ইডেনে ধোনিকে টপকালেন কোহলি, বিরাটে মুগ্ধ হয়েও চটলেন গাভাসকার

  • ইডেনে পিঙ্ক বল টেস্ট জিতে ধোনিকে টপকে গেলেন কোহলি
  • ঘরের মাঠে টানা সাতটি টেস্ট জয় অধিনায়ক বিরাটের
  • কোহলির প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন ভারত অধিনায়ক
  • একই সঙ্গে বিরাটের একটি মন্তব্যে ক্ষুব্ধ গাভাসকার

ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে দুই টেস্টেই ইনিংসে জিতল ভারতীয় দল। বাংলাদেশের বিরুদ্ধে জয় দেখে বিশ্ব ক্রিকেটর অনেক পন্ডিত বলছেন আসল পরীক্ষা হল কোথায়। কিন্তু সেই তত্ত্ব উড়িয়ে দিচ্ছেন প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাসকার। সানির মতে বিরাট বর্তমান ভারতীয় দলকে এক অন্য উচ্চতায় নিয়ে গেছে। টিম ইন্ডিয়া এখন শুধু জেতার জন্য ঝাঁপায়। ইডেনে প্রথম দিন জাদেজার একটি ফিল্ডিংয়ের প্রসঙ্গ টেনে এনে বিরাট বলছেন, ‘ক্যাচ ধারা যাবে না এমনটাই মনে হচ্ছিল, কিন্তু জাদেজা হাফ চান্সটাকেও ফুল চান্স হিসেবে ভেবে ক্যাচ ধরার জন্য ঝাঁপিয়েছিল। এই মানসিকতাটাই বলে দিচ্ছে ভারতীয় দল এখন ঠিক কোন পর্যায়ে নিজেদের নিয়ে গেছে।’

আরও পড়ুন - এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে আলাপ চারিতায় লক্ষ্মণ, পিঙ্ক বল টেস্ট নিয়ে উচ্ছ্বসিত ভিভিএস

Latest Videos

বিরাট ইডেনে টেস্ট কেরিয়ারের ২৭ তম সেঞ্চুরি করেছেন। তিন ফরম্যাটের ক্রিকেট মিলিয়ে মোট এখন ৭০টি শতরান বিরাটের। সচিন যখন শতরানের সেঞ্চুরি করেছিলেন তখন অনেকেরই মনে হয়েছিল এই রেকর্ড কারও পক্ষে ভাঙা সম্ভব নয়। কিন্তু বিরাট যে গতিতে এগিয়ে চলেছেন ততে সচিনের রেকর্ডও এখন আর সুরক্ষিত নয়। এই রেকর্ড নিয়ে সানি বলছেন, ‘কোহলির এই ৭০টি শতরান প্রমাণ করে বিশ্ব ক্রিকেটে ওর ইমপ্যাক্ট কতটা। ও শুধু নিজেকে গর্বিত করেনি, দেশকেও গর্বিত করেছে।’ তবে বিরাটের একটা মন্তব্য নিয়ে কিছুটা হলেও ক্ষুব্ধ সানি। ম্যাচ জেতার পর বিরাট বলেছিলেন সৌরভের হাত ধরেই ভারতীয় ক্রিকেট বদলের শুরু, এই মন্তব্যে একেবারেই পছন্দ হয়নি সানির। তাই তিনি বলেন, ‘বিরাট ৭০ ও ৮০ দশকটা দেখেনি। তখনও ভারত টেস্ট সিরিজ জিতেছে। ড্র করেছে।’

আরও পড়ুন - পিঙ্ক বল টেস্ট নিয়ে বিরাটকে চ্যালেঞ্জ অজি অধিনায়কের, তৈরি কোহলিও

ইডেনে টেস্ট জিতে টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে পেছনে ফেলে দিয়েছেন বিরাট। ধোনির নেতৃত্বে ২০১৩ সালে ঘরের মাঠে ভারতীয় দল টানা ছটি টেস্ট জিতেছিল। কোহলির দল সেই সংখ্যাটাকে সাতে নিয়ে গেল।  একই সঙ্গে এটা ভারতের টানা পঞ্চম টেস্ট সিরিজ জয়। ঘরের মাঠে টানা ১২তম সিরিজ জয়। সব পরিসংখ্যানের দিকে থেকেই বর্তমান টিম ইন্ডিয়া একের পর এক রেকর্ড গড়ে চলেছে। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ শেষ হওয়ার পর আগামী বছর পরবর্তী টেস্ট সিরিজ খেলতে নামবে ভারতীয় দল। নিউজিল্যান্ডের মাটিতে গিয়ে তাঁদের বিরুদ্ধে লড়াই কোহলির দলের। 

আরও পড়ুন - ইস্টবেঙ্গল-মোহনবাগান ডার্বি দেখতে চান ভারতীয় ক্রিকেটার, বললেন ইডেন বসেই
 

Share this article
click me!

Latest Videos

'উনি মুখ্যমন্ত্রী উনি যা মনে করবেন তাই করবেন' হিডকোর চেয়ারম্যান পদ যেতেই এ কী বললেন ফিরহাদ?
দেখুন কামুক প্রতিবেশীর কাণ্ড! একলা পেয়ে নাবালিকাকে নিশানা! তারপর যা হলো | Ranaghat News Today
এই সরকার সব তুলে দিয়েছে! ক্লাস টেন পাশ করলেই মোবাইল কেনো আর গেম খেলো : শুভেন্দু | Suvendu Adhikari
'দিনকাল খুব খারাপ, পাশেই বাংলাদেশ' চরম ইঙ্গিত শুভেন্দুর | Suvendu Adhikari | Bangla News |
Live : শেষ বিদায় ড. মনমোহন সিং | Last Rites of Former PM Dr. Manmohan Singh