
টি২০ (T20), ওডিআই (ODI), তারপর টেস্ট (Test)। একে একে ভারতীয় ক্রিকেট দলর (Indian Cricket Team) সব ফর্ম্যাটের অধিনায়কত্ব হারিয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। সেই জায় টি২০ ও একদিনের ক্রিকেটে অধিনায়ক হিসেবে রোহিত শর্মার (Rohit Sharma) নাম ঘোষণা করা হলেও, টেস্ট ক্রিকেটে পূর্ণ সময়ের অধিনায়কের নাম ঘোষণা করেনি বিসিসিআই (BCCI)। এই বিষয়ে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)ও রোহিত শর্মার সঙ্গে বিরাটের দ্বন্দ্ব নিয়েও কম জল্পনা তৈরি হয়নি। যদিও তা নিয়ে প্রকাশ্যে কোনও স্বীকারোক্তি দেয়নি কোনও পক্ষই। কিন্তু টিম ইন্ডিয়ায় (Team India) বিরাট-রোহিত দ্বন্দ্ব নিয়ে জল্পনার কোনও অন্ত নেই। একদিকে অধিনায়কত্ব হারানো, অপরদিকে ব্য়াট হাতে রানের খরা। সময়টা একেবারেই ভালো যাচ্ছে না ভারতের প্রাক্তন অধিনায়কের। এই পরিস্থিতিতে ইডেনে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের টি২০ সিরিজ আগে সাংবাদিক বৈঠক বিরাট প্রসঙ্গে মুখ খুললেন রোহিত শর্মা।
ইডেন গার্ডেন্সে ৩ ম্য়াচের টি২০ সিরিজে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। ১৬, ১৮ ও ২০ ফেব্রুয়ারি ৩টি টি২০ ম্য়াচে মুখোমুখি হবে দুই দল। ইতিমধ্যেই ইডেনে অনুশীলনেও নেমেছে রোহিত শর্মা ও কায়রন পোলার্ডের দল। তার আগে একদিনের সিরিজে ৩ ম্য়াচে বিরাট কোহলির ব্য়াটে এসেছে মাত্র ২৬ রান। স্কোর লাইন ৮, ১৮,০। প্রথম টি২০ ম্য়াচের আগে সাংবাদিক বৈঠকে টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মার কাছে জানতে চাওয়া হয় এই পরিস্থিতিতে অধিনায়ক ও কোচ হিসেবে বিরাট কোহলির মত বড় মাপের প্লেয়ারকে কী বলছেন, কীভাবে মনের জোর বাড়াচ্ছেন, একইসঙ্গে সোশ্যাল মিডিয়ায় আপনার ও বিরাটের দ্বন্দ্বের বিষয়টিও কীভাবে ড্রেসিংরুমে সামলাচ্ছেন। জবাবে রোহিত বলেন, 'আমাদের মধ্যে কোনও সমস্যা নেই। বিষয়টি সম্পূর্ণ মিডিয়ার তৈরি করা। আপনারা চুপ থাকলেও সবকিছু ঠিকঠাক থাকবে। দলের অন্দরে কোনও সমস্যা নেই।'
আরও পড়ুনঃচোটের কারণে নেই কেএল রাহুল, নতুন দায়িত্ব পেলেন ঋষভ পন্থ
আরও পড়ুনঃমহিলা বিশ্বকাপে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল পাবে কত টাকা, ঘোষণা করল আইসিসি
আরও পড়ুনঃসেই সময় ছিল না আইপিএল, সৌরভ-সচিনকে বল করা ক্রিকেটার এখন চা বিক্রেতা
একইসঙ্গে বিরাট কোহলির ব্য়াটে রানের খরা ও চাপ সামলানোর বিষয়ে রোহিত শর্মা বলেন,'বিরাট কোহলি একদশকের উপর আন্তর্জাতিক ক্রিকেট খেলছে। ও জানে কীভাবে চাপ সামলাতে হয়। মানসিকভাবে ও খুবই শক্তিশালী। নেটেও যথেষ্ট ভালো ব্য়াট করছে। ফলে বিরাট কোহলির ফর্মে ফেরা নিয়ে খুব একটা চিন্তার বিষয় নেই।' প্রসঙ্গত সোমবার সাংবাদিক বৈঠকে ভারতীয় দলের ব্য়াটিং কোচ বিক্রম রাঠৌরের কাছেও। তিনিও জানান, বিরাট কোহলি নেটে যথেষ্ট সময় কাটাচ্ছেন, নিজের ভুল-ত্রুটির উপর কাজ করছেন, একইসঙ্গে অনুশীলনে পুরোনো ছন্দেই দেখা যাচ্ছে বিরাটকে সেই কথাও জানান বিক্রম রাঠৌর। তিনি বলেন,'ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে রান আসেনি। কিন্তু আমার মনে হয় না কোহলী খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। এই বিষয়ে ওর সঙ্গে আমার সে রকম কথা হয়নি। নেটে খুব ভাল ব্যাট করছে কোহলী। অনেক পরিশ্রম করছে। আমি নিশ্চিত টি২০ সিরিজেই ও রানের মধ্যে ফিরবে।'