রান না পেলে অনেক কিছু হওয়ার সম্ভাবনা ছিল, দ্বিশতরান করে খোঁচা রোহিতের

  • ভারতীয় টেস্ট দলে এবার সফল ওপেনার রোহিত শর্মা
  • রবিবার দ্বিশতরান করে যোগ্য জবাব দিলেন রোহিত
  • নিজেকে প্রমান না করলে অনেক কিছু হতে পারতো মন্তব্য হিটম্যানের
  • ওপেনিং পজিশনই আমার পচ্ছন্দের জায়গা বললেন রোহিত
Anirban Sinha Roy | Published : Oct 20, 2019 1:31 PM IST / Updated: Oct 20 2019, 07:10 PM IST

ভারতীয় দলের ব্যাটসম্যান হিসাবে ওপেন করতে নেমে বেশ কিছুবার একা হাতে দলকে টানতে দেখা গিয়েছে রোহিত শর্মাকে। ব্যাট হাতে বেশ কিছুবার দলের জন্য লড়েছেন এই ক্রিকেটার। এবার চলতি দক্ষিণ আফ্রিকা সিরিজের শুরুতে টেস্টে ক্রিকেটে নয়া স্থান থেকে শুরু করেছিলেন রোহিত। আর সেই জায়গায়ও নিজেকে প্রমান করতে ব্যর্থ হননি ভারতীয় ব্যাটসম্যান। প্রথম টেস্টে পর পর দুই ইনিংসে দুটো শতরানের পর তৃতীয় টেস্টে ওপেনার হিসাবে দ্বিশতরান করে ফেললেন রোহিত। নিজেকে প্রমান করতে গেলে এটা করতেই হত বললেন ভারতীয় দলের ওপেনার রোহিত। তবে প্রমান না দিলে আরও কিছু হতে পারতো বলে মত রোহিতের। আর সেই নিয়েই এবার ফের জল্পনা উসকে দিল ভারতীয় ওপেনার।

আরও পড়ুন, ছক্কা মেরে টেস্টের প্রথম ডবল সেঞ্চুরি রোহিত শর্মার, রাঁচি মজে হিটম্যানের ব্যাটে

Latest Videos

এই সিরিজে চ্যালেঞ্জের মধ্যে দিয়েই নিজের ইনিংস খেলেছেন রোহিত। এমনটাই দ্বিশতরান করার পর দ্বিতীয় দিনের শেষে বলেন রোহিত শর্মা। তিনি আরও বলেন, 'ভারতীয় দলের হয়ে যেখানে যখন সুযোগ পেয়েছি ভালো করার চেষ্টা করেছি। ভারতীয় দলের হয়ে অনেক ম্যাচেই রান করেছি। এটাও তাঁর মধ্যে একটা সেরা ইনিংস। হ্যাঁ তবে রান করতেই হতো। এই সিরিজে নিজেকে প্রমান না করলে অনেক কিছুই হতে পারতো। ওপেনার হিসাবে টেস্ট দলে খেলছি। তাই অনেক কিছুই হওয়ার সম্ভাবনা ছিল।' নির্ধারিত ওভারের ম্যাচে ভারতের হয়ে নিয়মিত ওপেন করলেও ব্যাটসম্যান হিসাবে ধারাবাহিক ভাবে টেস্ট দলে সুযোগ পেতেন না রোহিত। প্রাক্তনিরা অনেক বার রোহিতকে টেস্টে ওপেন করানোর কথা বললেও সেই কথার গুরুত্ব দিতে নারাজ ছিলেন নির্বাচকরা। তবে অবশেষে সব জল্পনা কাটিয়ে টেস্টে ওপেন করার সুযোগ পেয়েছেন রোহিত শর্মা। আর সেই কারণে ব্যাট হাতে সবাইকে জবাব দেওয়া জরুরি ছিল বলে মনে করেন ভারতীয় ওপেনার।

 

 

প্রোটিয়াদের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে চ্যালেঞ্জের পাশাপাশি বেশ কিছু রেকর্ডও ভেঙেছেন এই ভারতীয় ক্রিকেটার। তবে রেকর্ড ভাঙার জন্য খেলা নয়। নিজের রেকর্ড তিনি দেখতে চান অবসর নেওয়ার পর। এই মুহূর্তে শুধুমাত্র ব্যাটিং নিয়েই ভাবছেন রোহিত। অন্যতম সফল ইনিংসের পর রোহিত আরও বলেন, 'রেকর্ডের কথা আমি ভাবিনা। এই সব দেখার কথা আমার নয়। মাঠে খেলার সময় সেই সব কেউ মাথায় নিয়ে খেলে না। রান করতে হবে সেটা মাথায় থাকে। বাকি রেকর্ড হয়ে যায়। তবে সব রেকর্ড অবসর নেওয়ার পরেই দেখবো। এখন সেটার সময় নয়। একই সঙ্গে ওপেন হোক বা অন্য কোনও স্থান। সব জায়গায় খেলতে প্রস্তুত ছিলাম। তবে ওপেনিংটা আমার পচ্ছন্দের জায়গা।'

আরও পড়ুন, রোহিত ঝড়ে ব্যাকফুটে দক্ষিণ আফ্রিকা, দ্বিতীয় দিনের শেষে ৪৮৮ রানে এগিয়ে ভারত

নিজের পাশাপাশি এদিন অজিঙ্কা রাহানেকে নিয়েও প্রসংশা করেন রোহিত। ভারতীয় দল বিপাকে পড়লে ব্যাট হাতে রুখে দাঁড়ান অজিঙ্কা। এমনটাই দ্বিতীয় দিন শেষে বলেন রোহিত। তিনি বলেন, 'ভারতীয় দলে অজিঙ্কা রাহানে অনেক অভিজ্ঞ ব্যাটসম্যান। তিনি দারুণ ব্যাট করে। সেটা নিয়ে কোনও সন্দেহ নেই। পাশাপাশি নিজেকে প্রমান করার রাহানের কিছু নেই। তবে যখন দলের দরকার পরে তখন রুখে দাঁড়ান। তাঁর মানসিকতা অনেক কঠিন। তাঁর সঙ্গে আমার পার্টনারশিপও খুব ভালো হয়েছে।'
 

Share this article
click me!

Latest Videos

Daily Rashifal: বুধবারে কেমন থাকবে অর্থনৈতিক অবস্থা, দেখে নিন ১২ রাশির আজকের আর্থিক রাশিফল
'তৃণমূলের শান্তির ছেলেরা প্রমাণ লোপাট করেছে' | Suvendu Adhikari | #shorts #suvenduadhikari #rgkar
জঙ্গি গ্রেফতারের ২ দিন পরও আতঙ্কে ক্যানিংবাসী, দেখুন কী বলছেন স্থানীয়রা | Canning News
'তৃণমূলের শান্তির ছেলেরা...মমতা-বিনীতকে জেলে ঢোকাবই' RG Kar কাণ্ডে বিস্ফোরক Suvendu Adhikari
এ যেন লুকোচুরি খেলা! ক্ষণে ক্ষণে স্থান পরিবর্তন, এখনও অধরা বাঘিনী যমুনা | Jhargram Tiger News