ঋদ্ধিমান সাহাকে হুমকি, ঘটনায় অভিযুক্ত সাংবাদিক নির্বাসনে পাঠাল বিসিসিআই

ঋদ্ধিমান সাহাকে (Wriddhiman Saha) সাক্ষাৎকারের জন্য সাংবাদিকের হুমকি মেসেজ (Journalist Threat Message)। অভিযুক্ত সাংবাদিকের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নিল বিসিসিআই। 

জল্পনা বেশ কয়েদিন ধরেই চলছিল। শাস্তির কী হতে পারে সেটাও মোটামুটি ঠিকই ছিল। অপেক্ষা ছিল শুধু সরকারি ঘোষণার। অবশেষে ভারতীয় ক্রিকেটার ঋদ্ধিমান সাহাকে সাংবাদিকের হুমকি দেওয়ার ঘটনায় কঠিন পদক্ষেপ করল ভারতীয় ক্রিকেট বোর্ড। অভিযুক্ত সাংবাদিক বরিয়া মজুমমদারকে ২ বছরের জন্য নির্বাসনে পাঠাল বিসিসিআই।  টিম ইন্ডিয়া থেকে বাদ পড়ার পর  হোয়াটস অ্যাপ চ্যাটে  ঋদ্ধিকে সাক্ষাৎকার দিতে বলেছিলেন  ওই সাংবাদিক। ঋদ্ধি কোনও প্রতিক্রিয়া না দেওয়ায় তাকে হুমকি দেওয়া হয়। সেই  চ্যাটের স্ক্রিন শট সোশ্যাল মিডিয়ায়  শেয়ার করেন ঋদ্ধি। তারপরই তোলপার হয়েছিল ভারতীয় ক্রিকেট। ঘটনায় তদন্তের জন্য  তিন সদস্যের  কমিটি গড়েছিল বিসিসিআই। সেই তদন্তেই দোষী সাব্যস্ত করে বোরিয়া মজুমদারকে ২ বছরের জন্য নির্বাসিত করা হল।

 

Latest Videos

 

কী ছিল ঋদ্ধির ফাঁস করা চ্যাটে-
ঋদ্ধিমান সাহা ১৯ ফেব্রুয়ারি যে স্ক্রিন শট শেয়ার করেছিলেন তাতে দেখা যাচ্ছে ১০টা ১৮ মিনিটে একটি চ্যাট ঋদ্ধিকে ওই সাংবাদিক লিখেছেন,  'আমার সঙ্গে একটা ইন্টারভিউ কর। (তোমার জন্য) ভালো হবে।' এক মিনিট পরেই আরও একটি মেসেজ এসেছে। তাতে বলা হয়েছে, 'ওরা (বোর্ড) একজন উইকেটকিপার বেছে নিয়েছে, যে সেরা উইকেটকিপার। তুমি ১১ জন সাংবাদিককে বেছে নেওয়ার চেষ্টা করছ, যাঁরা আমার কাছে সেরা নয়। এমন কাউকে বেছে নাও, যে তোমায় সবথেকে বেশি সাহায্য করতে পারবে।' রাত ১০ টা ৪৩ মিনিটের একটি মেসেজে বলা হয়েছে, 'তুমি ফোন করলে না। আমি কখনও তোমার ইন্টারভিউ নেব না। আমি একেবারে সহজে অপমান মেনে নিই না এবং এটা আমি মনে রাখব। এটা তোমার করা উচিত হয়নি।' তারইমধ্যে ঋদ্ধির পোস্ট করা স্ক্রিনশটে সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে হোয়্যাটসঅ্যাপ কলের বিষয়টি ধরা পড়েছে। যা মিসড কল হয়ে গিয়েছিল। এই চ্য়াটের স্ক্রিন শট শেয়ার করে ঋদ্ধি লেখেন, 'ভারতীয় ক্রিকেটের প্রতি আমার যাবতীয় অবদানের পর তথাকথিত শ্রদ্ধেয় সাংবাদিকের থেকে এরকম বিষয়ের সম্মুখীন হতে হচ্ছে। এই পর্যায় নেমে গিয়েছে সাংবাদিকতা।' 

 

 

কঠোর শাস্তি দিল বিসিসিআই-
এই ২ বছরের নির্ববাসনের সময় বরিয়া মজুমদার বিসিসিআই আয়োজিত কোনও ম‌্যাচ বা ইভেন্ট কভার করতে পারবেন না। সমস্ত রাজ‌্য ক্রিকেট সংস্থাকে সেই নির্দেশিকা দিয়ে দেবে বোর্ড। বলে দেওয়া হবে, অভিযুক্ত সাংবাদিককে মাঠেও ঢুকতে দেওয়া যাবে না। এমনকী, আইসিসিকেও চিঠি লিখে অভিযুক্ত সাংবাদিককে নির্বাসিত করার বিষয়ে জানাবে ভারতীয় ক্রিকেট বোর্ড। 
 

Share this article
click me!

Latest Videos

Nimtala Fire Incident: মধ্যরাতে ঘুম ভাঙলো এক হাড়হিম করা দৃশ্যে! শোকের ছায়া গোটা এলাকায়, দেখুন
'দুর্নীতি করবে বলেই এরা এই প্রকল্প চালু করেছে' ট্যাব দুর্নীতিতে সরব অধীর রঞ্জন চৌধুরী
ট্যাবের টাকা মুহূর্তে হাওয়া! কাদের অ্যাকাউন্টে যাচ্ছে , এবার গোসাবায় | Bengal Tab Scam | Gosaba
Narendra Modi Live: আদিবাসী গর্ব দিবস পালনে মোদী, কী বার্তা, দেখুন সরাসরি
‘জনগণের কষ্টের টাকায় মুখ্যমন্ত্রী উৎসব করবেন!’ মমতাকে ধুয়ে দিলেন সুকান্ত, দেখুন কী বললেন | Sukanta M