RCB vs LSG- আরসিবি বনাম লখনউ মহারণ, ইডেনে কে হাসবে শেষ হাসি, কী বলছে প্রেডিকশন

আইপিএল ২০২২ প্লে অফে (IPL 2022) -এম্য়াচে মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও লখনউ সুপার জায়ান্টস (RCB vs LSG)। জিতে দ্বিতীয় ফাইনালের লক্ষ্যে আরও এক পা এগোতে মরিয়া কেএল রাহুল ও ফাফ ডুপ্লেসির দল।

আইপিএল ২০২২ ইতিমধ্যেই ফাইনালে পৌছে গিয়েছে হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটানস। বুধবার আইপিএলের দ্বিতীয় প্লে অফে এলিমিনেটর ম্য়াচে মুখোমুখি হতে চলেছে লখনউ সুপার জায়ান্টস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। কলকাতার ইডেন গার্ডেন্সে বিরাট কোহলি বনাম কেএল রাহুল দ্বৈরথ দেখার জন্য ক্রিকেট প্রেমিদের মধ্যে উন্মদনা তুঙ্গে। আজ যেই দল হারবে তাদের বিদায় নিতে হবে প্রতিযোগিতা থেকে। আর জয়ী দল খেলবে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে দ্বিতীয় এলিমিনেটরে। ফলে বুধবারের ম্য়াচে একে অপরকে এক ইঞ্চিও জমি ছাড়তে কেএল রাহুল ও ফাফ ডুপ্লেসির দল। আরও একটি হাড্ডাহাড্ডি ম্য়াচের আনন্দে মাততে প্রস্তুত তিলোত্তমার ক্রিকেট প্রেমিরাও।

আত্মবিশ্বাসী লখনউ সুপার জায়ান্টস-
গ্রুপ পর্বে ১৪ ম্যাচে ৯টি জয় ১৮ পয়েন্ট পেলেও রান রেটে রাজস্থানের থেকে পিছিয়ে থাকায় তৃতীয় দল হিসেবে শেষ করে লখনউ সুপার জায়ান্টস। তাই ফাইনালে উঠতে হলে দুটি নকআউট ম্য়াচ খেলতে হবে কেএল রাহুলের দলকে। আরসিবির বিরুদ্ধে নামার আগে প্রতিপক্ষ দলকে যথেষ্ট সমীহ করছে লখনউ। শেষ ম্য়াচে কুইন্টন ডিককের শতরানের বিধ্বংসী ইনিংস ও অধিনায়ক কেএল রাহুলের বিধ্বংসী ফর্ম দলের আত্মবিশ্বাস তুঙ্গে রেখেছে। এছাড়াও রানের মধ্যে রয়েছে ইভিন লুইস, দীপক হুডা, মার্কাস স্টয়নিসরা। বল হাতেও দুরন্ত ফর্মে রয়েছেন মহসিন খান। এছাড়া শেষ ম্য়াচে খুব একটা সফল না হলেও আজকের ম্যাচে নিজেদের সেরাটা দিতে মুখিয়ে রয়েছেন জেসন হোল্ডার, আবেশ খান, রবি বিষ্ণোইরা। সব মিলিয়ে আরসিবির বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাসী লখনউ।

Latest Videos

লড়াই দিতে প্রস্তুত আরসিবি-
১৪ ম্য়াচে ৮টি জয় ১৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চতুর্থ দল হিসেবে প্লে অফে পৌছেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোর। শেষ ম্যাচে লিগ টপার গুজরাট টাইটানসকে হারিয়ে আত্মবিশ্বাসী আরসিবির শিবিরও। সবথেকে বড় পাওনা হল ব্য়াঙ্গালোরের বিরাট কহোলির ফর্মে ফেরা। শেষ ম্যাচে একেবারে নিজের চেনা ছন্দে পাওয়া গিয়েছিল প্রাক্তন আরসিবি অধিনায়ককে। এছাড়াও রানের মধ্যে রয়েছেন অধিনায়ক ফাফ ডুপ্লেসি, গ্লেন ম্যাক্সওয়েল, রজত পাতিদার, দীনেশ কার্তিকরা। বোলিং লাইনেও দলকে ভরসা দিচ্ছেন জস হ্যাজেলউড, হার্শল প্যাটেল, ওয়ানিন্দু হাসরঙ্গারা। হার্শল প্য়াটেলকে এই ম্যাচ পাওয়া যাবে কিনা তা নিয়ে একটা সংশয় ছিল, কিন্তু সেই শঙ্কাও কেটে গিয়েছে। দলে ফিরতে পারেন মহম্মদ সিরাজও। ফলে লখনউকে লড়াই দিতে প্রস্তুত আরসিবি।

পিচ রিপোর্ট-
লখনউ সুপার জায়ান্টস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্য়াচ হতে চলেছে কলকাতার ইডেন গার্ডেন্সে। এবার আইপিএলের এটা দ্বিতীয় ম্যাচ ইডেনে। প্রথম ম্য়াচ দেখে পিচের চরিত্র অনেকটাই পরিষ্কার দুই দলের কাছে। ব্য়াটিং সহায়ক উইকেট ইডেনে। প্রথম দিকে পেসার ও পরের দিকে স্পিনাররা কিছুটা সাহায্য পেতে পারে। তবে হাইস্কোরিং খেলা হওয়ার সম্বাবনাই বেশি। 

ম্যাচ প্রেডিকশন-
কেএল রাহুল ও ফাফ ডুপ্লেসির দুই দলেই একাধিক ম্যাচ উইনার রয়েছে। যারা নিজের দৌলতে একাই ম্য়াচের ভাগ্য নির্ধারন করতে সক্ষম।  খাতায় কলমে দুই দলে ব্য়াটিং-বোলিং বিভাগের শক্তি-ভারসাম্য ও গভীরতা বিচার করলেও খুব একটা তফাৎ নেই। দুই দলের সাম্প্রতিক ফর্ম বিচার করলে একটু এগিয়ে লখনউ। ইডেনে প্লে অফের এলিমিনেটরের মহারণে যেই দল টস জিতবে তাদরকেই একটু এগিয়ে রাখছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। 

আরও পড়ুনঃনাম মাত্র বিকিনিতে ঢাকা শরীর, উপচে পড়ছে যৌবন, হার্দিকের বউকে এমন অবতারে আগে দেখেননি কখনও

আরও পড়ুনঃরোহিত শর্মার বউয়ের সঙ্গে কী প্রেম ছিল বিরাট কোহলির, একটি ঘটনার পর উঠেছিল প্রশ্ন, জানুন বিস্তারিত

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি
Suvendu Adhikari Live: বিধানসভার বাইরে মুখোমুখি শুভেন্দু অধিকারী, দেখুন সরাসরি
'বালি চুরি, কয়লা চুরিতে যুক্ত পুলিশদের একাংশ' বিস্ফোরক মন্তব্য মমতার | Mamata Banerjee
উপনির্বাচনে (By Election) কেমন ফল করবে বিজেপি? দেখুন কী বললেন শুভেন্দু | Suvendu Adhikari
হঠাৎ করে TMC নেতারা পুলিশের বিরুদ্ধে কেন? কী উদ্দেশ্যে? প্রশ্ন অগ্নিমিত্রার | Agnimitra Paul