Sunil Gavaskar: রোহিত শর্মা নয়, অধিনায়ক হিসেবে সুনীল গাভাসকরের পছন্দ অন্য কেউ

ভারতীয় টেস্ট দলের (Indian Test Team)অধিনায়কত্ব ছেড়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। সেই  সঙ্গে রোহিত শর্মা (Rohit Sharma)পরবর্তী অধিনায়ক হওয়া একপ্রকার নিশ্চিৎ।  তবে সুনীল গাভাসকরের (Sunil Gavaskar)পছন্দ অন্য কেউ।
 

ভারতীয় ক্রিকেটের টেস্ট দলের (Indian Test Cricket Team) অধিনায়কত্ব থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। বিরাট কোহলির অধিনায়কত্ব ছাড়ার পর থেকেই টেস্ট ক্রিকেটে বিরাটের ছেডে যাওয়া সিংহাসনে কে বসবেন তা নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। টি২০ ও একদিনের ক্রিকেটে বিরাটের পর অধিনায়ক করা হয়েছে রোহিত শর্মাকে (Rohit Sharma)। এবার টেস্ট ক্রিকেটেও প্রাথনিকভাবে মনে করা হচ্ছে রোহিতের কাধেই যেতে চলেছে দায়িত্ব। বিরাট কোহলি পরবর্তী জমানায় তিন ফর্ম্য়াটেই ভারতীয় ক্রিকেটের দায়িত্ব পেতে চলেছেন রোহিত। রোহিত শর্মা যে দায়িত্ব নিতে প্রস্তুত রয়েছে তা জানিয়ে দিয়েছেন মুম্বইকরের ছেলে বেলার কোচ। যদিও সীমিত ওভারের ক্রিকেটে ভারত অধিনায়ক নিজের মুখে এখনও এই বিষয়ে কিছু বলেননি।

বিরাট কোহলির পর টেস্ট দলের অধিনায়কত্ব রোহিত পাওয়ার এক প্রকার নিশ্চিৎ হলেও, কিংবদন্তী সুনীল গাভাসকরের (Sunil Gavaskar)ইচ্ছে একটু অন্য রকম। টেস্ট অধিনায়ক হিসেবে সুনীল গাভাসকরের যেই ক্রিকেটারকে পছন্দ তার নাম শুনে কিছুটা অবাকই হয়েছেন সকলে। তবে নিজের পছন্দের স্বপক্ষে যুক্তিও দিয়েছে টেস্ট ক্রিকেটে সবার প্রথম ১০ হাজার রানের মালিক। এক সংমবাদ মাধ্য়মকে দেওয়া সাক্ষাৎকারে সুনীল গাভাসকর জানিয়েছেন,'আমার উপর দায়িত্ব দেওয়া হলে টেস্টে ভারতের অধিনায়ক করতাম ঋষভ পন্থকে (Rishabh Pant)। তরুণ পন্থের বয়স ২৪। আইপিএল-এ দিল্লি ক্যাপিটালসের অধিনায়কত্ব করেছেন তিনি। কিন্তু ভারতীয় দলের নেতা হিসেবে কি তাঁকে ভাবা যেতে পারে। মহেন্দ্র সিং ধোনিকেও তো এইভাবেই দায়িত্ব দেওয়া হয়েছিল'। 

Latest Videos

প্রসঙ্গত, রোহিত শর্মার বর্তমাব বয়স ৩৪।  সীমিত ওভারের ক্রিকেটে রোহিত আরও কয়েক বছর খেলা চালিয়ে যেতে পারলেও, টেস্ট ক্রিকেটে কত বছর খেলতে পারবেন তা নিয়ে একটা প্রশ্ন চিহ্ন থেকেই যাচ্ছে। এমনিতেও গত বছর পর্যন্ত টেস্ট ক্রিকেটে রোহিত শর্মার জায়গায় পাকা ছিল না। তবে শেষ কয়েকটি সিরিজে রান করে জায়গা পাকা করেছেন হিটম্যান। তবে টেস্ট ক্রিকেটে দীর্ঘ মেয়াদী অধিনায়ক খুঁজতে হলে বিসিসিআইকে অন্য কোনও ভাবনা চিন্তা করতে হবে। সেক্ষেত্রে তখন কেএল রাহুল, ঋষভ পন্থদের নাম উঠে আসতে পারে। তবে সেক্ষেত্রেও কেএল রাহুল এগিয়ে রয়েছে।। কারণ ইতিমধ্যেই তাকে টেস্ট দলের সহ অধিনায়ক ঘোষণা করা হয়েছে। এবার দেখার টেস্ট অধিনায়ক নির্বাচনের ক্ষেত্রে কোনও চমক দেয় কিনা।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: বিধানসভার বাইরে মুখোমুখি শুভেন্দু অধিকারী, দেখুন সরাসরি
Guyana-র সরস্বতী বিদ্যা নিকেতন স্কুলে Narendra Modi, কথা বললেন পড়ুয়াদের সঙ্গে
উপনির্বাচনে (By Election) কেমন ফল করবে বিজেপি? দেখুন কী বললেন শুভেন্দু | Suvendu Adhikari
Bear Rescue Operation | বরফের মধ্যে ভাল্লুকের প্রান বাঁচাল ভারতীয় সেনা, দেখুন দুঃসাহসিক ভিডিও
ট্যাব কেলেঙ্কারির প্রতিবাদে শিক্ষকদের জোরদার বিক্ষোভ! দাবি সঠিক তদন্তের! | Bengal Tab Scam