বাংলাদেশের বিশ্বজয়ে মুগ্ধ ক্রিকেট দুনিয়া, উচ্ছাস প্রকাশ এক পাক নারীর

Published : Feb 10, 2020, 05:08 PM IST
বাংলাদেশের বিশ্বজয়ে মুগ্ধ ক্রিকেট দুনিয়া, উচ্ছাস প্রকাশ এক পাক নারীর

সংক্ষিপ্ত

বাংলাদেশ যুব দলের নতুন কৃতীত্ব বিশ্বের নানা প্রান্ত থেকে আসছে শুভেচ্ছাবার্তা বাংলাদেশ দলকে শুভেচ্ছা পাক ক্রিকেটারের শুভেচ্ছা জানালেন পাক মহিলা ক্রিকেট তারকা

ভারতকে হারিয়ে অনূর্ধ্ব ১৯ বিশ্ব ক্রিকেটে জয়ধ্বজা উড়িয়েছে বাংলাদেশ। গোটা ক্রিকেট দুনিয়া মুগ্ধ ১১ বাঙালির এই কৃতীত্বে। যুব ক্রিকেটারদের এই বিশ্বজয়ে বাংলাদেশ জুড়ে শুরু হয়েছে উৎসব। সোশ্যাল মিডিয়ায় অভিনন্দনের একর পর এক বার্তা এসেছে বিভিন্ন দেশের নামজাদা ক্রিকেট তারকাদের থেকে। সাফল্যের সপ্তম স্বর্গে এখন বাসছে বাংলাদেশের যুব ক্রিকেটারা।

আরও পড়ুন: শাহিনবাগে অনির্দিষ্টকালের অবরোধ চলবে না, কেন্দ্র ও দিল্লি সরকারকে সুপ্রিম নোটিস

বাংলাদেশের যুব দলকে শুভেচ্ছাবার্তায় ভড়িয়ে দিয়েছেন হরভজন সিং থেকে শুরু করে টম মুডি, ইয়াং বিশ, হর্শ ভগোলে সকলেই। সেই দলে রয়েছেন এক মহিলাও। তিনিও আবার সাধারণ কেউ নন। পাকিস্তানি ক্রিকেট দলের অন্যতম তারকা সানা মির। ট্যুইটারে বাংলাদেশ যুব দলকে শুভেচ্ছা জানিয়ে বার্তা পাঠিয়েছেন সানা।

 

সানা লিখেছেন, ‘ক্রিকেট দুনিয়াকে কড়া এক বার্তাই দিয়েছে বাংলাদেশ। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন বাংলাদেশ।’

আরও পড়ুন: সবাইকে চমকে দেবে দিল্লির ফল, জনমত সমীক্ষা উড়িয়ে স্বপ্ন দেখছে হাত শিবির

পাকিস্তানি মহিলা ক্রিকেট দলের হয় ১২০টি ওয়ানডে ও ১০৬টি টি টোয়েন্টি খেলেছেন সানা। এক সময় ছিলেন মহিলা ক্রিকেট দলের অধিনায়কও। গত বছর নভেম্বরেই বাংলাদেশের মহিলা দলের সঙ্গে লাহোরে তিনটে একদিনের ম্যাচ খেলেছিলেন  সানা।

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: প্রথম টি-২০ ম্যাচেই বাজিমাত ভারতের, ১০১ রানে পরাজয় দক্ষিণ আফ্রিকার
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টি-২০: হার্দিক পান্ডিয়ার ঝোড়ো অর্ধশতরান, কটকে লড়াইয়ে ভারত