সংক্ষিপ্ত

রবিবার টি-২০ বিশ্বকাপে হাইভোল্টেজ লড়াই। সম্প্রতি পাকিস্তানের কাছে দু'বার হেরে গিয়েছে ভারতীয় দল। এবার বদলা নিতে পারবেন রোহিত শর্মা-বিরাট কোহলিরা?

গত বছরের টি-২০ বিশ্বকাপ, সদ্যসমাপ্ত এশিয়া কাপে ব্যাটিং ব্যর্থতার জন্য পাকিস্তানের কাছে হেরে গিয়েছে ভারতীয় দল। তবে শুধু রোহিত শর্মা, বিরাট কোহলিদের দোষারোপ করে লাভ নেই, বোলাররাও খুব একটা ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি। এবার তাই টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলকে জয় পেতে হলে ব্যাটারদের পাশাপাশি বোলারদেরও ভাল খেলতে হবে। রোহিত, বিরাট, সূর্যকুমার যাদব, দীনেশ কার্তিকের পাশাপাশি মহম্মদ শামি, ভুবনেশ্বর কুমার, অক্ষর প্যাটেল, আর্শদীপ সিংকেও অসাধারণ পারফরম্যান্স দেখাতে হবে। পাকিস্তানের অধিনায়ক বাবর আজম অসাধারণ ফর্মে। গত টি-২০ বিশ্বকাপে ভারতকে ১০ উইকেটে হারানোর অন্যতম নায়ক ছিলেন মহম্মদ রিজওয়ান। অতীতে ফকর জামানও ভারতের বিরুদ্ধে দুর্দান্ত ব্যাটিং করেছেন। আসিফ আলিও পাকিস্তানের অন্যতম ভরসা। পাক বোলিংয়ের ভরসা শাহিন আফ্রিদি, শাদাব খান, নাসিম শাহ ও মহম্মদ হাসনাইন। ফলে রবিবার হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। ভারতের ক্রিকেটপ্রেমীদের আশা, এবার শাহিন, শাদাব, নাসিম, হাসনাইনদের বিরুদ্ধে বড় রান পাবেন বিরাট, রোহিত, সূর্য, কার্তিকরা। শামি, ভুবনেশ্বর, অক্ষর, আর্শদীপদেরও বাবর,রিজওয়ান, ফকর, আসিফদের দ্রুত প্যাভিলিয়নে ফেরত পাঠাতে হবে। তাহলেই ভারতীয় দলের জয় নিশ্চিত হবে। বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের রেকর্ড অনবদ্য। সমর্থকদের আশা, সেই রেকর্ড বজায় রাখতে পারবে ভারতীয় দল। টি-২০ বিশ্বকাপে সুপার ১২-এর অভিযান জয় দিয়ে শুরু করতে পারলে পরবর্তী ম্যাচে অনেক বেশ আত্মবিশ্বাস নিয়ে খেলতে পারবে ভারতীয় দল। 


রবিবারের ম্যাচে যদি ভারতীয় দল প্রথমে ব্যাটিং করতে নামে, তাহলে নিশ্চিতভাবেই ওপেন করবেন অধিনায়ক রোহিত। তাঁর কাছ থেকে বড় রানের আশায় থাকবে দল। তিন নম্বরে ব্যাটিং করতে নামতে পারেন প্রাক্তন অধিনায়ক বিরাট। পাকিস্তানের বিরুদ্ধে বিরাট ও রোহিতের অতীত রেকর্ড মিশ্র। তাঁরা কখনও বড় রান পেয়েছেন, আবার কখনও দ্রুত আউট হয়ে গিয়েছেন। এবার কিন্তু তঁদের বড় রান পেতেই হবে। সূর্যকুমার বেশিদিন জাতীয় দলের হয়ে খেলছেন না। কিন্তু তিনি ইতিমধ্যেই টি-২০ ফর্ম্যাটে নিজেকে প্রমাণ করেছেন। তাঁর মারকাটারি ব্যাটিং ভারতীয় দলের অন্যতম ভরসা। চার নম্বরে ব্যাটিং করতে নেমে সূর্য যদি ঝোড়ো ইনিংস খেলতে পারেন, তাহলে ভারতের জয়ের আশা উজ্জ্বল হবে। অভিজ্ঞ ব্যাটার কার্তিক ফিনিশার হিসেবে নিজেকে বারবার প্রমাণ করেছেন। পাকিস্তানের বিরুদ্ধেও তাঁকে একই ভূমিকায় দেখতে চাইছে দল। শামি দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেছেন। টিম ম্যানেজমেন্টের আশা, জসপ্রীত বুমরার অভাব বুঝতে দেবেন না বাংলার এই পেসার। ভুবনেশ্বরকেও ভাল বোলিং করতে হবে। অক্ষর টি-২০ ফর্ম্যাটে কার্যকরী বোলার। তিনি রান আটকে রাখতে পারেন, উইকেটও নেন। তাঁর কাছ থেকে ভাল পারফরম্যান্সের আশায় দল। তরুণ পেসার আর্শদীপকেও চাপমুক্ত হয়ে খেলতে হবে। তাহলেই তিনি ভাল পারফরম্যান্স দেখাতে পারবেন।


পাকিস্তানের অধিনায়ক বাবরকে ভয়ঙ্কর হয়ে উঠতে দেওয়া যাবে না। তিনি সেট হয়ে গেলে বড় রান করে দিতে পারেন। তাই শুরুতেই তাঁকে ফিরিয়ে দেওয়ার পরিকল্পনা করতে হবে ভারতীয় বোলারদের। ফকর, রিজওয়ানকেও মারার সুযোগ দিলে চলবে না। শাহিনকে সামলানোর জন্য বিশেষ প্রস্তুতি নিচ্ছেন রোহিত। নাসিম, হাসান, শাদাব, হাসনাইনদের দিকেও নজর রাখতে হবে। পাকিস্তানের কোনও ক্রিকেটারকেই হাল্কাভাবে নিলে চলবে না।

আরও পড়ুন-

টি-২০ বিশ্বকাপে কে সবচেয়ে বেশি রান করবেন? জানিয়ে দিলেন সেহবাগ 

 

সামলাতে হবে শাহিন আফ্রিদিকে, তৈরি হচ্ছেন রোহিত শর্মা 

 

'বিশ্বকাপ ক্রিকেটে সব বড় দল আসবে', ভারতের পাকিস্তান সফর নিয়ে বিতর্কের মধ্যেই সওয়াল অনুরাগ ঠাকুরের