বুধবার আইপিএল ২০২২ (IPL 2022) -এ মুখোমুখি গুজরাট টাইটানস ও সানরাইজার্স হায়দরাবাদ (SRH vs GT)। ম্য়াচ জিতলেই লিগ টেবিলের শীর্ষ ওঠার সুযোগ হার্দিক পান্ডিয়া ও কেন উইলিয়ামসনের দলের।
বুধবার আইপিএল ২০২২-এর মেগা ফাইটে মুখোমুখি প্রতিযোগিতায় দুরন্ত ফর্মে থাকা দুই দল গুজরাট টাইটানস ও সানরাইজার্স হায়দরাবাদ। আজকের ম্য়াচে যেই দল জিতবে তাদের ফের সুযোগ থাকছে লিগ টেবিলের শীর্ষ ওঠার। বর্তমানে ৭টি ম্য়াচের মধ্যে ৬টিতে জিতে ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে হার্দিক পান্ডিয়ার দল। অপরদিকে, প্রতিযোগিতার প্রথম দুটি ম্য়াচ হারের পর শেষ পাঁচটি ম্য়াচে পরপর জিতে দুরন্তভাবে কামব্যাক করেছে কেন উইলিয়ামসনের দল। ৭ টির মধ্যে ৫টি জিতে ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে রয়েছে অরেঞ্জ অর্মি। ফলে আজকের ম্য়াচে একে অপরকে এক ইঞ্চিও জমি ছাডতে নারাজ দুই দল। আরও একটি রুদ্ধশ্বাস ম্য়াচ দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।
বদলা নিতে মরিয়া গুজরাট টাইটানস-
আজকের ম্যাচ হার্দিক পান্ডিয়ার দলের কাছে বদলার ম্য়াচও বটে। কারণ এখনও পর্যন্ত একমাত্র হায়দরাবাদের কাছেই হারতে হয়েছিল গুজরাটকে। প্রথম পর্বের হারের বদলা নিতে মুখিয়ে রয়েছে হার্দিক পান্ডিয়া, শুবমান গিল, ডেভিড মিলাররা। তবে শেষ ম্য়াচে কেকেআরের বিরুদ্ধে দলকে একাই ব্যাট হাতে টেনেছিলেন হার্দিক পান্ডিয়া। অন্য কেউ বড় স্কোর করতে পারেনি। তাই আজকের ম্য়াচে হায়দরাবাদের বিরুদ্ধে ফের রানে ফিরতে মরিয়া শুবমান গিল, ডেভিড মিলার, অভিনব মনোহর, ঋদ্ধিনমান সাহারা। তবে বোলিং লাইনআপের দুরন্ত ফর্ম স্বস্তিতে রেখেছে টিম ম্যানেজমেন্টকে। মহম্মদ শামি, যশ দয়াল, আলজারি জোসেফ, লকি ফার্গুসন, রাশিদ খানরা আজও সেরাটা দিতে মরিয়া। সব মিলিয়ে বদলার ম্যাচ জিতে লিগ টেবিলের শীর্ষে ওঠাই লক্ষ্য গুজরাটের।
জয়ের ডবল হ্যাটট্রিকের লক্ষ্যে সানরাইজার্স-
পরপর ৫টি ম্য়াচে জয় লিগ টেবিলের তলানি থেকে একেবারে তৃতীয় স্থানে এনে দিয়েছে সানরাইজার্স হায়দরাবাদকে। প্রথম লিগের মত গুজরাট টাইটানসকে হারিয়ে জয়ের ডবল হ্যাটট্রিক করতে চাইছে কেন উইলিয়ামসনের দল। অধিনায়ক এখনও রানের মধ্যে ধারাবাহিকভাবে না থাকলেও অভিষেক শর্মা, রাহুল ত্রিপাঠী, আইডেন মার্করাম, নিকোলাস পুরানদের ব্য়াট হাতে দুরন্ত ফর্ম দলকে ভরসা দিচ্ছে। রানে ফিরতে মরিয়া কেন উইলিয়ামসনও। তবে হায়দরাবাদের বোলিং ইউনিট দুরন্ত ফর্মে রয়েছে। পেস বোলিং লাইনে ভুবনেশ্বর কুমার সুইংয়ের কাঁটা ও অভিজ্ঞতা, টি নাটরাজন, উমরান মালিক, মার্কো জানসেনদের আগুনে বোলিং বিপক্ষের কাছে ত্রাস হয়ে উঠেছে। সঙ্গে জগদীশা সুচিতের স্পিনের ছোঁবল। সব মিলিয়ে জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী অরেঞ্জ আর্মি।
পিচ রিপোর্ট-
গুজরাট টাইটানস ও সানরাইজার্স হায়দরাবাদ ম্য়াচ হতে চলছে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। এখানকার উইকেট ব্য়াটসম্য়ানদের জন্য সহায়ক হলেও স্পিনাররাও সাহায্য পেয়ে থাকে। হাইস্কোরিং খেলা হওয়ার সম্ভাবনাই এখানে বেশি। তবে রাতের খেলা হওয়ায় শিশির সমস্যার বিষয়টি মাথায় রাখতে হবে দুই দলের অধিনায়ককে। টস জিতে ফিল্ডিং করাই সঠিক সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।
ম্য়াচ প্রেডিকশন-
গুজরাট ও হায়দরাবাদ দুই দলেই একাধিক ম্য়াচ উইনার রয়েছে, যারা একার ক্ষমতায় ম্য়াচের ভাগ্য নির্ধারন করতে পারে। দুই দলের ব্যাটিং-বোলিং বিভাগের শক্তি-ভারসাম্য ও গভীরতা বিচার করলেও হার্দিক পান্ডিয়া ও কেন উইলিয়ামসনের দলের মধ্যে খুব একটা তফাৎ নেই। সাম্প্রতিক ফর্মও দুই দলেরই অনবদ্য। ফলে আজকের ম্য়াচে যেই দল টস জিতবে তাদরকেই এগিয়ে রাখছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
আরও পড়ুনঃকবে বলিউডে নায়িকা হিসেবে অভিষেক হচ্ছে সারা তেন্ডুলকরের, কী জানালেন সচিন কন্যা
আরও পড়ুনঃবিয়ের আগেই কী কোনও সমস্যা, হঠাৎ কেন ভাড়া বাড়িতে থাকার সিদ্ধান্ত রাহুল-আথিয়ার