সংক্ষিপ্ত
রবিবার অস্ট্রেলিয়ার মেলবোর্নে টি-২০ বিশ্বকাপে সুপার ১২-এর ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামছে ভারত। সাম্প্রতিক হারের বদলা নেওয়ার লড়াই ভারতের।
রবিবার চলতি টি-২০ বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে নামছে ভারত-পাকিস্তান। সুপার ১২ গ্রুপ ২-এর এই ম্যাচ ঘিরে তৈরি হয়েছে উত্তেজনা। ভারত-পাকিস্তান ম্যাচে তো উত্তেজনা থাকবেই। শেষ সাক্ষাৎকারে ভারতকে হারিয়ে দিয়েছে পাকিস্তান। ফলে বাড়তি আত্মবিশ্বাস নিয়ে খেলতে নামতে পারেন বাবর আজম, শাহিন আফ্রিদিরা। তবে রোহিত শর্মা, বিরাট কোহলিরাও যথেষ্ট অভিজ্ঞ। তাঁরা জানেন, কীভাবে বড় মঞ্চে জ্বলে উঠতে হয়। দু'দলের ক্রিকেটাররাই এই ম্যাচের গুরুত্ব জানেন। ফলে রবিবার এমসিজি-তে জোর টক্কর হতে পারে। গতবার টি-২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে প্রথম জয় পেয়েছে পাকিস্তান। যে কোনও বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের রেকর্ড অসাধারণ। সেই রেকর্ড আরও ভাল করাই মহম্মদ শামি, ভুবনেশ্বর কুমারদের লক্ষ্য। তবে পাকিস্তানও জয়ের লক্ষ্যেই মাঠে নামবে। হাসান আলি, ফকর জামান, মহম্মদ রিজওয়ানরা কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিতে তৈরি। চাপমুক্ত হয়ে যে দল নিজেদের কাজটা ঠিকমতো করতে পারবে, তারাই শেষপর্যন্ত জয় পাবে।
রবিবার অবশ্য মেলবোর্নে খেলা পণ্ড করে দিতে পারে বৃষ্টি। টানা তিনদিন বৃষ্টি হওয়ার পর শনিবার বৃষ্টি থেমেছে বটে, কিন্তু রবিবার ম্যাচের সময় ফের ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। এই ম্যাচের জন্য কোনও রিজার্ভ ডে-র ব্যবস্থা রাখেননি আয়োজকরা। ফলে বৃষ্টির জন্য যদি কোনওভাবেই খেলা সম্ভব না হয়, তাহলে পয়েন্ট ভাগাভাগি করে নিতে হবে দু'দলকে। তবে সেটা হলে সবচেয়ে বেশি হতাশ হবেন ক্রিকেটপ্রেমীরা। কারণ, এখন ভারত-পাকিস্তান ম্যাচ তো খুব বেশি হয় না। তাই এই একটি ম্যাচ কোনওভাবেই দেখার সুযোগ নষ্ট করতে নারাজ ক্রিকেটপ্রেমীরা।
দু'দল অবশ্য আবহাওয়ার পূর্বাভাস নিয়ে এখন থেকে না ভেবে ম্যাচ হওয়ার আশায় দল গুছিয়ে নিচ্ছে। দু'দলেরই প্রস্তুতি প্রায় সারা। ভারতীয় দলে থাকতে পারেন অধিনায়ক রোহিত, কে এল রাহুল, বিরাট, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, দীনেশ কার্তিক, অক্ষর প্যাটেল, যুজবেন্দ্র চাহাল, ভুবনেশ্বর কুমার, মহম্মদ শামি ও আর্শদীপ সিং। ফলে পাঁচ ব্যাটার, একজন অলরাউন্ডার ও পাঁচ বোলারে দল সাজাতে পারে ভারত। দুই স্পিনার অক্ষর ও চাহাল। তিন পেসার শামি, ভুবনেশ্বর ও আর্শদীপ।
পাকিস্তান দলে থাকতে পারেন অধিনায়ক বাবর, রিজওয়ান, ফকর, ইফতিকার আহমেদ, হায়দার আলি, আসিফ আলি, মহম্মদ নওয়াজ, শাদাব খান, হ্যারিস রউফ, শাহিন ও নাসিম শাহ।
বৃষ্টির জন্য যদি ওভার সংখ্যা কমে যায়, তাহলে ডাকওয়ার্থ-লুইস সিস্টেমে টার্গেট ঠিক হতে পারে। তাই টস গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। যে দল প্রথমে ফিল্ডিং করবে, তারা বাড়তি সুবিধা পেতে পারে।
আরও পড়ুন-
অস্ট্রেলিয়াকে ৮৯ রানে উড়িয়ে টি-২০ বিশ্বকাপ শুরু নিউজিল্যান্ডের
ফের পাকিস্তানের বিরুদ্ধে জ্বলে উঠবেন বিরাট?