কলকাতায় পৌঁছেই বেফাঁস কিরমানি, পন্থের বদলে ঋদ্ধিকেই বাছলেন তিনি

  • ঋষভ পন্থের উইকেট কিপিং নিয়ে মন্তব্য করলেন সৈয়দ কিরমানি
  • তাঁর মতে ঋষভ পন্থের জায়গায় টেস্টে খেলানো উচিত ঋদ্ধিমান সাহাকে
  • ঋষভের এখনও শেখা বাকি রয়েছে বলেও মনে করেন তিনি
  •  ধোনি অবসরের আগে জুনিয়রদের তৈরি করুন চেয়েছেন কিরমানি 

ঋষভ পন্থের উইকেট কিপিং নিয়ে মন্তব্য করলেন ভারতের প্রাক্তন উইকেটরক্ষক সৈয়দ কিরমানি। তিনি মনে করেন যে ঋষভ পন্থের জায়গায় টেস্টে খেলানো উচিত ঋদ্ধিমান সাহাকে। এছাড়াও ঋষভের এখনও অনেক শেখা বাকি রয়েছে বলেও মনে করেন তিনি। 

ক্যারিবিয়ান সফরের প্রথম টেস্ট ম্যাচে দলে জায়গা পায়নি ঋদ্ধিমান সাহা। চোট পাওয়ায় প্রায় এক বছর পর জাতীয় দলে ফেরত এসেছেন ঋদ্ধি। ততদিনে কিছুটা হলেও দলে নিজের জায়গা পাকা করেছে পন্থ। তবে ক্যারিবিয়ান সফরে দলে সুযোগ পেয়েও প্রথম টেস্টের দুটি ইনিংসেই ব্যর্থ হয়েছেন তিনি। প্রথম ইনিংসে ২৪ রান করেছিলেন ঋষভ। আর দ্বিতীয় ইনিংসে করেছেন মাত্র ৭ রান। এছাড়াও টি -২০ ম্যাচেও সেভাবে প্রভাবিত করতে পারেনি ঋষভের ফর্ম। 

Latest Videos

আর ঠিক এই কারনেই ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ঋদ্ধিমান সাহাকে খেলানর পরামর্শ দিয়েছেন প্রাক্তন উইকেটরক্ষক সৈয়দ কিরমানি। তিনি বলেন, এখনও অনেক শেখা বাকি আছে ঋষভের। তিনি মনে করেছেন, মাঠের সবথেকে কঠিন জায়গা উইকেটকিপিং। তাই যে কেউ এক জোড়া গ্লাভস পড়ে মাঠে নেমে গেলেই উইকেট কিপিং হয় না। তাই পারফরম্যান্সের নিরিখে বিচার করাই যুক্তিযুক্ত। সেক্ষেত্রে ঋদ্ধিকেই ১১ জনের দলে সুযোগ দেওয়ার কথা বলেছেন প্রাক্তন উইকেট রক্ষক। তিনি আরও বলেছেন যে ঋদ্ধিকে যদি দলে সুযোগ দেওয়া না হয় তাহলে ওকে দলে রাখার প্রয়োজন কি। সাহা-কেও সমান সুযোগ দেওয়ার কথা বলেছেন তিনি। 

ধোনির ভবিষ্যৎ নিয়ে জল্পনা প্রসঙ্গেও মুখ খুলেছেন কিরমানি। তিনি বলেছেন, অবসর গ্রহনের সিদ্ধান্তটা ধোনির ওপরেই ছেড়ে দেওয়া ভালো। কারণ মাহি নিজে জানেন তাঁকে কখন অবসর নিতে হবে। তবে অবসরের আগে ধোনি জুনিয়রদের তৈরি করুন এটাও চেয়েছেন কিরমানি।  

Share this article
click me!

Latest Videos

‘Hindu-দের কষ্টের সময় Mamata Banerjee-র চোখে ন্যাবা হয়ে যায়’ মমতাকে চরম তুলোধোনা Dilip Ghosh-এর
‘Trinamool Bangladeshi-দের সুবিধা করে দিচ্ছে’ বিস্ফোরক মন্তব্য Dilip Ghosh-এর, দেখুন
'তৃণমূলের মাফিয়ার কাজ করে মাসে এক কোটি কামায় পুলিশের IC', বিস্ফোরক মন্তব্য Suvendu Adhikari-র
‘Mamata Banerjee-র সরকার আমাদের সবকিছু দখল করবে’ বিস্ফোরক মন্তব্য Suvendu Adhikari-র, দেখুন
দেখে নিন Uorfi Javed-এর মাঝ আকাশে ভয়ানক স্টান্ট! #shorts #shortsvideo #shortsfeed #shortsviral