জয়ের ধারা অব্যাহত রাখল স্কটল্যান্ড (Scotland)। বাংলাদশকে (Bangladesh)হারানোর পর আইসিসি টি২০ বিশ্বকাপ ২০২১-এর (ICC T20 World Cup 2021) গ্রুপ পর্বে পাপুয়া নিউ গিনিকে (Papua New Guinea) হারাল স্কটিশরা। যার ফলে বি গ্রুপের লিগ টেবিলের শীর্ষ স্থান দখল করল স্কটল্যান্ড।
আইসিসি টি২০ বিশ্বকাপ ২০২১-এর (ICC T20 World Cup 2021) গ্রুপ পর্বে টানা দ্বিতীয় জয় পেল স্কটল্যান্ড (Scotland)। যার ফলে সুপার ১২-এ যাওয়ার পথ আরও প্রশস্ত করল কাইল কোয়েটজারের দল। গ্রুপ পর্বের প্রথম ম্য়াচে শক্তিশালী বাংলাদেশকে (Bangladesh)হারিয়ে চমক দিয়েছিল স্কটিশরা। দ্বিতীয় ম্যাচেও সহজেই পাপুয়া নিউ গিনিকে (Papua New Guinea) হারিয়ে আরও ২ পয়েন্ট সংগ্রহ করল স্কটল্যান্ড। ম্যাচে প্রথমে ব্যাট করে রিচি বেরিংটন ও ম্য়াথিউ ক্রসের অনবদ্য ইনিংসের সৌজন্যে ১৬৫ রান করে স্কটল্যান্ড। জবাবে ১৪৮ রানে অলআউট হয়ে যায় পাপুয়া নিউ গিনি। ১৭ রানে জয় পায় স্কটিশরা।
এদিন টসে জিতে ব্য়াটিংয়ের সিদ্ধান্ত নেন স্কটল্যান্ডের অধিনায়ক কাইল কোয়েটজার। শুরুটা এদিন ভালো হয়নি তার দলের। ২৬ রানে ২ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় স্কটিশরা। তারপর ইনিংসের রাশ ধরেন রিচি বেরিংটন ও ম্য়াথিউ ক্রস। ৯২ রানের অনবদ্য পার্টনারশিপ করেন তারা। অর্ধশতরান করেন বেরিংটন। ৩৬ বলে ৪৫ রানের ইনিংস খেলেন ম্য়াথিউ ক্রস। রিচি বেরিংটন খেলেন ৪৯ বলে ৭০ রানের অনবদ্য ইনিংস। ৬টি চার ও ৩টি ছয়ে সাজানো তার ইনিংস। কিন্তু এই দুই ব্যাটসম্যান আউট হওয়ার পর আর কোনও ব্যাটসম্যান রান পাননি। শেষে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৫ রান করে স্কটল্যান্ড।
রান তাড়া করতে নেমে নিয়মিত ব্যবধানে পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে যায় পাপুয়া নিউ গিনি। এক সময় ৬৭ রানে ৬ উইকেট পড়ে গিয়েছিল আসাদ ভালার দলের। সিসে বাউ ও নর্ম্যানম ভানুয়া কিছুটা লড়াই দেওয়ার চেষ্টা করে। সিসে বাউ করেন ২৪ রান ও নর্ম্যান ভানুয়া খেলেন ৪৭ রানের ইনিংস। শেষে দিকে কিপলিন ডোরিগা ও চাদ সোপের ১৮ ও ১৬ রানের ইনিংস খেললেও দলকে জয় এনে দিতে পারেননি। ১৪৮ রানে অলআউট হয়ে যায় পাপুয়া নিউ গিনি। এই হারের ফলে এক ম্যাচ বাকি থাকতেই টি২০ বিশ্বকাপ থেকে ছিটকে গেল তারাষ অপরদিকে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ বি-র লিগ টেবিলের শীর্ষস্থান দখল করল স্কটিশরা।