টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের রেকর্ড কতটা উজ্জ্বল?

টেস্ট বা ওডিআই ম্যাচে মুখোমুখি লড়াইয়ে ভারতের বিরুদ্ধে এগিয়ে পাকিস্তান। টি-২০ ম্যাচের পরিসংখ্যান কাদের পক্ষে?

২০২১ পর্যন্ত বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে একটি ম্যাচেও জয় পায়নি পাকিস্তান। গতবার টি-২০ বিশ্বকাপে প্রথমবার ভারতকে হারিয়ে দেন বাবর আজম-মহম্মদ রিজওয়ানরা। সেই ম্যাচে ১০ উইকেটে জয় পায় পাকিস্তান। ভারত প্রথমে ব্যাটিং করতে নেমে ৭ উইকেটে ১৫১ রান করে। তৎকালীন অধিনায়ক বিরাট কোহলি করেন ৫৭ রান। ঋষভ পন্থ করেন ৩৯ রান। পাকিস্তানের হয়ে ৩১ রান দিয়ে ৩ উইকেট নেন শাহিন আফ্রিদি। ৪৪ রান দিয়ে ২ উইকেট নেন হাসান আলি। একটি করে উইকেট নেন শাদাব খান ও হ্যারিস রউফ। রান তাড়া করতে নেমে ৭৯ রানে অপরাজিত থাকেন রিজওয়ান। ৬৮ রানে অপরাজিত থাকেন বাবর। এই ম্যাচটির আগে পর্যন্ত অবশ্য টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে সব ম্যাচেই জয় পেয়েছে ভারত। টি-২০ বিশ্বকাপে এখনও পর্যন্ত ভারত-পাকিস্তানের মোট ম্যাচ হয়েছে ৬। ভারতীয় দল জয় পেয়েছে ৫ ম্যাচে। তার মধ্যে ভারতের একটি জয় বোল আউটে। ২০০৭ সালের ১৪ সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকার ডারবানে প্রথম টি-২০ বিশ্বকাপের সেই ম্যাচ টাই হয়। এরপর বোল আউটে জয় পায় মহেন্দ্র সিং ধোনির দল। সেই বিশ্বকাপের ফাইনালে ফের ভারত-পাক লড়াই হয়। ৫ রানে জয় পায় ভারতীয় দল। 

Latest Videos

প্রথম টি-২০ বিশ্বকাপের পর ফের এই প্রতিযোগিতায় ভারত-পাক লড়াই হয় ২০১২ সালে। সেই ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে ১২৮ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। ৮ উইকেটে জয় পায় ভারত। বিরাট ৭৮ রানে অপরাজিত থাকেন। ২০১৪ সালের টি-২০ বিশ্বকাপেও পাকিস্তানকে সহজেই হারিয়ে দেয় ভারত। সেই ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে ৭ উইকেটে ১৩০ রান করে পাকিস্তান। ৩ উইকেট হারিয়ে সেই রান টপকে যায় ভারত। এরপর ২০১৬ সালের টি-২০ বিশ্বকাপেও পাকিস্তানকে হারিয়ে দেয় ভারত। সেই ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১১৮ রান করে পাকিস্তান। ৪ উইকেট হারিয়েই জয় পায় ভারতীয় দল।

টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে কোনও একটি ম্যাচে ভারতের সর্বোচ্চ রান ১৫৭। এই প্রতিযোগিতায় কোনও একটি ম্যাচে পাকিস্তানের সর্বোচ্চ রান ১৫২। টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে কোনও একটি ম্যাচে ভারতের সর্বনিম্ন স্কোর ১১৯। এই টুর্নামেন্টে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সর্বনিম্ম স্কোর ১১৮। পাকিস্তানের বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপে ভারতের সবচেয়ে বড় ব্যবধানে জয় ৮ উইকেটে। পাকিস্তানের সর্বোচ্চ ব্যবধানে জয় ১০ উইকেটে।

আরও পড়ুন-

মেলবোর্নের আবহাওয়া নিয়ে শঙ্কা, ম্যাচ পণ্ড করবে বৃষ্টি! 

 

বিরাট-রোহিতের সঙ্গে বাবর-রিজওয়ানের লড়াই, পার্থক্য গড়বেন শামি? 

 

সামলাতে হবে শাহিন আফ্রিদিকে, তৈরি হচ্ছেন রোহিত শর্মা

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury