মেলবোর্নে টি-২০ ম্যাচে কে এগিয়ে, ভারত না পাকিস্তান?

রবিবার টি-২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান লড়াই। উত্তেজনায় টগবগ করে ফুটছেন ক্রিকেটপ্রেমীরা। তার আগে দেখে নেওয়া যাক মেলবোর্নে আন্তর্জাতিক টি-২০ ম্যাচের রেকর্ড।

প্রায় এক দশক ধরে দ্বিপাক্ষিক সিরিজ খেলে না ভারত-পাকিস্তান। ফলে বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি বা এশিয়া কাপের মতো বহুদেশীয় প্রতিযোগিতাতেই এই দুই দল পরস্পরের মুখোমুখি হয়। গত বছরের টি-২০ বিশ্বকাপে ভারত-পাক লড়াই হয়েছিল। এরপর সম্প্রতি এশিয়া কাপে ফের ভারত-পাক ম্যাচ হয়। তারপর রবিবার টি-২০ বিশ্বকাপে ভারত-পাক লড়াই হতে চলেছে। অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে হবে এই ম্যাচ। টি-২০ বিশ্বকাপে এই নিয়ে সপ্তমবার মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। এর আগে ৬টি ম্যাচের মধ্যে প্রথম ৫টিতেই জয় পেয়েছে ভারত। শুধু ২০২১ সালের টি-২০ বিশ্বকাপে জয় পায় পাকিস্তান। ফলে এবার বিরাট কোহলি-রোহিত শর্মাদের সামনে বদলা নেওয়ার চ্যালেঞ্জ। তবে ভারতীয় দলের কাজটা মোটেই সহজ নয়। পাকিস্তানের ক্রিকেটাররা ফের জয় ছিনিয়ে নিতে মরিয়া হয়ে মাঠে নামবেন। তবে মেলবোর্নে আন্তর্জাতিক টি-২০ ম্যাচে ভারতের রেকর্ড বেশ ভাল। এখনও পর্যন্ত এই মাঠে চারটি টি-২০ ম্যাচ খেলেছে ভারতীয় দল। তার মধ্যে জয় এসেছে দু'টি ম্যাচে, হার একটি ম্যাচে এবং একটি ম্যাচ পরিত্যক্ত হয়ে যায়।

Latest Videos

আন্তর্জাতিক টি-২০ ম্যাচে এখনও পর্যন্ত ১১ বার মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। তার মধ্যে ৮টি ম্যাচে জয় পেয়েছে ভারত। ৩ ম্যাচে জয় পেয়েছে পাকিস্তান। ফলে রেকর্ড ভারতের পক্ষে। ভারতীয় ক্রিকেটাররা যদি নিজেদের দক্ষতা অনুযায়ী খেলতে পারেন, তাহলে জয় পেতে সমস্যা হওয়ার কথা নয়। 


মেলবোর্নে এখনও পর্যন্ত পুরুষ ও মহিলাদের আন্তর্জাতিক টি-২০ মিলিয়ে মোট ১৮টি ম্যাচ হয়েছে। তার মধ্যে পুরুষদের আন্তর্জাতিক টি-২০ ম্যাচের সংখ্যা ১৫। আয়োজক দেশ অস্ট্রেলিয়া ১৪টি ম্যাচ খেলেছে। তার মধ্যে অজিদের জয় ৯টি ম্যাচে এবং হার ৫ ম্যাচে। একটি ম্যাচ হয়নি। 


মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড লম্বায় ১৭১ মিটার এবং চওড়ায় ১৪৬ মিটার। এই মাঠে যে দল প্রথমে ব্যাটিং করেছে, তারা জয় পেয়েছে ৭ ম্যাচে। প্রথমে ফিল্ডিং করে জয় এসেছে ১০ ম্যাচে। মেলবোর্নে টি-২০ ম্যাচে সর্বোচ্চ স্কোর ৪ উইকেটে ১৮৪ এবং সর্বনিম্ন স্কোর ৭৪। এই মাঠে সর্বনিম্ন স্কোর ভারতেরই। ২০১৭ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রান তাড়া করতে নেমে ৫ উইকেটে ১৭২ রান তুলে ম্যাচ জিতে নেয় শ্রীলঙ্কা। এটাই এমসিজি-তে রান তাড়া করে জয়ের সর্বোচ্চ রেকর্ড। ২০১০ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তানকে ২ রানে হারিয়ে দেয় অস্ট্রেলিয়া। তার প্রায় ১৩ বছর পর ফের মেলবোর্নে খেলতে নামছে পাকিস্তান।

আরও পড়ুন-

টি-২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তানের সবচেয়ে উত্তেজক ম্যাচ কোনটি? 

 

টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের রেকর্ড কতটা উজ্জ্বল? 

 

রবিবার মেলবোর্নে মহারণ, পাকিস্তানের বিরুদ্ধে বদলা নিতে তৈরি ভারত 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
Narendra Modi : 'কুয়েত যেন মিনি হিন্দুস্তান', কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?
Narendra Modi : কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী