পিঙ্ক বল টেস্ট নিয়ে বিরাটকে চ্যালেঞ্জ অজি অধিনায়কের, তৈরি কোহলিও

  • রবিবার প্রথম পিঙ্ক বলর টেস্টে জয় পেয়েছে ভারত
  • টিম ইন্ডিয়াকে চ্যালেঞ্জ অজি অধিনায়ক টিম পাইনের
  • আগামী বছর অস্ট্রেলিয়াতে পিঙ্ক বল টেস্ট খেলুক ভারত
  • বিশ্বের যে কোনও প্রান্তে খেলতে রাজি, বললেন বিরাট

Prantik Deb | Published : Nov 24, 2019 1:12 PM IST

ভারত তখনও মাঠে নেমনি। অস্ট্রেলিয়া পাকিস্তানকে হারিয়ে প্রথম টেস্ট জিতে নিয়েছে। সংবাদিক সম্মেলনে এসে অস্ট্রেলিয়ার অধিনায়ক একটা চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাটকে লক্ষ্য করে। অস্ট্রেলিয়ার অধিনায়ক বললেন, আগামী বছর ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পিঙ্ক বল টেস্ট খেলুক ভারতীয় দল। যদিও কিছুটা মজার ছলেই অজি অধিনায়ক চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্বটা ছেড়ে দিলেন বিরাটের ওপরই। পাইন বলছেন, ভারত প্রথম পিঙ্ক বল টেস্ট জিতেছে, বিরাট এখন খুশি। এই মেজাজে ও রাজি হয়ে যেতেই পারে। 

 

 

আরও পড়ুন - সচিনের টোটকায় পিঙ্ক বলে 'বিরাট' জয় ভারতের, খোলসা করলেন কোহলি

ইডেনে প্রথম পিঙ্ক বল টেস্ট জিতে ওঠার পর বিরাটকে প্রশ্ন করা হয়েছিল, ভারতীয় দল কি এবার দেশের বাইরেও পিঙ্ক বল টেস্ট খেলতে তৈরি। বিরাট বলছেন, বিশ্বের যে কোনও প্রান্তে গিয়ে পিঙ্ক বলে খেলতে রাজি তাঁরা। শুধু প্রস্তুতির পর্যাপ্ত সময় দিতে হবে। বাংলাদেশের উদাহরণ টেনে নিয়ে ভারত অধিনায়ক বলেন, ‘আমরা ঘরের মাঠে খেলেছি, এই পরিবেশ পরিস্থিতি আমরা অনেক ভাল করে জানি। কিন্তু বাংলাদেশের কাছে খেলাটা সত্যিই কঠিন ছিল। বাংলাদেশ প্রস্তুতি ম্যাচ খেলতে চেয়েছিল। আমরাও বাইরে গিয়ে ওদের মত পরিস্থিতিতে পরতে পারি। তাই একটা অনুশীলন ম্যাচ ও প্রস্তুতির পর্যাপ্ত সময় পেলে আমাদের খেলতে কোনও আপত্তি নেই।’

আরও পড়ুন - দাদার হাত ধরেই শুরু হয়েছিল এই দাপট, ঐতিহাসিক টেস্ট জিতে বললেন বিরাট

পরিস্থিতি যা বলছে তাতে আগামী বছর ভারতের অস্ট্রেলিয়া সফরে পিঙ্ক বল টেস্টের সম্ভাবনা ক্রমশ উজ্জ্বল হচ্ছে। ইডেনে পিঙ্ক বল টেস্টের সফল আয়োজন দেখে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতিকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছিলেন প্রাক্তন অজি তারকা শেন ওয়ার্ন। তিনিও দাবি তুলেছিলেন আগামী বছর গাব্বায় ভারত, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দিন রাতের টেস্ট খেলুক। এখন দেখার অস্ট্রেলিয়ার প্রস্তাবে ভারতীয় বোর্ডের সভাপতি সৌরভ ও টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি কি উত্তর দেন। 

আরও পড়ুন - পিঙ্ক বল টেস্ট নিয়ে সৌরভের বড় পরিকল্পনা, গোটা দেশেই হবে দিন-রাতের টেস্ট
 

Share this article
click me!