লড়লেন একা লিটন, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শোচনীয় হার বাংলাদেশের

টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে জয়ের পর দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে বড় ব্যবধানে হেরে গেল বাংলাদেশ। এই হারের ফলে চাপে পড়ে গেলেন শাকিব আল-হাসানরা।

Web Desk - ANB | Published : Oct 27, 2022 6:41 AM IST / Updated: Oct 27 2022, 12:34 PM IST

দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলের বিরুদ্ধে ২০৬ রানের টার্গেট তাড়া করে জেতা বাংলাদেশের কাছে অত্যন্ত কঠিন ছিল। কোনও ব্যাটার অতিমানবীয় ইনিংস না খেললে জেতা সম্ভব ছিল না। লিটন দাস ছাড়া বাংলাদেশের আর কোনও ব্যাটার লড়াই করতে পারলেন না। সৌম্য সরকার লিটনকে কিছুটা সাহায্য করেন। বাকিরা কেউই বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেননি। ফলে যা হওয়ার সেটাই হল। দক্ষিণ আফ্রিকার ৫ উইকেটে ২০৫ রানের জবাবে বাংলাদেশ ১৬.৩ ওভারে ১০১ রানে অলআউট হয়ে গেল। দক্ষিণ আফ্রিকা ১০৪ রানে ম্যাচ জিতে নিল। এই জয়ের ফলে দক্ষিণ আফ্রিকার ২ ম্যাচে ৩ পয়েন্ট হল। ম্যাচ হেরে বাংলাদেশ ২ ম্যাচে ২ পয়েন্টেই থেকে গেল।

এদিন টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তিনিই কুইন্টন ডি ককের সঙ্গে ওপেন করতে নামেন। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক অবশ্য রান পাননি। তিনি ৬ বল খেলে মাত্র ২ রান করেই ফিরে যান। এরপর ডি ককের সঙ্গে জুটি বাঁধেন রিলি রসুউ। এই দুই ব্যাটার ১৬৮ রান যোগ করেন। ডি কক ৩৮ বলে ৬৩ এবং রসুউ ৫৬ বলে ১০৯ রান করেন। এই জুটিই প্রোটিয়াদের বড় স্কোরে পৌঁছে দেয়। আর কোনও ব্যাটারই বড় রান পাননি। ট্রিস্টান স্টাবস ৭ ও এইডেন মার্করাম ১০ রান করেন। ডেভিড মিলার ২ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশের হয়ে ৩৩ রান দিয়ে ২ উইকেট নেন শাকিব আল-হাসান। একটি করে উইকেট নেন তাসকিন আমহেদ, হাসান মাহমুদ ও আফিফ হোসেন।

Latest Videos

রান তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে ছিল বাংলাদেশ। নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে। দলের ২৬ রানের মাথায় প্রথম আউট হন সৌম্য (১৫)। স্কোরবোর্ডে ২ রান যোগ হতে না হতেই ফিরে যান নাজমুল হোসেন শান্ত (৯)। শাকিব করেন মাত্র ১ রান। আফিফও ১ রান করেন। মেহদি হাসান মিরাজ করেন ১১ রান। মোসাদ্দেক হোসেন ০ রানে আউট হয়ে যান। নুরুল হাসান করেন ২ রান। তাসকিন ১০ রান করেন। হাসান কোনও রান করার আগেই রান আউট হয়ে যান। মুস্তাফিজুর রহমান ৯ রানে অপরাজিত থাকেন। দক্ষিণ আফ্রিকার হয়ে ১০ রান দিয়ে ৪ উইকেট নেন অ্যানরিখ নর্তিয়ে।২০ রান দিয়ে ৩ উইকেট নেন তাবরাইজ শামসি। কাগিসো রাবাডা ও কেসভ মহারাজ ১ উইকেট করে নেন।

আরও পড়ুন-

ভারতের ম্যাচে বিঘ্ন ঘটাবে না বৃষ্টি, আশ্বাস আবহাওয়া দফতরের 

 

টি-২০ বিশ্বকাপে ভারতের সেমি ফাইনালে যাওয়ার অঙ্ক কী? 

 

টি-২০ থেকে অবসর নিন বিরাট, পরামর্শ শোয়েব আখতারের

Share this article
click me!

Latest Videos

RG Kar কাণ্ডে আবারও একাধিক কর্মসূচির ডাক জুনিয়র ডাক্তারদের! আসন্ন মিছিলে অংশগ্রহনের আবেদন | RG Kar
কল্যাণী এইমসে নিয়োগ নেই স্থানীয়দের, বিজেপি সাংসদকে ঘিরে বিক্ষোভ বিজেপি কর্মীদেরই
লক্ষাধিক ভক্তদের সঙ্গে নিরঞ্জনের পথে Shantipur-এর কালী! নজর কাড়লো মহিষখাগি মাতার বিসর্জন!
'ওদের টার্গেট মহিলা আর হিন্দু' তৃণমূল বিধায়কদের উপর হামলার কড়া প্রতিক্রিয়া শুভেন্দুর
'তৃণমূল সরকার মানুষকে পরিষেবা দিতে ব্যর্থ তাই পথে নেমে পড়েছে রাজ্য়পাল', মন্তব্য শমীক ভট্টাচার্যের