রবিবার টি-২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান লড়াই। উত্তেজনায় টগবগ করে ফুটছেন ক্রিকেটপ্রেমীরা। তার আগে দেখে নেওয়া যাক মেলবোর্নে আন্তর্জাতিক টি-২০ ম্যাচের রেকর্ড।
প্রায় এক দশক ধরে দ্বিপাক্ষিক সিরিজ খেলে না ভারত-পাকিস্তান। ফলে বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি বা এশিয়া কাপের মতো বহুদেশীয় প্রতিযোগিতাতেই এই দুই দল পরস্পরের মুখোমুখি হয়। গত বছরের টি-২০ বিশ্বকাপে ভারত-পাক লড়াই হয়েছিল। এরপর সম্প্রতি এশিয়া কাপে ফের ভারত-পাক ম্যাচ হয়। তারপর রবিবার টি-২০ বিশ্বকাপে ভারত-পাক লড়াই হতে চলেছে। অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে হবে এই ম্যাচ। টি-২০ বিশ্বকাপে এই নিয়ে সপ্তমবার মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। এর আগে ৬টি ম্যাচের মধ্যে প্রথম ৫টিতেই জয় পেয়েছে ভারত। শুধু ২০২১ সালের টি-২০ বিশ্বকাপে জয় পায় পাকিস্তান। ফলে এবার বিরাট কোহলি-রোহিত শর্মাদের সামনে বদলা নেওয়ার চ্যালেঞ্জ। তবে ভারতীয় দলের কাজটা মোটেই সহজ নয়। পাকিস্তানের ক্রিকেটাররা ফের জয় ছিনিয়ে নিতে মরিয়া হয়ে মাঠে নামবেন। তবে মেলবোর্নে আন্তর্জাতিক টি-২০ ম্যাচে ভারতের রেকর্ড বেশ ভাল। এখনও পর্যন্ত এই মাঠে চারটি টি-২০ ম্যাচ খেলেছে ভারতীয় দল। তার মধ্যে জয় এসেছে দু'টি ম্যাচে, হার একটি ম্যাচে এবং একটি ম্যাচ পরিত্যক্ত হয়ে যায়।
আন্তর্জাতিক টি-২০ ম্যাচে এখনও পর্যন্ত ১১ বার মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। তার মধ্যে ৮টি ম্যাচে জয় পেয়েছে ভারত। ৩ ম্যাচে জয় পেয়েছে পাকিস্তান। ফলে রেকর্ড ভারতের পক্ষে। ভারতীয় ক্রিকেটাররা যদি নিজেদের দক্ষতা অনুযায়ী খেলতে পারেন, তাহলে জয় পেতে সমস্যা হওয়ার কথা নয়।
মেলবোর্নে এখনও পর্যন্ত পুরুষ ও মহিলাদের আন্তর্জাতিক টি-২০ মিলিয়ে মোট ১৮টি ম্যাচ হয়েছে। তার মধ্যে পুরুষদের আন্তর্জাতিক টি-২০ ম্যাচের সংখ্যা ১৫। আয়োজক দেশ অস্ট্রেলিয়া ১৪টি ম্যাচ খেলেছে। তার মধ্যে অজিদের জয় ৯টি ম্যাচে এবং হার ৫ ম্যাচে। একটি ম্যাচ হয়নি।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড লম্বায় ১৭১ মিটার এবং চওড়ায় ১৪৬ মিটার। এই মাঠে যে দল প্রথমে ব্যাটিং করেছে, তারা জয় পেয়েছে ৭ ম্যাচে। প্রথমে ফিল্ডিং করে জয় এসেছে ১০ ম্যাচে। মেলবোর্নে টি-২০ ম্যাচে সর্বোচ্চ স্কোর ৪ উইকেটে ১৮৪ এবং সর্বনিম্ন স্কোর ৭৪। এই মাঠে সর্বনিম্ন স্কোর ভারতেরই। ২০১৭ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রান তাড়া করতে নেমে ৫ উইকেটে ১৭২ রান তুলে ম্যাচ জিতে নেয় শ্রীলঙ্কা। এটাই এমসিজি-তে রান তাড়া করে জয়ের সর্বোচ্চ রেকর্ড। ২০১০ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তানকে ২ রানে হারিয়ে দেয় অস্ট্রেলিয়া। তার প্রায় ১৩ বছর পর ফের মেলবোর্নে খেলতে নামছে পাকিস্তান।
আরও পড়ুন-