Sreesanth in Ranji Team: ৯ বছরের প্রতীক্ষার অবসান, কেরালার রঞ্জি দলে সুযোগ পেলেন শ্রীসন্থ

এবার রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) খেলতে দেখা যেতে পারে শ্রীসন্থকে (Sreesanth)। কেরালার প্রাথমিক দলে সুযোগ পেলেন ডান হাতি পেসার। নিজেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) সেই কথা জানালেন শ্রীসন্থ। মূল দলেও সুযোগ পাওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী শ্রীসন্থ।
 

আইপিএল (IPL) স্পট ফিক্সিং (Spot Fixing)কাণ্ডে আজীবন নির্বাসনের খাড়া উঠে যাওয়ার পর থেকেই দেশের ঘরোয়া ক্রিকেটের সর্বোচ্চ স্তরের ক্রিকেট খেলার ইচ্ছে প্রকাশ করেছিলেন ভারতীয় পেসার সান্তাকুমারন শ্রীসন্থ (Sreesanth)। আইপিএল খেলতে চাইলেও কোনও দল পাননি। তবে গত বছরই কেরলের হয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে (Sayed Mustaq Ali Trophy) খেলছিলেন  শ্রীসন্থ। পুরোনো সুইং ও মেজাজের ঝলকও  দেখা গিয়েছিল শ্রীসন্থের মধ্যে। দীর্ঘ দিন পর ক্রিকেটে ফিরলেও শ্রীসন্থের পারফরমেন্স নজর কেড়েছিল সকলের। এবছর বিজয় হাজারে ট্রফিতেও খেলেছেন তিনি। তবে কেরলের হয়ে রঞ্জি ট্রফিতে (Ranji Trophy)কামব্যাক করার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন ডান হাতি পেসার। অবশেষে রঞ্জি মরসুম শুরুর আগে দীর্ঘ ৯ বছর পর কেরলের (Kerala) রঞ্জি ট্রফির প্রাথমিকভাবে ঘোষিত ২৪ জনের দলে সুযোগ পেলেন শ্রীসন্থ। এই সুযোগ মেলায় খুশি প্রাক্তন ভারতীয় পেসার।

 

Latest Videos

 

সোশ্যাল মিডিয়ায় শ্রীসন্থ নিজেই কেরলের রঞ্জি ট্রফির প্রাথমিকভাবে দলে সুযোগ পাওয়ার কথা জানিয়েছেন। শ্রীসন্থ লিখেছেন, ‘নিজের সংস্থা কেরলের হয়ে ৯ বছর পর আবার দলে ফিরেছি। প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ। সবাইকে শ্রদ্ধা এবং ভালবাসা। আমার সুন্দর রাজ্য কেরলের হয়ে রঞ্জি খেলার সুযোগ পেয়েছি। খুব ভালো লাগছে।’ তবে প্রাথমিক দল থেকে মূল দলে সুযোগ পাবেন কিনা শ্রীসন্থ। সম্প্রতি কেরল ক্রিকেট সংস্থার সচিব শ্রীজিৎ নায়ার জানিয়েছেন, শ্রীসন্ত মাঠে ফিরলে দলের সম্পদ হয়ে উঠবেন। সভাপতি সজন ভার্গিজও জানিয়েছেন, ‘শ্রীসন্তকে স্বাগত জানাতে তৈরি কেসিএ। তাঁকে শিবিরে থাকতে হলে ফিটনেসের পরীক্ষা দিতে হবে। তিনি অবশ্যই একজন অভিজ্ঞ বোলার।’ শ্রীসন্থ নিজেও জানিয়েছেন এই চ্যালঞ্জ নিতে তিনি প্রস্তুত।

 

 

২০১৩-র আইপিএল-এ ম্যাচ গড়াপেটা কাণ্ডে নাম জড়ানোয় নির্বাসিত হন শ্রীসন্থ। প্রথমে আজীবন নির্বাসিত হলেও পরে শাস্তির মেয়াদ কমিয়ে ৭ বছর করা হয়। ২০২০ সালে সেপ্টেম্বরে সেই শাস্তির মেয়াদ শেষ হয়েছে। এর আগে জাতীয় দলের হয়ে ২৮টি টেস্টে ৮৭টি উইকেট নিয়েছেন শ্রীসন্থ। ৫৩টি একদিনের ম্য়াচে নিয়েছেন ৭৫টি উইকেট। ১০ টি২০ ম্য়াচে নিয়েছেন ৭টি উইকেট। এছাড়াও ২০০৭ সালে টি২০ বিশ্বকাপ জয়ী ও ২০১১ সালে একদিনের বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন শ্রীসন্থ। প্রথম শ্রেণির ক্রিকেটে ৭৩টি ম্যাচে ২১১টি উইকেট রয়েছে শ্রীসন্থের ঝুলিতে। বয়সের কারণে জাতীয় দলে ফেরার আর সুযোগ না থাকলেও, ঘরোয়া ক্রিকেটে নিজেকে আরও একবার প্রমাণ করার জন্য মুখিয়ে রয়েছেন শ্রীসন্থ।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
PM Modi Live: কুয়েত থেকে বিশেষ বার্তা মোদীর, দেখুন সরাসরি
অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ | Hooghly News Today
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today