RCB vs DC- আরসিবি বনাম দিল্লি ক্যাপিটালস, ফ্যান্টাসি লিগে দল বানানোর আগে দেখে নিন সম্ভাব্য একাদশ

শনিবার আইপিএল ২০২২ (IPL 2022) -এ মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও দিল্লি ক্যাপিটালস (Royals Challengers Bangalore vs Delhi Capitals)। ম্য়াচ জিতে লিগ টেবিলের উপরে উঠতে মরিয়া ফাফ ডুপ্লেসি ও ঋষভ পন্থের দল। 
 

Web Desk - ANB | Published : Apr 16, 2022 9:24 AM IST

আইপিএলের দ্বিতীয় ম্যাচে আজ অভিজ্ঞতা ও তারুণ্যের লড়াই। একদিকে ফাফ ডুপ্লেসির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। অপরদিকে, ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস। লিগ টেবিলের উপরে উঠতে গেলে আজকের ম্য়াচ  দুই দলের কাছেই খুব গুরুত্বপূর্ণ। কারণ একদিকে এখনও পর্যন্ত পাঁচটির মধ্যে ৩টি জিতে লিগ টেবিলের ষষ্ঠ স্তানে রয়েছে আরসিবি। সিএসকের বিরুদ্ধে শেষ ম্য়াচ হারলেও আজ জয়ে ফিরতে মরিয়া বিরাট কোহলি, গ্লেন ম্য়াক্সওয়েলরা। অপরদিকে, পরপর দুটি ম্যাচ হারের পর শেষ ম্য়াচে কেকেআরের বিরুদ্ধে দুরন্ত জয় পেয়েছে দিল্লি ক্যাপিটালস। ৪টির মধ্যে দুটি জয় পেয়ে লিগ টেবিলের অষ্টম স্থানে রয়েছে ঋষভ পন্থের দল। আজ হাড্ডাহাড্ডি ম্য়াচ দেখার অপেক্ষায় ক্রিকেটে প্রেমিরা।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সম্ভাব্য একাদশ-
দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রথম একাদশের ব্যাটিং লাইনে থাকতে চলেছেন ওপেনিংয়ে অধিনায়ক ফাফ ডুপ্লেসি ও তরুণ অনুজ রাওয়াত। মিডল অর্ডারে খেলবেন প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। এরপর দলের শক্তি বাড়িয়ে মিডল অর্ডারে ফিরছেন গ্লেন ম্যাক্সওয়েল। তাারপর উইকেট রক্ষক ব্যাটসম্য়ান দীনেশ কার্তিক। লোয়ার মিডল অর্ডার ও দলে অলরাউন্ডার হিসেবে খেলবেন শাহবাজ আহমেদ  ও  ওয়ানিন্দু হাসরঙ্গা। এছাড়া থাকতে পারে সুযশ প্রভুদেশাই। আরসিবির স্পিন বিভাগের দায়িত্বও থাকছে এই দুই ক্রিকেটারের উপর। এছাড়া পেস অ্যাটাকে থাকছেন জস হ্যাজেলউড, সিদ্ধার্থ কল ও মহম্মদ সিরাজ।

দিল্লি ক্য়াপিটালসের সম্ভাব্য একাদশ-
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে দিল্লি দলের ব্য়াটিং লাইনআপে ওপেনিং শুরুর করার সম্ভাবনা বেশি পৃথ্বি শ ও ডেভিড ওয়ার্নারের। এছাড়া দলের মিডল অর্ডারে তিন নম্বরে আসতে পারেন দলের উইকেট রক্ষক ও অধিনায়ক ঋষভ পন্থ। তারপর নামতে পারেন  রভম্য়ান পাওয়েল অথবা মিচেল মার্শ। অজি তারকা আসলে শক্তি অনেকটা বাড়বে দিল্লির। এরপর আসতে পারেন শরফরাজ খান ও ললিত যাদব। দলে অলরাউন্ডারের ভূমিকায় দেখা যাবে অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুরকে। সঙ্গে রভম্য়ান পাওয়েল অথবা মিচেল মার্শও থাকছে। দিল্লি দলের অলরাউন্ডার বিভাগ খুবই শক্তিশালী। দলের বোলিং লাইনআপে স্পিন অ্যাটাকে প্রধান ভরসা  চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদব ও অক্ষর প্য়াটল রয়েছে। পেসার হিসেবে দেখা যাবে শার্দুল ঠাকুর, খালিল আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

প্রসঙ্গত, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোর বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচ হবে মুম্বইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে। ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস ও ফাফ ডুপ্লেসির আরসিবি  দুই দলেই একাধিক ম্য়াচ উইনার রয়েছে। দুই দলের ব্য়াটিং লাইনআপে সমান শক্তিশালী হলেও, বোলিং শক্তিতে দিল্লিতে কিছুটা এগিয়ে রাখতেই হচ্ছে। তবে রাতের খেলায় যেই দল টস জিতবে তাদেরকেই এগিয়ে রাখছে ক্রিকেট বিশেষজ্ঞরা। 

আরও পড়ুনঃRCB vs DC- আরসিবি বনাম দিল্লি ক্যাপিটালস, দুই দলের শক্তি-দুর্বলতা থেকে ম্য়াচ প্রেডিকশন, জেনে নিন বিস্তারিত

আরও পড়ুনঃবিকিনিতে পুরো আগুন, চিনে নিন অরেঞ্জ আর্মির তারকা ক্রিকেটারের বউকে

Read more Articles on
Share this article
click me!