টেস্ট চ্য়াম্পিয়নশিপের ফাইনালে কে হতে পারে ভারতের 'বিশেষ ক্রিকেটার', খোঁজ দিলেন অশ্বিন

  • ১৮ তারিখ সাউদ্যাম্পটনে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল
  • নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফাইনাল ঘিরে চড়ছে উন্মাদনার পারদ
  • তার আগে কোন ক্রিকেটার হতে পারে ভারতীয় দলের এক্স ফ্যাক্টর
  • তার নাম জানিয়ে দিলেন ভারতীয় তারকা অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন
     

১৮ জুন সাউদ্যাম্পটনে শুরু হবে বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপের ফাইনাল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে মেগা ম্যাচ ঘিরে ইতিমধ্যেই চড়তে শুরু করেছে পারদ। ফাইনালের আগে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলছে কিউইরা। অপরদিকে ইংল্যান্ডের উদ্দ্যেস্যে পারি জমাচ্ছে ভারতীয় দলও। তবে এই আবহের মধ্যেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কোন ক্রিকেটার হয়ে উঠতে পারেন ভারতীয় দলের 'বিশেষ ক্রিকেটার' তার নাম জানিয়ে দিলেন তারক অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।

Latest Videos

ভারতীয় তারকা অফ স্পিনারে মতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন বিশ্ব টেস্ট ফাইনালে ঋষভ পন্থ হয়ে উঠতে পারেন এক্স ফ্যাক্টর। অস্ট্রেলিা সফর থেকেই কেরিয়ারের সেরা ফর্মে রয়েছেন ঋষভ পন্থ। অজিভূমে ভারতের সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন পন্থ। ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে ছন্দে ছিলেনন উইকেট রক্ষক-ব্যাটসম্যান। অশ্বিন মনে করেন বিগত কয়েক মাসে ব্যাটিং ও কিপিংয়ের যথেষ্ট উন্নতি করেছেন পন্থ। ফলে আসন্ন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ঋষভ পন্থকেই 'বিশেষ ক্রিকেটার' হিসেবে বাজি ধরছেন অশ্বিন।

রবিচন্দ্রন অশ্বিন বলেছেন,'ঋষভ এমন একজন ক্রিকেটার যে একক দক্ষতায় বিপক্ষের উপর চাপ তৈরি করতে পারে। ও ছন্দে থাকলে যে কোনও সময় ম্যাচের রঙ বদলে দিতে পারে।' টেস্ট ক্রিকেটে ভারতীয় দলের দ্রুত রান তুলতে পারার পেছনে পন্থকে কৃতিত্ব দিয়েছেন অশ্বিন। পন্থের ভয়ডরহীন ক্রিকেট ও দ্রুত রান তোলার ক্ষমতার জন্যই ভারতীয় দল টেস্টে ৫ বোালার খেলাতে পারছে বলে মত রবিচন্দ্রন অশ্বিনের। টেস্ট চ্যাম্পিয়নসিপ ছাড়াও আসন্ন ইংল্যান্ড সফরেও ভারতীয় দল ভালো ফল করবে বলে আশাবাদী তারকা অফ স্পিনার।

Share this article
click me!

Latest Videos

উপনির্বাচনে হার! কি বললেন শুভেন্দু! দেখুন #shorts #suvenduadhikari
তার ছুঁতেই ঘটলো বিপত্তি! আতঙ্কে কাঁপছে Bangaon-র বাসিন্দারা! দেখুন | North 24 Parganas News Today
রুগী মৃত্যু কে কেন্দ্র করে Doctor ও Nurse-দের উপর আক্রমণ, শুনুন সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা
ছয় Bidhan Sabha কেন্দ্রের ছটিতেই এগিয়ে TMC, আবির খেলায় মাতলেন গঙ্গাসাগরের তৃণমূল কর্মীসমর্থকরা
গান্ধীমূর্তিতে শ্রদ্ধা নিবেদন থেকে Guyana সংসদে ভাষণ, এক ঝলকে দেখুন প্রধানমন্ত্রীর (Modi) গায়ানা সফর