চলতি টি-২০ বিশ্বকাপের পিছু ছাড়ছে না বৃষ্টি। ইতিমধ্যেই বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছে একাধিক ম্যাচ। শুক্রবার দু'টি ম্যাচই পরিত্যক্ত হয়ে গেল।
এবারের টি-২০ বিশ্বকাপে সুপার ১২ গ্রুপ ১-এর লড়াই জমিয়ে দিল বৃষ্টি। শুনতে অবাক লাগলেও, এটাই সত্যি। এই গ্রুপের ৩টি ম্যাচে বৃষ্টির জন্য একটি বলও খেলা সম্ভব হল না। গত বুধবার নিউজিল্যান্ড-আফগানিস্তান ম্যাচে একটি বলও খেলা সম্ভব হয়নি। এরপর শুক্রবার মেলবোর্নে প্রথমে আফগানিস্তান-আয়ারল্যান্ড এবং তারপর অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচেও একটিও বল খেলা সম্ভব হল না। এর আগে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে আয়ারল্যান্ডের কাছে ডাকওয়ার্থ-লুইস নিয়মে ৫ রানে হেরে যায় ইংল্যান্ড। সুপার ১২-এর প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরে যায় অস্ট্রেলিয়া। আফগানিস্তান সুপার ১২-এ নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরে যায়। তারপর তাদের দু'টি ম্যাচই বৃষ্টির জন্য পরিত্যক্ত হয়ে গেল। ফলে এই গ্রুপ থেকে কোন দু'টি দল সেমি ফাইনালে যাবে, সেই অঙ্ক বেশ জটিল হয়ে উঠেছে। শেষ ম্যাচ না হওয়া পর্যন্ত বলা যাবে না কারা এই গ্রুপ থেকে শেষ চারে যাচ্ছে।
এদিন জোড়া ম্যাচ পরিত্যক্ত হয়ে যাওয়ার পর এখন টি-২০ বিশ্বকাপে সুপার ১২ গ্রুপ ১-এর শীর্ষে নিউজিল্যান্ড। ২ ম্যাচ খেলে কিউয়িদের পয়েন্ট ৩। তারা একটি ম্যাচ জিতেছে এবং একটি ম্যাচে পয়েন্ট ভাগ করে নিয়েছে। এই গ্রুপের দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ডের পয়েন্ট ৩ ম্যাচে ৩। ইংরেজরা একটি ম্যাচ জিতেছে, একটি ম্যাচ হেরেছে এবং তাদের একটি ম্যাচ বৃষ্টির জন্য পরিত্যক্ত হয়ে গিয়েছে। তৃতীয় স্থানে থাকা আয়ারল্যান্ডের পয়েন্ট ৩ ম্যাচে ৩। আইরিশরাও একটি করে ম্যাচ জিতেছে, হেরেছে এবং বৃষ্টির জন্য খেলা সম্ভব হয়নি। রান রেটে পিছিয়ে থাকায় চতুর্থ স্থানে অস্ট্রেলিয়া। অ্যারন ফিঞ্চের দল প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরে গেলেও, পরের ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে দেয়। শুক্রবার ইংল্যান্ডের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার ম্যাচটি হল না। গ্রুপের পঞ্চম স্থানে থাকা শ্রীলঙ্কা ২ ম্যাচে ২ পয়েন্ট পেয়েছে। তারা একটি ম্যাচ জিতেছে এবং একটি ম্যাচ হেরেছে। সবার শেষে থাকা আফগানিস্তান ৩ ম্যাচ খেলে ২ পয়েন্ট পেয়েছে। তারা একটি ম্যাচ হেরেছে এবং দু'টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। ফলে অঙ্কের হিসেবে এই গ্রুপ থেকে এখন সব দলেরই সেমি ফাইনালে যাওয়ার সুযোগ রয়েছে। পরের ম্যাচগুলির ফলে গুরুত্বপূর্ণ হতে চলেছে।
অন্যদিকে, সুপার ১২ গ্রুপ ২-এর শীর্ষে ভারত। শেষ চারে যাওয়ার লড়াইয়ে ভারতের সঙ্গে আছে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবোয়ে।