টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের রেকর্ড কতটা উজ্জ্বল?

টেস্ট বা ওডিআই ম্যাচে মুখোমুখি লড়াইয়ে ভারতের বিরুদ্ধে এগিয়ে পাকিস্তান। টি-২০ ম্যাচের পরিসংখ্যান কাদের পক্ষে?

২০২১ পর্যন্ত বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে একটি ম্যাচেও জয় পায়নি পাকিস্তান। গতবার টি-২০ বিশ্বকাপে প্রথমবার ভারতকে হারিয়ে দেন বাবর আজম-মহম্মদ রিজওয়ানরা। সেই ম্যাচে ১০ উইকেটে জয় পায় পাকিস্তান। ভারত প্রথমে ব্যাটিং করতে নেমে ৭ উইকেটে ১৫১ রান করে। তৎকালীন অধিনায়ক বিরাট কোহলি করেন ৫৭ রান। ঋষভ পন্থ করেন ৩৯ রান। পাকিস্তানের হয়ে ৩১ রান দিয়ে ৩ উইকেট নেন শাহিন আফ্রিদি। ৪৪ রান দিয়ে ২ উইকেট নেন হাসান আলি। একটি করে উইকেট নেন শাদাব খান ও হ্যারিস রউফ। রান তাড়া করতে নেমে ৭৯ রানে অপরাজিত থাকেন রিজওয়ান। ৬৮ রানে অপরাজিত থাকেন বাবর। এই ম্যাচটির আগে পর্যন্ত অবশ্য টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে সব ম্যাচেই জয় পেয়েছে ভারত। টি-২০ বিশ্বকাপে এখনও পর্যন্ত ভারত-পাকিস্তানের মোট ম্যাচ হয়েছে ৬। ভারতীয় দল জয় পেয়েছে ৫ ম্যাচে। তার মধ্যে ভারতের একটি জয় বোল আউটে। ২০০৭ সালের ১৪ সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকার ডারবানে প্রথম টি-২০ বিশ্বকাপের সেই ম্যাচ টাই হয়। এরপর বোল আউটে জয় পায় মহেন্দ্র সিং ধোনির দল। সেই বিশ্বকাপের ফাইনালে ফের ভারত-পাক লড়াই হয়। ৫ রানে জয় পায় ভারতীয় দল। 

Latest Videos

প্রথম টি-২০ বিশ্বকাপের পর ফের এই প্রতিযোগিতায় ভারত-পাক লড়াই হয় ২০১২ সালে। সেই ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে ১২৮ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। ৮ উইকেটে জয় পায় ভারত। বিরাট ৭৮ রানে অপরাজিত থাকেন। ২০১৪ সালের টি-২০ বিশ্বকাপেও পাকিস্তানকে সহজেই হারিয়ে দেয় ভারত। সেই ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে ৭ উইকেটে ১৩০ রান করে পাকিস্তান। ৩ উইকেট হারিয়ে সেই রান টপকে যায় ভারত। এরপর ২০১৬ সালের টি-২০ বিশ্বকাপেও পাকিস্তানকে হারিয়ে দেয় ভারত। সেই ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১১৮ রান করে পাকিস্তান। ৪ উইকেট হারিয়েই জয় পায় ভারতীয় দল।

টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে কোনও একটি ম্যাচে ভারতের সর্বোচ্চ রান ১৫৭। এই প্রতিযোগিতায় কোনও একটি ম্যাচে পাকিস্তানের সর্বোচ্চ রান ১৫২। টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে কোনও একটি ম্যাচে ভারতের সর্বনিম্ন স্কোর ১১৯। এই টুর্নামেন্টে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সর্বনিম্ম স্কোর ১১৮। পাকিস্তানের বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপে ভারতের সবচেয়ে বড় ব্যবধানে জয় ৮ উইকেটে। পাকিস্তানের সর্বোচ্চ ব্যবধানে জয় ১০ উইকেটে।

আরও পড়ুন-

মেলবোর্নের আবহাওয়া নিয়ে শঙ্কা, ম্যাচ পণ্ড করবে বৃষ্টি! 

 

বিরাট-রোহিতের সঙ্গে বাবর-রিজওয়ানের লড়াই, পার্থক্য গড়বেন শামি? 

 

সামলাতে হবে শাহিন আফ্রিদিকে, তৈরি হচ্ছেন রোহিত শর্মা

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari