নিজের কেরিয়ারের সবথেকে কঠিন ব্যাটসম্য়ানের নাম জানালেন রশিদ খান

  • কেরিয়ারের কঠিন ব্যাটসম্যানের নাম জানালেন রশিদ খান
  • বললেন ঋষভ পন্থই তার দেখা সব থেকে কঠিন ব্যাটসম্যান
  • হাতে সব শট আছে থাকার কারণে ওকে বল করা খুব কঠিন
  • যুজবেন্দ্র চাহলের সঙ্গে আড্ডার সময় এই কথা বলেন রশিদ
     

ভারতীয় ক্রিকেটে ধোনি পরবর্তী যুগে ঋষভ পন্থকেই তার উত্তরসুরী মনে করেন নির্বাচক থেকে শুরু করে ভারতীয় দলের অনেক প্লেয়ার ও কোচ।  তার মারকাটারি ব্যাটিং পছন্দ অনেকরই। কিন্তু তার টেম্পারমেন্ট নিয়ে যে সমস্যা রয়েছে তার প্রমাণ মিলেছে বার বার। দরকার নেই কিন্তু বিগ হিট করতে গিয়ে একাধিকবার নিজের উইকেট দিয়ে এসেছেন পন্থ।  সেই কারণে টেস্ট দল ও ওয়ান দলে অপরিণত হয়ে পড়েছেন। ওয়ান ডে তে জায়গায় কিপার ব্যাটসম্যান হিসেবে খেলছেব কে এল রাহুল ও টেস্টে প্রয়োজন মত খেলছেন ঋদ্ধি ও ঋষভ। কিন্তু এখনও পর্যন্ত তার দক্ষতা নিয়ে কারও কোনও সন্দেহ নেই, দরকার শুধু পরিপক্কতা। অপরদিকে আরেক জনের ভেলকির যাদু বুঝতে নাজেহাল বিশ্বের তাবড় তাবড় ব্যাটসম্যান। দেশের হয়ে হোক আর আইপিএল, কিংবা বিদেশের অন্যান্য টি-২০ লিগ তার গুগলি কাবু করেছে অনেককেই। তিনি আফগানিস্তানের বোলিং প্রধান অস্ত্র রশিদ খান। যার স্পিন বুঝতে নাকানি চোবানি খায় বড় বড় ব্যাটসম্যান সেই রশিদ কানই বললেন ঋষভ পন্থকে বল কার তার কাছে সব থেকে কঠিন।

আরও পড়ুনঃচ্যাম্পিয়ন্স লিগের পরবর্তী অংশ অনুষ্ঠিত হতে পারে পর্তুগালে

Latest Videos

আরও পড়ুনঃবল পালিশে থুতুর ব্যবহার বন্ধে বোলাররা রোবটে পরিণত হবে,মন্তব্য আক্রমের

সম্প্রতি ভারতীয় লেগ স্পিনার যুজবেন্দ্র চাহলের সঙ্গে লাইভ চ্যাটে আড্ডায় বসেছিলেন রশিদ খান। সেখানেই আফগান তারকা জানান,'কলকাতায় পন্থকে বল করেছিলাম। পর পর তিনটে বলে ও ছক্কা হাঁকিয়েছিল। চতুর্থ বলটা টাইমিং ঠিকমতো করতে পারেনি। শর্ট মিড উইকেটে ওর ক্যাচ পড়ে। আমাদের বোলারদের অসহায় দেখাচ্ছিল। ওকে কীভাবে আউট করা  যাবে, সেই রাস্তাই আমরা বের করতে পারছিলাম না। ও সব ধরনের শট খেলতে পারে। ও এমন একজন ব্যাটসম্যান যাকে বল করা খুব কঠিন।' নিজের দিনে পন্থ যে ম্য়াচের রং একাই ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন তাও স্বীকার করে নিয়েছেন রশিদ খান ও যুজবেন্দ্র চাহল দুজনেই। কিন্তু আইপিএলে ভাল খেললেও, দেশের হয়ে এখনও নিজের নামের সুবিচার করতে পারেননি ঋষভ পন্থ। লাগাতার সুযোগের সদ্ব্যবহার করতে না পেরে এখন তিনি দলে অনিয়মিত। এই প্রসঙ্গে রশিদ খান মনে করেন,সময় দিতে হবে, সময় দিলে ও ধীরে ধীরে নিজের স্বাভাবিক ক্রিকেটে ফিরে আসবে ও ক্রিকেটায় বুদ্ধিতেও পরিণত হবে। তবে পরিস্থিতি যাই হোক না কেন, ঋষভ পন্থকেই বল করা যে তার কাছে সব থেকে কঠিন তা মেনে নিয়েছেন রশিদ খান।

আরও পড়ুনঃমায়ের প্রেমিককে সমকামিতা নিয়ে কটাক্ষ,পুলিসি ঝামেলায় জড়ালেন নেইমার

Share this article
click me!

Latest Videos

সামান্য ডিম 'চুরি' সন্দেহে এত বড় কাণ্ড ঘটবে কেউ বুঝতে পারেনি! | Shantipur News Today | Bangla News
'দিনকাল খুব খারাপ, পাশেই বাংলাদেশ' চরম ইঙ্গিত শুভেন্দুর | Suvendu Adhikari | Bangla News |
Konnagar-এ অবৈধ জলের কারবার ফাঁস! হাতেনাতে পাকড়াও অবৈধ ব্যবসায়ীদের, দেখুন | Hooghly News Today
এই সরকার সব তুলে দিয়েছে! ক্লাস টেন পাশ করলেই মোবাইল কেনো আর গেম খেলো : শুভেন্দু | Suvendu Adhikari
'আপনার লজ্জা লাগেনা মমতা! ভোটার লিস্টে নাম, জঙ্গিরা দিচ্ছে ভোট' জোর ঠুকলেন Suvendu Adhikari | BJP