গাভাসকরের 'সানি' নাম তাঁর দেওয়া, সচিনকেও করিয়েছেন কোচিং, বাসু পরাঞ্জপের প্রয়াণে শোকস্তব্ধ ক্রিকেট মহল

Published : Aug 31, 2021, 12:25 PM IST
গাভাসকরের 'সানি' নাম তাঁর দেওয়া, সচিনকেও করিয়েছেন কোচিং, বাসু পরাঞ্জপের প্রয়াণে শোকস্তব্ধ ক্রিকেট মহল

সংক্ষিপ্ত

৮২ বছর বয়সে প্রয়াত ক্রিকেট গুরু বাসু পরাঞ্জপে। তিনি কোচিং করিয়েছেন ভারতীয় ক্রিকেট একাধিক কিংবদন্তীকে। বাসু পরাঞ্জপের প্রয়াণে শোকস্তব্ধ ভারতীয় ক্রিকেট মহল।  

ভারতীয় ক্রিকেটে নক্ষত্র পতন। প্রয়াত হলেন বাসু পরাঞ্জপে। ক্রিকেট কেরিয়া দীর্ঘ না হলেও কোচিংয়ে তাকে ভারতীয় ক্রিকেটের 'দ্রোনাচার্য' বলা হয়। ভারতীয় ক্রিকেটের একাধিক মহা তারকাকে প্রশিক্ষণ দিয়েছেন তিনি। সেই তালিকায় রয়েছে সুনীল গাভাস্কর,সচিন তেন্ডুলকর, দিলীপ বেঙ্গসরকার, অনিল কুম্বলে, বিনোদ কাম্বলি সহ একাধিক তারকা। ৮২ বছর বয়য়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বাসু পরাঞ্জপে। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ ক্রিকেট মহল।

বাসু পরাঞ্জপের প্রয়াণে সচিন তেন্ডুলকর স্মৃতিচারণ করে একটি চিঠি লিখেছেন। সেখানে অনুর্ধব ১৫ জাতীয় শিবিরের কথা তুলে ধরেছেন মাস্টার ব্লাস্টার। ভারতীয় দলের প্রধান কোচ রবি শাস্ত্রী লিখেছেন,'বাসু পরাঞ্জপের মৃত্যুতে আমি শোকাহত। আপনার আত্মার শান্তি কামনা করি। 'বিনোদ কাম্বলিও তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ট্যুইট করেছেন। অনিল কুম্বলে লিখেছেন,'জাতীয় শিবিরে আপনার প্রশিক্ষণ পেয়েছি। অনেক কিছু শিখেছি। আপনার অভাব অনুভব করব। ভাল থাকবেন স্যর।' শোক প্রকাশ করেছেন সুনীল গাভাসকরও। গাভাসকরকে সানি নামে অভিহিত করেছিলেন বাসু পকরাঞ্জপে।

 

 

 

 

 

 

বেশ কয়েক দিন ধরেই পার্কিনসন সহ বার্ধকজনতি নানা অসুখে ভুগছিলেন কিংবদন্তী কোচ। হাসপাতালেও ভর্তি ছিলেন তিনি। অবশেষে সোমবার প্রয়াত হন তিনি। মুম্বই ও বরোদার হয়ে মোট ২৯টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছিলেন তিনি। এরপরই সম্পুর্ণরূপে ক্রিকেট কোচিংয়ে মনোনিবেশ করেন। দীর্ঘ কোচিং কেরিয়া অনেক ইতিহাসের সাক্ষী থেকেছেন তিনি। ভারতীয় ক্রিকেটের একাধিক ব্যক্তিত্ব বাসু পরাঞ্জপের প্রয়াণে শোক প্রকাশ করেছেন। 

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: প্রথম টি-২০ ম্যাচেই বাজিমাত ভারতের, ১০১ রানে পরাজয় দক্ষিণ আফ্রিকার
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টি-২০: হার্দিক পান্ডিয়ার ঝোড়ো অর্ধশতরান, কটকে লড়াইয়ে ভারত