সাদা বলের পর এবার লাল বলেও রোহিত রাজ, ভারতীয় টেস্ট দলের অধিনায়ক হলেন 'শর্মাজি'

সংক্ষিপ্ত

অবশেষে রোহিত শর্মার নামেই পড়ল শীলমোহর। ভারতীয় টেস্ট দলের অধিনায়াক নির্বাচিত হলেন তিনি। শ্রীলঙ্কা সিরিজ থেকে দায়িত্বভার নেবেন রোহিত শর্মা।
 

অবশেষে সব জল্পনার অবসান। ভারতীয় ক্রিকেটে (Indian Cricket) পুরোপুরিভাবে শুরু হয়ে গেল রোহিত যুগ। ভারতীয় টেস্ট দলের (Indian Test Team) অধিনায়ক হিসেবে ঘোষণা করা হল রোহিত শর্মার নাম (Rohit Sharma)। দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজের শেষে অধিনায়কত্ব ছেড়েছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। তারপর থেকেই পরবর্তী অধিনায়ক কে হবে তা নিয়ে চলছিল জল্পনা। তবে বোর্ড সূত্রে খবর ছিল, অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছে ভারতীয় ক্রিকেটের 'শর্মাজি'। অবশেষে সেই নামেই শীলমোহর দিল বিসিসিআই (BCCI)। এর আগে ভারতীয় টি২০ ও একদিনের দলের অধিনায়কত্বের দায়িত্ব বিরাট কোহলি পরবর্তী জনমানায় দেওয়া হয়েছিল রোহিতের কাঁধে। এবার লাল বলের ক্রিকেটেও অধিনায়ক (Captain) হিসেবে নির্বাচিক করা হল রোহিত শর্মার নাম। দেশের মাটিতে শ্রীলঙ্কার (Sri Lanka) বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে অধিনায়কত্ব করতে দেখা যাবে রোহিতকে। 

গত বছর নভেম্বর মাস থেকে ভারতীয় ক্রিকেট দলের টি২০ ফর্ম্য়াটে পূর্ণ সময়ের অধিনায়ক হবিসেবে দায়িত্ব নিয়েছিলেন রোহিত শর্মা। তার আগে বিরাট কোহলি ঘোষণা করেছিলেন টি২০ বিশ্বকাপের পর ক্রিকেটের সবথেকে ছোট ফর্ম্যাটের অধিনায়কত্ব ছাড়তে ছান তিনি।  তাই টি২০ বিশ্বকাপের নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজ থেকে দায়িত্ব নেন রোহিত শর্মা। কিন্তু তারপর থেকেই জল্পনা চলতে থাকে একদিনের দলের অধিনাকত্ব হারাতে পারেন বিরাট কোহলি। সেই জায়গায় দায়িত্ব দেওয়া হবে রোহিতকে। কারণ বিসিসিআই সাদা বলের ক্রিকেটে একজন অধিনায়কের পক্ষে ছিল। তারপরই দক্ষিণ আফ্রিকা সফরে একদিনের সিরিজে অধিনায়ক হিসেবে রোহিত শর্মাকে বেছে নেওয়া হয়। তারপর বোর্ড বনাম বিরাট কোহলির দ্বন্দ্ব নিয়েও নানা জল্পনা তৈরি হয়েছিল। উঠেছিল বিরাট বনাম রোহিত, বিরাট বনাম সৌরভ জল্পনাও। যদিও সেই সময় চোটের কারমে প্রোটিয়া সফরে যেতে পারেননি হিটম্যান। সেই জায়গায় অধিনায়কত্ব করেন কেএল রাহুল। 

Latest Videos

অপরদিকে, টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এগিয়ে গিয়ে ২-১ ব্যবধানে হারতে হয় তৎকালীন অধিনায়ক বিরাট কোহলির দল। টেস্ট সিরিজে হারের পরই টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়ার কথা ঘোষণা করেন বিরাট কোহলি। তারপর থেকেই ভারতীয় টেস্ট অধিনায়কের পদটি শূন্য ছিল। তবে এই মুহূর্তে দলে তেমন কেউ ছিল না যাকে টেস্ট দলের অধিনায়ক করা যায়। কারণ সিনিয়র দুই প্লেয়ার চেতেশ্বর পুজারা ও অজিঙ্কে রাহানে দুজনেই ফর্মের ধারে-কাছে ছিল না। এমনকী ব্য়াটে রান না থাকায় সহ অধিনায়কত্বের দায়িত্বও হারাতে হয় রাহানেকে। সেই জায়গায় রোহিত শর্মাকে তিন ফর্ম্য়াটে অধিনায়ক করা ছাড়া কোনও উপায় ছিল বিসিসিআইয়ের কাছে। দলকে সঠিকভাবে চালানোর জন্য একজন অধিনায়কের পক্ষে ছিল বোর্ড। তাই ভারতীয় ক্রিকেটের অধিনায়কত্বের 'সিংহাসন' এবার পুরোপুরিভাবে দখল করলেন রোহিত শর্মা।

Share this article
click me!

Latest Videos

Pahalgam Attack News: পহেলগাঁও হামলায় শহিদ তরুণ নৌসেনা! শহিদ নৌসেনার শেষযাত্রায় ভেঙে পড়ল গোটা দেশ!
ক্ষোভে ফুঁসছে গোটা কাশ্মীর, অজানা আশঙ্কায় কাঁপছে পাকিস্তান! দেখুন | Kashmir Incident News