ফের ব্যাট হাতে মাঠে শচিন ও শেহওয়াগ, টি১০ ক্রিকেট দিতে পারে অলিম্পিকের টিকিট বলছেন রাসেল

  • টি১০ ফরম্যাটের ক্রিকেট হোক অলিম্পিকে, দাবি রাসেলের
  • আগামী মাসে টি১০ প্রতিযোগিতায় নামছেন জামাইকান ব্যাটসম্যান
  • ১০ ওভারের ক্রিকেটে এবার মাঠে নামবেন শচীন, বীরুরা
  • আগামী বছর মুম্বইয়ে টি১০ ক্রিকেটে ব্রেট লি, ব্রায়ান লারা সহ মুরলিধরন
     

নির্ধারিত ওভারের ক্রিকেটে সব সময় দুরন্ত ছন্দে দেখা যায় ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার আন্দ্র রাসেলকে। সব থেকে বেশি মাঠে রাসেলকে ঝড় তুলতে দেখা যায় টি২০ ফরম্যাটে। আর সেই পরিচয় ভারতের আইপিএলেই নাইট রাইডার্সের হয়ে দিয়েছেন রাসেল। এবার ক্রিকেটের টি১০ ফরম্যাটে নামতে চলেছে আন্দ্রে রাসেল। ইউএইতে টি১০ ফরম্যাটে নর্দান ওয়ারিয়রের হয়ে খেলতে নামবেন এই জামাইকান পাওয়ার হিটার। অপরদিকে, নতুন বছরের শুরুতে সড়ক নিরাপত্তার প্রচার করতে নিয়ে একটি প্রদর্শনী প্রীতি ম্যাচ খেলতে নামবেন শচীন, শেহওয়াগ সহ বাকি দেশের তারকা ক্রিকেটাররা।

আরও পড়ুন, ১৭ বছর বয়সে ডবল সেঞ্চুরি, নতুন ইতিহাস গড়লেন মুম্বাইয়ের যশস্বী

Latest Videos

অলিম্পিকে অনেকদিন ধরেই ক্রিকেটের মতন জনপ্রিয় খেলাকে নিয়ে আসার কথা চললেও, এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত নিতে পারেনি ক্রীড়া সংস্থা গুলি। এখনও পর্যন্ত সুরাহা হয়নি এই বিষয়। তবে অলিম্পিকের মতন ইভেন্টে ক্রিকেট হোক চান দেশ বিদেশের বহু ক্রিকেটার। এবার এই বিষয়ে মুখ খুললেন জামাইকার ব্যাটসম্যান রাসেল। তিনি বলেন, অলিম্পিকের মঞ্চে টি১০ ক্রিকেটকে খুব সহজেই প্রবর্তন করা যেতে পারে। ক্রিকেটাররাও অলিম্পিকের মঞ্চে খেলার জন্য মুখিয়ে আছে বলে আমার মনে হয়। আর ক্রিকেটীয় দেশ হিসাবে অলিম্পিকে অংশগ্রহণ করতে কে না চাইবে। তাই এই ফরম্যাটে ক্রিকেটটাও আরও বেশি করে দরকার। আগামী ১৪ থেকে ২৪ নভেম্বর আরবের মাটিতে চলবে এই টুর্নামেন্ট।

আরও পড়ুন, বোর্ড সভাপতি সৌরভ, দাদিকে শুভেচ্ছা ছোট বাবুর

অপরদিকে, টি১০ ক্রিকেটে এবার নামতে চলেছেন প্রাক্তন ক্রিকেটাররা। আগামী বছর মুম্বইয়ে একটি প্রীতি প্রদর্শনী ম্যাচে সড়ক নিরাপত্তার প্রচারে একটি ১০ ওভারের ম্যাচ খেলতে দেখা যাবে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বীরেন্দ্র শেহওয়াগ, শচীন তেন্ডুলকর সহ ব্রায়ান লারা, মুরলিধরন, জ্যাক কালিসদের। এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবেন টেস্ট খেলা দেশগুলির প্রাক্তন ক্রিকেটাররা। একই সঙ্গে এই ম্যাচগুলিতে দেখা যাবে ব্রেট লি, চন্দ্রপলদেরও।

Share this article
click me!

Latest Videos

'মমতা পশ্চিমবঙ্গে ১ কোটি রোহিঙ্গা ঢুকিয়েছে', বিস্ফোরক মন্তব্য Suvendu Adhikari-র
মমতা হারবে, DA ন্যায্য অধিকার, জয় আপনাদের দোরগোড়ায়, ঐক্যবদ্ধ থাকুন : শুভেন্দু | Suvendu Adhikari
Suvendu Adhikari Live : নবান্নের সামনে সংগ্রামী যৌথ মঞ্চের ধর্না অবস্থান মঞ্চে শুভেন্দু
কেউ পেয়েছে ২০০, কেউ ৫০! মালদায় গাছ থেকে টাকার বৃষ্টি! ব্যাপারটা কি | Malda News Today
'এই CBI মানুষের আবেগ নিয়ে ছিনিমিনি খেলছে' CBI-র গেটে প্রতীকী তালা লাগিয়ে বিক্ষোভ ডাক্তারদের | RG Kar