নেই কেউ। তার দিল্লির বিরুদ্ধে সেরাটা দিতে মুখিয়ে রয়েছেন সিরাজ, হ্যাজেলউডরা।
পিচ রিপোর্ট-
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোর বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচ হবে মুম্বইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে। এখানকার উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো। খেলা গড়ানোর সঙ্গে সঙ্গে পিচ কিছুটা স্লো হওয়ার সম্ভাবনা থাকে। তাতে স্পিনাররা এই উইকেট থেকে সাহায্য পাবে। তবে রাতের খেলা হওয়ায় ডিউ সমস্যার বিষয়টিও মাথায় রাখতে হবে দুই অধিনায়ককে। টস জিতে প্রথমে ফিল্ডিং করাই ভালো মনে করা হচ্ছে।
ম্য়াচ প্রেডিকশন-
ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস ও ফাফ ডুপ্লেসির আরসিবি দুই দলেই একাধিক ম্য়াচ উইনার রয়েছে। দুই দলের ব্য়াটিং লাইনআপে সমান শক্তিশালী হলেও, বোলিং শক্তিতে দিল্লিতে কিছুটা এগিয়ে রাখতেই হচ্ছে। তবে রাতের খেলায় যেই দল টস জিতবে তাদেরকেই এগিয়ে রাখছে ক্রিকেট বিশেষজ্ঞরা।