ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হিসাবে টেস্ট ক্রিকেটের উন্মাদনা ফের ফিরিয়ে আনতে চান সৌরভ গঙ্গোপাধ্যায়। বোর্ড সভাপতি পদে নির্বাচিত হওয়ার আগে থেকেই টেস্ট ক্রিকেট নিয়ে তৎপর ছিলেন মহারাজ। এবার বোর্ড সভাপতি হওয়ার পর দিন রাতের টেস্ট নিয়েও তৎপরতা দেখাতে শুরু করেছেন সৌরভ। একই সঙ্গে এই বিষয় নিয়ে সায় দিয়ে দিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলিও। এমনটাই শুক্রবার জানিয়ে দিয়েছেন সৌরভ। ভারতীয় ক্রিকেট মহলে বেশ কিছুদিন ধরেই সূত্র মারফত একটা কথা ঘুরছিল যে সৌরভের থেকে ভিন্নমত রয়েছে কোহলির। আর সেই জায়গায় দাঁড়িয়ে ভারতীয় দলের অধিনায়ক চান না দিন রাতের টেস্ট ক্রিকেট। তবে এই পুরোটাই ছিল গুজব সেটা শুক্রবার স্পষ্ট করে দিয়েছেন সৌরভ নিজেই।
আরও পড়ুন, বোর্ড সভাপতি সৌরভকে শুভেচ্ছা টিম ইন্ডিয়ার হেড কোচ রবি শাস্ত্রীর
আসন্ন বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের দল নির্বাচন নিয়ে বোর্ড সভাপতি সৌরভের সঙ্গে বসেছিল ভারতীয় দলের নির্বাচক সহ দলের অধিনায়ক কোহলিও। আর সেই আলোচনায় কোহলির সঙ্গে কথপাকথন হয় সৌরভের। সূত্রের খবর সেই জায়গায় বিরাটকে পিঙ্ক বল ও দিন রাতের টেস্ট ম্যাচের প্রস্তাব দেন সৌরভ। আর সেই সঙ্গে সেই প্রস্তাবে রাজিও হয়ে যান কোহলি। আগামী দিনে কি ভাবে পিঙ্ক বলে টেস্ট ক্রিকেট করা যায় সেই নিয়েও ভাবতে শুরু করে দিয়েছেন তিনি। আর সেই কথা স্পষ্ট ভাবে শুক্রবার বলেন নব নির্বাচিত বোর্ড সভাপতি। সৌরভ কোহলিকে নিয়ে বলেন, 'ভারতীয় ক্রিকেট মহলে এমনটা শুনতে পাচ্ছিলাম যে পিঙ্ক বল ও দিন রাতের টেস্ট ম্যাচ নিয়ে উৎসাহি নন কোহলি। এই কথা সম্পূর্ণ ভুল। কোহলির সঙ্গে আমার কথা হয়েছে। ও এটায় রাজি। এবার সেই বিষয় নিয়ে ভাবতে শুরু করছি আমিও।'
আরও পড়ুন. ভারত অধিনায়ক সৌরভই হবেন দক্ষ প্রশাসক, সাক্ষীর অপেক্ষায় ক্রিকেট বিশ্ব ...
একই সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ড এই বিষয় নিয়ে ভাবতেও শুরু করে দিয়েছে বলে জানিয়েছেন সৌরভ। তিনি আরও বলেন, 'ঘরোয়া ক্রিকেট ও টেস্ট ক্রিকেটে উন্নতি ও উন্মাদনা আরও বারুক সেটাই আমি চাই। দিন রাতের টেস্ট ম্যাচ করলে অনেকেই অফিস থেকে ফিরে মাঠে আসতে পারবে। নিজেদের কাজ শেষ করে ম্যাচ দেখতে আসবে। তাই এই বিষয় নিয়ে এখন থেকেই তৎপর হতে হবে। ভারতীয় ক্রিকেটের রোডম্যাপটা এবার সময়ের সঙ্গে বদল করতে হবে ও এগিয়ে নিয়ে যেতে হবে।'