ফের ইডেনে ব্যাট হাতে নামবেন সৌরভ গঙ্গোপাধ্যায়, করবেন ভারতীয় দলের অধিনায়কত্ব

ইডেন গার্ডেন্সে (Eden Gardens) ফের ব্যাট হাতে নামতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্য়ায় (Sourav Ganguly)। ১৫ সেপ্টেম্বর লেজেন্ডস লিগ ক্রিকেটে (Legends League Cicket 2022) ওয়ার্ল্ড জায়ান্টসের বিরুদ্ধে ইন্ডিয়া মহারাজাসের (India Maharajas) হয়ে খেলবেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
 

main body-
ফের একবার ব্যাট হাতে ২২ গজে নামতে চলেছেন প্রাক্তন ভারত অধিনায়ক তথা বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। তাও আবার নিজের ঘরের  মাঠ ইডেন গার্ডেন্সে। ভারতের হয়েই মাঠে নামতে চলেছেন সৌরভ। আসলে গতবছর থেকে শুরু হয়েছে দেশ-বিদেশের প্রাক্তন ক্রিকেটারদের নিয়ে শুরু হয়েছে লেজেন্ডস ক্রিকেট লিগ। ভারত, এশিয়া ও বিশ্ব একাদশ তিনটি দল খেলে প্রতিযোগিতায়। আর সেই লিগেরই প্রদশর্নী ম্যাচে খেলতে দেখা যাবে সৌরভ গঙ্গোপাধ্যায়। ১৫ সেপ্টেম্বর লেজেন্ডস ক্রিকেট প্রতিযোগিতায়  ইডেন গার্ডেন্সে হবে ইন্ডিয়া মহারাজাস বনাম ওয়ার্ল্ড জায়েন্টসের ম্যাচে। যা ঘোষণা হওয়ার পর ফের একবার ব্যাট হাতে ইডেনে সৌরভকে দেখার অপেক্ষায় কলকাতা তথা বাংলার সৌরভ প্রেমিরা।

এইই ম্যাচ ইন্ডিয়া মহারাজাসের অধিনায়কত্বের দায়িত্বও পালন করবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রতিপক্ষ ওয়ার্ল্ড জায়ান্টস দলের অধিনায়কত্ব করবেন ইংল্যান্ডের ও কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন অধিনায়ক ইয়ন মর্গ্যান। ১৫ সেপ্টেম্বর এই দুই দলের মধ্যে প্রদর্শনী ম্যাচ খেলা হবে। পরের দিন থেকে শুরু হবে লেজেন্ডস লিগ ক্রিকেটের মূল প্রতিযোগিতা। সেই লিগের বেশ কিছু ম্যাচ হবে ইডেনে। ভারতীয় দলে সৌরভ ছাড়াও খেলবেন বীরেন্দ্র সহবাগ, মহম্মদ কইফ, ইউসুফ পাঠান, হরভজন সিংহ, অশোক ডিন্ডা, পার্থিব পটেল, শ্রীসন্থের মতো ক্রিকেটাররা। ইতিমধ্যেই এই লিগে খেলার জন্য আমরা ইডেনে অনুশীলন করতে দেখেছি প্রাক্তন পেসার অশোক দিন্দাকে। অপরদিকে ওয়ার্ল্ড জায়ান্টস দলে দেখা যাবে জ্যাক কালিস, সনৎ জয়সূর্য, জন্টি রোডস, মুথাইয়া মুরলীধরন, ডেল স্টেইন, মিচেল জনসন, ব্রেট লিদের মতো তারকাদের। ফলে লেজেন্ডস লিগ ক্রিকেটের হাত ধরে একবিংশ শতকের প্রথম দশকের সেই নস্ট্যালজিয়া আবারও ফিরতে চলেছে ইডেন গার্ডেন্সে। 

Latest Videos

 

 

এক ঝলকে দেখে নিন ইন্ডিয়া মহারাজাস ও ওয়ার্ল্ড জায়েন্টস দলের প্রথম একাদশ-

ইন্ডিয়া মহারাজাস: সৌরভ গঙ্গোপাধ্যায় (অধিনায়ক), বীরেন্দ্র সেহওয়াগ, মহম্মদ কাইফ, ইউসুফ পাঠান, এস বদ্রিনাথ, ইরফান পাঠান, পার্থিব প্যাটেল, এস শ্রীসন্ত, হরভজন সিং, নমন ওঝা, অশোক দিন্দা, প্রজ্ঞান ওঝা, অজয় জাদেজা, আরপি সিং এবং যোগিন্দর শর্মা। 

ওয়ার্ল্ড জায়েন্টস: ইয়ন মর্গ্যান (অধিনায়ক), লেন্ডন সিমনস, হার্সেল গিবস, জ্যাক কালিস, সনৎ জয়সূর্য, ম্যাট প্রায়র, জন্টি রোডস, মুথাইয়া মুরলীধরন, ডেল স্টেইন, হ্যামিলটন মাসাকদজা, মাশরাফি মোকর্তাজা, আসগর আফগান, মিচেল জনসন, ব্রেট লি, কেভিন ও'ব্রায়েন এবং দীনেশ রামদিন।

আরও পড়ুনঃএই হিন্দু ভারতীয় ক্রিকেটাররা বিয়ে করেছেন মুসলিম মহিলাদের, দিয়েছেন সম্প্রীতির বার্তা

আরও পড়ুনঃলালা অমরনাথ স্বাধীন ভারতের প্রথম ক্রিকেট ক্যাপ্টেন, ব্রিটিশদের বিরুদ্ধে ছিলেন ভারতের গর্ব

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

ফের ইডির ভয়াল থাবা! মধ্যমগ্রাম কাঁপলো ইডির দুঃসাহসিক অভিযানে, দেখুন | North 24 Parganas | ED Raid
Live: সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য ও শিশির বাজোরিয়া, কী বলছেন, দেখুন সরাসরি
‘তৃণমূল কেমিক্যাল দিয়ে আমায় মারার প্ল্যান করছে’ তৃণমূলের চক্রান্ত ফাঁস করলেন অর্জুন সিং! দেখুন
‘ওপারে ইউনূস এপারে মমতা দুজনেই এক’ মমতাকে তোপ শুভেন্দুর, দেখুন কী বললেন | Suvendu Adhikari
'কত বড় সাহস! পুলিশ বাড়ি বাড়ি গিয়ে বলেছে ভোট দিতে যাবে না' এ কী অভিযোগ করলেন শুভেন্দু