সুপ্রিম কোর্টে ধাক্কা খেতে পারেন সৌরভ গঙ্গোপাধ্য়ায়-জয় শাহরা, বুধে ফের মামলার শুনানি

বিসিসিআইয়ের প্রশাসনিক পদে সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav ganguly) ও জয় শাহের (Jay shah) মেয়াদ বৃদ্ধির মামলা। কুলিং অফ পদ্ধতি বন্ধ করতে খুব একটা আগ্রহী নয় সুপ্রিম কোর্ট (Supreme Court)। বুধবার ফের শুনানি। 

২০২০ সালের জুলাইতেই বিসিসিআই সভাপতি পদে মেয়াদ অনেক দিন আগেই শেষ হয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের। লোধা কমিশনের নিয়ম অনুযায়ী ৬ বছরের প্রশাসক পদে নিযুক্ত থাকার পর য কোনও ব্যক্তিকে তিন বছরের জন্য কুলিং অফে যেতে হবে। কিন্তু এই বিপদের সময় বিসিসিআই চাইছে সৌরভ এবং তার টিমই সামলাক ভারতীয় বোর্ডকে। সেই কারণেই সুপ্রিম কোর্টে ২০২৫ সাল পর্যন্ত সৌরভ গঙ্গোপাধ্যায় ও জয় শাহের মেয়াদ বৃদ্ধির জন্য আবেদন জানিয়েছিল বিসিসিআই। প্রায় ২ বছর ধরে শীর্ষ আদালতে চলছে সেই মামলা। কিন্তু সৌরভ গঙ্গোপাধ্য়ায় ও জয় শাহ জুটি আর কত দিন বিসিসিআইয়ের দায়িত্বভার সামলাতে পারবে তা নিয়ে উঠে গেল প্রশ্ন চিহ্ন। কারণ মঙ্গলবার সুপ্রিম কোর্টে এই মামলার শুনানিতে চিন্তা বাড়ল সৌরভ গঙ্গোপাধ্য়ায় ও জয় শাহদের।

বিসিসিআইয়ের মূলত দাবি ছিল কুলিং অফ-এর নিয়ম তুলে দিয়ে সৌরভ গঙ্গোপাধ্য়ায়দের মেয়াদ যাতে বাড়ানো হয়। আদালতের তরফে এ দিন বলে দেওয়া হয়, 'কুলিং অফ ছাড়া টানা ১২ বছর অনেকটা সময়। আমরা বলতে পারি রাজ্য সংস্থায় এবং বোর্ডের দায়িত্বের মাঝে ‘কুলিং অফ’ না থাকলেও হবে। কিন্তু দুই জায়গা মিলিয়ে নিজেদের সময় শেষ হওয়ার পর কুলিং অফে যেতেই হবে।' যদিও সুপ্রিম কোর্ট নিযুক্ত উকিল মনিন্দর সিং এ দিন সৌরভদের সামান্য স্বস্তি দিয়েছেন। তিনি সুপারিশ করেছেন, কোনও ব্যক্তি  রাজ্য সংস্থায় একটি টার্ম কাটালে তাঁকে বিসিসিআই-তে পরপর দুটি টার্ম কাজ করার অনুমতি দেওয়াই যায়।  কিন্তু এই যুক্তি কতটা গ্রাহ্য হবে শীর্ষ আদালতে তা নিয়ে সন্দেহ রয়েছে। আদালত যে ইঙ্গিত দিয়েছে তাতে সৌরভদের পক্ষে রায় যাওয়ার কোনও আভাস পাওয়া যায়নি। বুধবার সুপ্রিম কোর্টে ফের এই মামলার শুনানি।

Latest Videos

প্রসঙ্গত, সিএবি সভাপতি পদে থাকাকালীন ২০১৯-এর অক্টোবরে বিসিসিআই প্রেসিডডেন্ট হয়েছিলেন সৌরভ। অন্তবর্তীকালীন ১০ মাসের জন্য বিসিসিআই প্রেসিডেন্টের হিসেবে দায়িত্ব নিয়েছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক। কিন্তু নিজেরযোগ্যতা দিয়ে সৌরভ বুঝিয়ে দিয়েছিলেন তিনি এই পদের জন্য কতটা যোগ্য। তা বিসিসিআইয়ের পরিকাঠামোগত উন্নতি হোক আর ভারতের মাটিতে প্রথম দিন-রাতের টেস্ট আয়োজন , কোভিড পরিস্থিতিতে আইপিএল আয়োজন করা হোক। এছাড়া বিসিসিআইয়ের একাধিক গুরু দায়িত্বের কাজ সাফল্যের সঙ্গে সামলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় ও জয় শাহ জুটি। বুধে সুপ্রিম কোর্টের রায় কোন দিতে যায় এখন সেটাই দেখার । 

আরও পড়ুনঃবিশ্বকাপ জয়ের ভাগ্য ফেরাতে সম্পূর্ণ বদলে যাচ্ছে টিম ইন্ডিয়ার জার্সি, দেখুন সেই ঝলক

আরও পড়ুনঃসেঞ্চুরি ও ডবল সেঞ্চুরি একই টেস্ট ম্য়াচে, দেখে নিন এমন কৃতিত্ব রয়েছে কত জন ব্যাটারের

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
কেন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছিল? আসল কারন ফাঁস করলেন Suvendu Adhikari, শুনলে চমকে উঠবেন
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ | Hooghly News Today