ইডেনে প্রস্তুতির ফাইনাল টাচ, উইকেট দেখে খুশি সৌরভ

  • শুক্রবার থেকে ইডেনে শুরু দিন-রাতের টেস্ট
  • নন্দন কাননে প্রস্তুতি এখন চুড়ান্ত পর্যায়ে
  • বুধবারও ইডেনের একাধিক কাজ খতিয়ে দেখলেন সৌরভ
  • ম্যাচের ২২ গজ দেখে খুশি মহারাজ

সভাপতি হওয়ার পর সৌরভ গঙ্গোপাধ্যায় ভারতীয় ক্রিকেটে পরিবর্তনের যে প্রথম ধাপটা নিয়েছেন সেটা দিন-রাতের টেস্ট। খুব কময় সময়ে সবকিছু সঠিক ভাবে আয়োজন করার চ্যালেঞ্জ নিয়েছেলেন সৌরভ। পরিকল্পনা সব শেষ। প্রস্তুতিও শেষ পর্যায়ে। শুধু ইডেন নয় গোটা শহর কলকাতায় গায়ে এখন গোলাপি আভা। দুই দল যেমন শহরে পৌছে গেছে তেমনই একে একে অন্যরাও আসতে শুরু করেছে। বুধবার পিঙ্ক-বল প্রস্তুতির লাস্ট ল্যাপের মধ্যে দিয়ে যাচ্ছে ক্রিকেটের নন্দন কানন। নিজে দাঁড়িয়ে থেকে গোটা ব্যবস্থার তদারকি করছেন মহারাজ। তবে সব কিছুকে ছাপিয়ে তাঁকে তৃপ্ত করছে পিঙ্ক বল টেস্ট নিয়ে সবার আগ্রহ ও উন্মাদনা। 

 

Latest Videos

 

আরও পড়ুন - অতিথি বিরাট, রাত জেগে কী উপহার তৈরি করল অনাথ আশ্রমের শিশুরা

ইডেনে এসে এদিন সৌরভ সরাসরি চয়ে যান ইডেনের ২২ গজ দেখতে। খুটিয়ে পরীক্ষা করেন পিচ। সুজন মুখোপাধ্যায়ের তৈরি করা উইকেট দেখে খুশি মহারাজ। পিচ দেখার পর বোর্ড সভাপতি সৌরভ জানিয়েছেন, ‘উইকেট ভাল তৈরি হয়েছে। আমিও নিজেও খুব উত্তেজিত। বলুন না শেষ বার কবে টেস্ট ম্যাচ নিয়ে এমন উন্মদনা দেখতে পেয়েছেন?’ পাল্টা প্রশ্ন সৌরভের। মহারাজ আগেই জানিয়েছিলেন ফাঁকে মাঠে  খেলাটা একবারেই সুখের অভিজ্ঞতা হতে পারে না। তাই টেস্ট ক্রিকেটের মঞ্চে মানুষকে ফেরাতে অধুনিকতার ছোঁয়া নিয়ে এসেছেন সৌরভ। 

আরও পড়ুন - গোধূলিতে গোলাপি বল চিন্তায় রাখছে উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহাকে

শুধু ইডেন নয়, সৌরভ ও সিএবির অনুরোধে সারা দিয়েছে শহর কলকাতও। তাইতো সরকারের পক্ষ থেকে শহরের একাধিক গুরুত্বপূর্ণ জায়গা গোলিপা রংয়ে সেজে উঠেছে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডও সেই ছবি তুলে ধরেছে নিজেরে সোশ্যাল মিডিয়ার পেজে। বুধবার রাত থেকে শহরের একাধিক উচুঁ বিল্ডিং গোলাপি রংয়ে সেজে উঠেছে। 

 

Share this article
click me!

Latest Videos

PM Modi Live: নিখিল কামথের মুখোমুখি প্রধানমন্ত্রী, কী বার্তা, দেখুন সরাসরি
Suvendu Adhikari : 'হিন্দুদের মধ্যেই ভেদাভেদের কারণে হিন্দু আজ সঙ্কটে', মন্তব্য শুভেন্দু অধিকারীর
'আমাদের আনুন আমরা ৩ লাখের ঘর ও ৩ হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডার দেবো', বার্তা দিলেন Suvendu Adhikari
Suvendu Adhikari Live : আসানসোলে মেগা জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
‘Trinamool Bangladeshi-দের সুবিধা করে দিচ্ছে’ বিস্ফোরক মন্তব্য Dilip Ghosh-এর, দেখুন