শিক্ষক দিবসে গুরুদের প্রতি আবেঘন বার্তা সচিন, বিরাট সহ ভারতীয় ক্রিকেটারদের

  • করোনা আবহে পালিত শিক্ষক দিবস
  • দেশ জুড়ে গুরুদের শ্রদ্ধা জানালেন শিষ্যরা
  • ভারতীয় ক্রিকেটাররা শ্রদ্ধা জানালেন গুরুদের
  • মন ছুঁয়ে যাওয়া বার্তা দিলেন সচিন তেন্ডুলকর
     

Sudip Paul | Published : Sep 5, 2020 2:57 PM IST / Updated: Sep 06 2020, 11:28 AM IST

করোনা ভাইরাস এই বছর প্রভাব ফেলেছে সব বিশেষ দিনেই। অন্যান্যবারের থেকে সব বিশেষ দিনগুলিতেই সাড়ম্বর অনেক কম। তার থেকে বাদ গেল না ৫ সেপ্টেম্বর শিক্ষ দিবসও। কিন্তু মহামারীর মধ্যেই শনিবার দেশ জুড়ে সকলেই তাদের শিক্ষক বা গুরুদের প্রণাম, ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়েছেন। তবে এবছর সংক্রমণ এড়াতে বেশিরভাগটাই হয়েছে ভারচুয়াল পদ্ধতিতে। তবে গুরুদের প্রতি শিষ্যদের শ্রদ্ধা-ভক্তির কোনও কমতি ছিলনা। এই বিশেষ দিনটিতে ভারতীয় ক্রিকেটাররাও তাদের গুরুদের শ্রদ্ধা জানিয়েছেন। সচিন, বিরাট ধওয়ান থেকে শুরু করে অনেকেই সোশ্যাল মিডিয়ায় পালন করেছেন এই বিশেষ দিনটি।

আরও পড়ুনঃঅবশেষ জল্পনার অবসান, রবিবারে ঘোষিত হবে আইপিএলের চূড়ান্ত সূচি

আরও পড়ুনঃআইপিএল মাঠে দর্শক প্রবেশ নিয়ে বড়ো ঘোষণা,কি জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায়

কিংবদন্তী সচিন তেন্ডুলকর সোশ্যাল মিডিয়ায় লেখেন,'করোনার কারণে স্কুল বন্ধ। তবুও শিক্ষকরা অনলাইনে পড়ুয়াদের পড়াচ্ছেন। আমাদের একজন ভাল মানুষ হিসেবে গড়ে তোলার জন্য তাঁদের অসংখ্য ধন্যবাদ। আমি সেই সকল শিক্ষক এবং আমার নিজের তিন শিক্ষক– আমার বাবা, আচরেকর স্যর এবং দাদা অজিতকে শিক্ষক দিবসের শুভেচ্ছা জানাই।'

 

 

সোশ্যাল মিডিয়ায় শিক্ষকদের দিবসের শুভেচ্ছা ও শ্রদ্ধা জানিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক ববিরাট কোহলিও। তিনি লিখেছেন,'সকল শিক্ষক ও কোচ যারা আমাদেরকে উত্সাহিত করেন এবং আমাদের সর্বক্ষণ সহায়তা করেন, স্তম্ভ হয়ে আমাদের পাশে দাঁড়ান, তাদের সকলকে জৃশিক্ষক দিবসের শুভেচ্ছা।' 

 

 

এছড়াও নিজের ছোট বেলার কোচের ছবি শেয়ের করে বিরাট কোহলি লেখেন,'একজন শিক্ষক আপনাকে আপনার জীবনের পথে অনেক মূল্যবান পাঠ দেয়। আমার কোচ রাজকুমার শর্মা যাঁর কাছ থেকে আমি শিক্ষা পেয়েছি তার জন্য চিরদিনের জন্য কৃতজ্ঞ। যে সমস্ত শিক্ষক যারা শিক্ষার্থীদের জীবন গাইড করেছেন তাদের সকলকে শিক্ষক দিবসের শুভেচ্ছা।'

 

 

শিক্ষক দিবসে ভারতীয় দলের গব্বর শিখর ধওয়ান জানিয়েছেন,'আমি এই শিক্ষক দিবসে আমার ছোট বেলার কোচ মদন শর্মাজিকে শ্রদ্ধা, ভালোবাস ও প্রণাম জানাচ্ছি। তিনি যেভাবে আমায় গাইড করেছিলেন তারজন্যই আমি আজ এতদূর আসতে পেরেছি।'

 

 

অজিঙ্কে রাহানে জানিয়েছেন,'আমি প্রতিদিন আমার পরামর্শদাতা, আমার খেলা, আমার সতীর্থ, আমার কোচ, আমার পরিবার এবং আশেপাশের প্রত্যেকের কাছ থেকে কিছু না কিছু শিখছি। তাদের সকলকে শিক্ষক দিবসের শুভেচ্ছা যারা আমাকে কিছু না কিছু শিখিয়েছেন।'

 

 

মায়াঙ্ক আগরওয়াল লিখেছেন,'আমি সকল শিক্ষকের জন্য কৃতজ্ঞ যারা তাদের দায়িত্ব পালনে নিবেদিত এবং জীবনে অসংখ্য শিক্ষার্থীর সাফল্য এবং বিকাশের ভিত্তি স্থাপন করেছেন। সকলকে শিক্ষক দিবসের শুভেচ্ছা।'

 

 

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বীরেন্দ্র সেওয়াগ জানিয়েছেন,'আমার মতো শূন্যকে শুন্যের জ্ঞান দেওয়ার জন্য, প্রতি অঙ্কের সঙ্গে শূন্যের যোগের মাহাত্ম্য বোঝানোর জন্য শিক্ষক দিবসে সকলকে শ্রদ্ধা ও শুভেচ্ছা।'

 

 

আরও প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর লিখেছেন,'আমি যতদূর এসেছি তাজের শিক্ষা ছাড়া কোনও দিন আসতে পারতাম না। সকলকে শিক্ষক দিবসের শুভেচ্ছা।'

 

 

বিসিসিআইয়ের পক্ষ থেকে ভারতীয় ক্রিকেট দলের কোচদের শিক্ষক দিবসে শুভেচ্ছা বার্তা দেওয়া হয়। সোশ্যাল মিডিয়ায় ভারতীয় দলের কোচেদর ছবি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়,'যে সমস্ট শিক্ষক ভারতীয় বাহিনীকে গাইড করছেন তাদের শিক্ষক দিবসের শুভেচ্ছা।'

 

 

আরও পড়ুনঃসুশান্ত সিং রাজপুত মৃত্যুকাণ্ড, এবার নাম জড়াল রোহিত শর্মার পরিবারের
 

Share this article
click me!