বিদায় বেলায় চোখে জল, একদিনের ক্রিকেটে শেষটা সুখের হল না বেন স্টোকসের

দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে একদিনের ক্রিকেট কেরিয়ারে নিজের শেষ ম্য়াচটা খেলে ফেললেনম বেন স্টোকস (Ben Stokes)। চোখের জলে অবসর  (Retire)জানালেন ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার। 

আন্তর্জাতিক একদিনের ক্রিকেটকে বিদায় জানানোর ঘোষণা আগেই করে দিয়েছিলেন ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার বেন স্টোকস। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজের প্রথম ম্যাচ খেলেই যে তিনি ৫০ ওভারের ক্রিকেটকে বিদায় জানাবেন তাও জানিয়েছিলেন স্টোকস। ভেবেছিলেন শেষ ম্যাচে ব্যাট-বলে নিজের সেরা পারফরম্যান্সটা করবেন ও দলও তাকে জয় উপহার দেবেন। কিন্তু ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডের সেরা প্লেয়ারের শেষ সুখকর হল না। না  নিজে ভালো পারফরম্যান্স ককতে পারলেন, না দল তাকে জয় উপহার দিতে পারল না। ফলে চোখের জলেই একদিকের ক্রিকেটকে বিদায় জানালেন ইংল্যান্ডের তথা বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার। 

মঙ্গলবার মাঠে নামার সময় বেন স্টোসকে গার্ড অফ অনার দেওয়া হয়। ঘরের মাঠে একদিনের ক্রিকেট শেষ ম্যাচ খেলতে নামার সময় আবেগ প্রবণ হয়ে পড়েন বেন স্টোকস। চার চোখে জলও দেখা যায়। মাঠ জুড়ে দর্শকরা তাকে করতালি দিয়ে সম্মান জানান। কাউন্টি ক্রিকেটে ডারহাম এটি স্টোকসের ঘরের মাঠ এবং তিনি বলেছিলেন যে, এই ম্যাচটি তিনি তাঁর একদিনের ক্রিকেটের বিদায়ী ম্যাচ হিসেবে বেছে নিয়েছেন, যাতে তাঁর বিদায়টি ঘরের মাঠে হতে পারে। ইংল্যান্ড দলের সতীর্থরও তাকে আলাদভাবে সংবর্ধনা দেন।

Latest Videos

বেন স্টোকসের একদিনের ক্রিকেটে শেষে ম্য়াচে টস জিতে ব্য়াটিং করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক কেশব মহারাজ। প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৩৩ রান করে প্রোটিয়ারা। দক্ষিণ আফ্রিকার হয়ে রাসি ভ্যান ডের ডুসেন ১৩৩ রান, আইদান মার্করাম ৭৭ রান এবং জানেমান মালান ৫৭ রান করেন। ইংল্যান্ডের হয়ে লিয়াম লিভিংস্টোন দুটি এবং স্যাম কুরান, মঈন আলি ও ব্রাইডন কারস একটি করে উইকেট পেয়েছেন। বল হাতে ৫ ওভারে ৪৪ রান খরচ করলেও একটিও উইকেট পাননি বেন স্টোকস। 

রান তাড়া করতে শুরুটা ভালো করে ইংল্যান্ডের দুই ওপেনার। জনি বেয়ারস্টো ও জেসন রয় শতরানের পার্টনারশিপ করে। এরপর জো রুট অনবদ্য ব্যাটিং করলেও শেষ রক্ষা হয়নি। ৪৬.৫ ওভারে ২৭১ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। ইংল্যান্ডের হয়ে জো রুট ৮৬ রানের ইনিংস খেলেন, জনি বেয়ারস্টোর ব্যাট থেকে আসে ৬৩ রান। ৪৩ রান করেছিলেন জেসন রয়। দক্ষিণ আফ্রিকার হয়ে এনরিখ নরকিয়া ৪টি এবং আইদান মার্করাম ও তাবরেজ শামসি ২টি করে উইকেট। বল হাতে ব্যর্থ হওয়ার পর ব্যাট হাতেও মাত্র ৫ রান করে আউট হন বেন স্টোকস। 

২০১১ সালের ২৫ অগাস্ট ডাবলিনে আয়ারল্যান্ডের বিরুদ্ধে এক দিনের ক্রিকেটে অভিষেক হয়েছিল তাঁর। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ ম্যাচ খেলে ১০৫টি আন্তর্জাতিক একদিনের ম্যাচ খেলে ২৯২৪ রান করেছেন স্টোস। সর্বোচ্চ অপরাজিত ১০২। তিনটি শতরান এবং ২১টি অর্ধশতরান রয়েছে। প্রসঙ্গত, বিষেন সিং বেদী, মজিদ খান, ম্যালকম মার্শাল, রবি শাস্ত্রী, অ্যান্ডি ক্যাডিক, সৌরভ গঙ্গোপাধ্যায়, ফিলিপ হিউজ, আবদুর রাজ্জাকের মত নিজের একদিনের ক্রিকেটের  শেষ ম্য়াচে ৫ রান করলেন স্টোকস। ফলে বিদায়টা খুব একটা সুখকর হল না তার। একদিনের ক্রিকেট থেকে অবসর নিলেও টেস্ট ও টি২০ ক্রিকেট খেলবেন তিনি। 

আরও পড়ুনঃকেন একদিনের ক্রিকেট থেকে হঠাৎ অবসর নিলেন বেন স্টোকস, জানুন আসল রহস্য

আরও পড়ুনঃএকাধিক বান্ধবীর সঙ্গে উদ্দাম যৌন জীবন, রয়েছে একাধিক সন্তান, জেনেন ক্যারিবিয়ান তারকার

Share this article
click me!

Latest Videos

প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury