ভারতের টপ অর্ডার দুর্দান্ত, এটা ভাল লক্ষণ, প্রশংসায় ইনজামাম

Published : Oct 29, 2022, 03:01 PM ISTUpdated : Oct 29, 2022, 03:26 PM IST
ভারতের টপ অর্ডার দুর্দান্ত, এটা ভাল লক্ষণ, প্রশংসায় ইনজামাম

সংক্ষিপ্ত

টি-২০ বিশ্বকাপে শোচনীয় ফলের জন্য পাকিস্তানের বেশিরভাগ প্রাক্তন ক্রিকেটারই তাঁদের দলের সমালোচনায় সরব। এরই মধ্যে ভারতীয় দলের ব্যাটিংয়ের তারিফ করলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ইনজামাম উল-হক।

চলতি টি-২০ বিশ্বকাপে এখনও পর্যন্ত দু'টি ম্যাচ খেলেছে ভারত। এই দু'টি ম্যাচ মিলিয়ে বড় রান পেয়েছেন ভারতের চারজন ব্যাটার। তাঁরা হলেন বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, রোহিত শর্মা ও সূর্যকুমার যাদব। বাকিরা এখনও বড় রান না পেলেও, ভারতীয় দলের টানা ২ ম্যাচ জিততে কোনও সমস্যাই হয়নি। এতেই ভারতীয় দলের গভীরতা বোঝা যায়। কে এল রাহুল, দীনেশ কার্তিকরা ফর্মে ফিরলে দলের শক্তি বাড়বে। রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেলরাও প্রয়োজনের সময় দলের জন্য গুরুত্বপূর্ণ রান করতে পারেন। তবে ভারতীয় দলের সবচেয়ে বড় শক্তি টপ অর্ডার। রাহুল এবারের টি-২০ বিশ্বকাপে এখনও পর্যন্ত বড় রান না পেলেও, তাঁর ব্যাটিং দক্ষতা নিয়ে কারও মনেই প্রশ্ন নেই। রাহুল সমালোচিত হচ্ছেন লড়াই করার মানসিকতা দেখাতে না পারার জন্য। তিনি ক্রিজে টিকে থাকতে পারছেন না। তার ফলেই সমস্যায় পড়ছে দল। রোহিত, বিরাট, সূর্যকুমার, হার্দিক পরিস্থিতি সামাল দিচ্ছেন বলে ভারতীয় দল এখন ভাল জায়গায়। ভারতের সেরা ব্যাটারদের এই পারফরম্যান্স ও মানসিকতার প্রশংসা করেছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ইনজামাম উল-হক।

রবিবার টি-২০ বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে ভারতীয় দল। তার আগে নিজের ইউটিউব চ্যানেলে আপলোড করা একটি ভিডিওতে বিরাট, সূর্যকুমারদের প্রশংসা করে ইনজামাম বলেছেন, “সূর্যকুমার মাত্র ২৫ বলে ৫০ রান করল। বিরাট এমন একজন খেলোয়াড়, ও যদি ফর্মে থাকে তাহলে দলকে ম্যাচ জিতিয়ে দেবে। ক্রিকেটে এই ব্যাপারগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্রিকেটাররা যখন ভাল খেলছে এবং দল জিতছে, তার মানে সব কাজ ঠিকমতো হচ্ছে। বিরাটকে দেখে মনে হচ্ছে ও ভাল ফর্মে আছে। ও ভাল ব্যাটিং করছে আর দলকে ম্যাচ জেতাচ্ছে। এগুলো ভারতীয় দলের জন্য ভাল লক্ষণ। রোহিতও ৫০ রান করেছে। ভারতের টপ অর্ডারকে দেখে অত্যন্ত শক্তিশালী ও জমাট বলে মনে হচ্ছে। এবারের টি-২০ বিশ্বকাপে যত দল খেলছে, তার মধ্যে ভারত ও দক্ষিণ আফ্রিকার টপ অর্ডারকেই সবচেয়ে ভাল বলে মনে হচ্ছে। হার্দিকও লোয়ার অর্ডারে ব্যাটিং করতে নেমে দলের জন্য গুরুত্বপূর্ণ রান করছে।”

এবারের টি-২০ বিশ্বকাপে বিরাট এখনও পর্যন্ত অপরাজিত। পাকিস্তানের বিরুদ্ধে তিনি ৮২ রান করেন এবং নেদারল্যান্ডসের বিরুদ্ধে করেন ৬২ রান। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচেও জয়ের জন্য তাঁর দিকেই তাকিয়ে দল।

আরও পড়ুন- 

টি-২০ ক্রিকেটকে বৈধতা দিল বিরাটের ইনিংস, প্রশংসায় গ্রেগ চ্যাপেল 

 

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের সময় কেমন থাকবে পারথের আবহাওয়া? 

 

বিরাট-সূর্যকুমারকে দেখে শেখো, বাবরদের কড়া সমালোচনায় সলমন বাট

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

India vs South Africa T20: দল থেকে বাদ হর্ষিত রানা? দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে ভারতের সম্ভাব্য একাদশ
India vs South Africa T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শুরু কবে, খেলা দেখবেন কোথায়?