সুশান্ত সিং রাজপুত মৃত্যুকাণ্ড, এবার নাম জড়াল রোহিত শর্মার পরিবারের
সকলে বলে ক্রিকেটের সঙ্গে বলিউডের যোগ চিরন্তন। এবার অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে প্রত্যক্ষ না হলেও পরোক্ষভাবে জড়িয়ে গেল জড়িয়ে গেল ক্রিকেট। প্রয়াত অভিনেতার মৃত্যর তদন্তভার নিয়োছে সিবিআই। তদন্তে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এবার তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সিবিআই জিজ্ঞাসাবাদের জন্য তলব করল বান্টি সাজদেকে। এই বান্টি সাজদের সঙ্গে ক্রিকেটের যোগ অবিচ্ছেদ্য।
| Published : Sep 05 2020, 02:31 PM IST / Updated: Sep 05 2020, 03:54 PM IST
- FB
- TW
- Linkdin
প্রয়াত বলিউড অভিনেতার মৃত্যু তদন্তে সেন্ট্রাল ব্যুরো ইনভেস্টিগেশন এবার ডেকে পাঠাল বান্টি সাজদেকে। এই বান্টি সাজদে ভারতীয় দলের সহ অধিনায়ক রোহিত শর্মার সম্পর্কে শ্যালক হন।
শুধু রোহিত শর্মা নয়, বান্টির সঙ্গে গভীর যোগ রয়েছে ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলিরও। বান্টি বিরাটের এজেন্ট হিসবে কাজ করে থাকেন।
কিন্তু সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর সঙ্গে রোহিতের স্ত্রী রীতিকার তুতো ভাই বান্টি সাজদের ঠিক কী সম্পর্ক? কর্নেস্টো স্পোর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেডের কর্ণধার রোহিতের এই শ্যালক।
জানা গিয়েছে, সুশান্তের প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ান নাকি কাজ করতেন বান্টির সংস্থার হয়ে। এবং এই সংস্থার হয়ে কাজের সময়েই সুশান্তের সংস্পর্শে এসেছিলেন দিশা।
২০০৮ প্রতিষ্ঠিত এই সংস্থাটি দেশের অন্যতম ট্যালেন্ট ম্যানেজমেন্ট এজেন্সি। যার সঙ্গে জড়িয়ে রয়েছেন বিরাট কোহলির মতো ক্রিকেটার সহ একাধিক বলিউড অভিনেতা-অভিনেত্রীর নাম। দেশের একটি শীর্ষ সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী সেই সংস্থার সিইও’কে এবার ডেকে পাঠালো সিবিআই।
আর যেহেতু বান্টি সাজদের সংস্থার সঙ্গে বলিউডের একাধিক নামীদামী তারকা জড়িয়ে রয়েছেন তাই সিবিআই’য়ের কু-নজরে এবার কর্নেস্টো স্পোর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড।
সূত্র মারফত জানা গিয়েছে, রোহিত শর্মার শ্য়ালক তথা বিরাট কোহলির এজেন্টকে ডাকাই শুধুই নয়, ইতিধ্যেই তাকে জিজ্ঞাসাবাদও শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থারা।
প্রতিদিন সুশান্ত সি রাজপুতের মৃত্যু তদন্তে সামনে আসছে নয়া মোড়। সঠিক তদন্তের জন্য একেবারে শিকড় পর্যন্ত যেতে চাইছে সিবিআই। এবার তাতে পরোক্ষভাবে জড়াল ক্রিকেটের নামও। সুশান্তের মৃত্যুতে দোষীদের কঠোর শাস্তির দাবিতে এখনও অনড় প্রয়াত অভিনেতার ভক্ত, অনুগামিরা।