লড়লেন একা লিটন, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শোচনীয় হার বাংলাদেশের

টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে জয়ের পর দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে বড় ব্যবধানে হেরে গেল বাংলাদেশ। এই হারের ফলে চাপে পড়ে গেলেন শাকিব আল-হাসানরা।

দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলের বিরুদ্ধে ২০৬ রানের টার্গেট তাড়া করে জেতা বাংলাদেশের কাছে অত্যন্ত কঠিন ছিল। কোনও ব্যাটার অতিমানবীয় ইনিংস না খেললে জেতা সম্ভব ছিল না। লিটন দাস ছাড়া বাংলাদেশের আর কোনও ব্যাটার লড়াই করতে পারলেন না। সৌম্য সরকার লিটনকে কিছুটা সাহায্য করেন। বাকিরা কেউই বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেননি। ফলে যা হওয়ার সেটাই হল। দক্ষিণ আফ্রিকার ৫ উইকেটে ২০৫ রানের জবাবে বাংলাদেশ ১৬.৩ ওভারে ১০১ রানে অলআউট হয়ে গেল। দক্ষিণ আফ্রিকা ১০৪ রানে ম্যাচ জিতে নিল। এই জয়ের ফলে দক্ষিণ আফ্রিকার ২ ম্যাচে ৩ পয়েন্ট হল। ম্যাচ হেরে বাংলাদেশ ২ ম্যাচে ২ পয়েন্টেই থেকে গেল।

এদিন টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তিনিই কুইন্টন ডি ককের সঙ্গে ওপেন করতে নামেন। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক অবশ্য রান পাননি। তিনি ৬ বল খেলে মাত্র ২ রান করেই ফিরে যান। এরপর ডি ককের সঙ্গে জুটি বাঁধেন রিলি রসুউ। এই দুই ব্যাটার ১৬৮ রান যোগ করেন। ডি কক ৩৮ বলে ৬৩ এবং রসুউ ৫৬ বলে ১০৯ রান করেন। এই জুটিই প্রোটিয়াদের বড় স্কোরে পৌঁছে দেয়। আর কোনও ব্যাটারই বড় রান পাননি। ট্রিস্টান স্টাবস ৭ ও এইডেন মার্করাম ১০ রান করেন। ডেভিড মিলার ২ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশের হয়ে ৩৩ রান দিয়ে ২ উইকেট নেন শাকিব আল-হাসান। একটি করে উইকেট নেন তাসকিন আমহেদ, হাসান মাহমুদ ও আফিফ হোসেন।

Latest Videos

রান তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে ছিল বাংলাদেশ। নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে। দলের ২৬ রানের মাথায় প্রথম আউট হন সৌম্য (১৫)। স্কোরবোর্ডে ২ রান যোগ হতে না হতেই ফিরে যান নাজমুল হোসেন শান্ত (৯)। শাকিব করেন মাত্র ১ রান। আফিফও ১ রান করেন। মেহদি হাসান মিরাজ করেন ১১ রান। মোসাদ্দেক হোসেন ০ রানে আউট হয়ে যান। নুরুল হাসান করেন ২ রান। তাসকিন ১০ রান করেন। হাসান কোনও রান করার আগেই রান আউট হয়ে যান। মুস্তাফিজুর রহমান ৯ রানে অপরাজিত থাকেন। দক্ষিণ আফ্রিকার হয়ে ১০ রান দিয়ে ৪ উইকেট নেন অ্যানরিখ নর্তিয়ে।২০ রান দিয়ে ৩ উইকেট নেন তাবরাইজ শামসি। কাগিসো রাবাডা ও কেসভ মহারাজ ১ উইকেট করে নেন।

আরও পড়ুন-

ভারতের ম্যাচে বিঘ্ন ঘটাবে না বৃষ্টি, আশ্বাস আবহাওয়া দফতরের 

 

টি-২০ বিশ্বকাপে ভারতের সেমি ফাইনালে যাওয়ার অঙ্ক কী? 

 

টি-২০ থেকে অবসর নিন বিরাট, পরামর্শ শোয়েব আখতারের

Share this article
click me!

Latest Videos

বড়দিনের সন্ধ্যায় কলকাতার পার্ক স্ট্রিটে জনজোয়ার | Park Street Christmas | Kolkata News
Daily Horoscope: ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার এই ব্যক্তিদের দিনটি ভালো যাবে, জেনে নিন আজকের রাশিফল
সত্যিই একটা জিনিস বটে! ক্যানিং থেকে গ্রেপ্তার তরুণী পরিচারিকা | Canning News | Bangla News
Suvendu Adhikari Live : কোলাঘাটের মঞ্চে বিস্ফোরক ভাষণ শুভেন্দু অধিকারীর, সরাসরি | Bangla News
Suvendu Adhikari: হিন্দুদের ভোটার আইকার্ড কেড়ে নেওয়ার ষড়যন্ত্র, এ কী বলছেন শুভেন্দু