T20 WC 2021 - দলে নেই মুজিব, টসে জিতে নামিবিয়াকে বল করতে পাঠালো আফগানিস্তান

Published : Oct 31, 2021, 03:28 PM IST
T20 WC 2021 - দলে নেই মুজিব, টসে জিতে নামিবিয়াকে বল করতে পাঠালো আফগানিস্তান

সংক্ষিপ্ত

রবিবার, আবুধাবিতে, টি২০ বিশ্বকাপ ২০২১-এর (T20 World Cup 2021) সুপার ১২ পর্বের ম্যাচে নামিবিয়ার (Namibia) বিরুদ্ধে টসে জিতে আগে ব্যাট করছে আফগানিস্তান (Afghanistan)। আফগান দলে খেলছেন না মুজিব উর রহমান।

রবিবার, আবুধাবিতে, টি২০ বিশ্বকাপ ২০২১-এর (T20 World Cup 2021) সুপার ১২ পর্বের ম্যাচে নামিবিয়ার (Namibia) বিরুদ্ধে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিল আফগানিস্তান (Afghanistan)। অধিনায়ক মহম্মদ নবি জানালেন, এদিনের উইকেট ব্যাটিং সহায়ক হবে বলে মনে করছেন তারা। পাকিস্তান ম্য়াচে শেষ পর্যন্ত হারতে হলেও সেই ম্যাচে দলের পারফরম্যান্স তাদের উজ্জীবিত করেছে। অনেকগুলি প্লাস পয়েন্ট পেয়েছেন সেই ম্যাচ থেকে। 

অন্যদিকে, নামিবিয়ার অধিনায়ক গেরহার্ড ইরাসমাস বলেছেন, টসে হারাটা তাদের কাছে শাপে বরের মতো। এটা তাঁদের বোলারদের জন্য আফগানিস্তানকে চাপে রাখার একটা দারুণ সুযোগ। বাতাস বইছে বলে বোলাররা ভালো সুইং পাবেন বলে আশা করছেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে যেভাবে তারা পরিকল্পনা করেছিল, এই ম্যাচেও সেই পরিকল্পনা অনুযায়ীই খেলবে নামিবিয়া। তিনি আরও বলেন, প্রতিপক্ষের শক্তি নয় তাঁরা নিজেদের শক্তির দিকেই মনোনিবেশ করছেন। 

এদিন নামিবিয়া তাদের প্রথম একাদশ অপরিবর্তিত রাখলেও, আফগানিস্তানকে তাদের প্রথম একাদশে একটি পরিবর্তন করতেই হয়েছে। আগের দুই ম্যাচেই দলের সেরা বোলার মুজিব উর রহমান আনফিট বলে জানিয়েছেন আফগান অধিনায়ক নবি। তাঁর বদলে এদিন প্রথম একাদশে খেলছেন হামিদ হাসান। দেখে নেওয়া যাক এদিনের দুই দলের প্রথম একাদশ - 

নামিবিয়া - ক্রেগ উইলিয়ামস, মাইকেল ভ্যান লিংগেন, জেন গ্রিন (উইকেটরক্ষক), গেরহার্ড ইরাসমাস (অধিনায়ক), ডেভিড উইজি, জেজে স্মিট, জ্যান ফ্রাইলঙ্ক, পিকি জাঁ ফঁসে, জ্যান নিকোল লফটি-ইটন, রুবেন ট্রাম্পেলম্যান, বার্নার্ড স্কোল্জ

আফগানিস্তান - হজরতুল্লাহ জাজাই, মহম্মদ শাহজাদ (উইকেটরক্ষক), রহমানুল্লাহ গুরবাজ, নাজিবুল্লাহ জাদরান, আসগর আফগান, মহম্মদ নবি (অধিনায়ক), গুলবদিন নইব, রশিদ খান, করিম জানাত, হামিদ হাসান, নবীন-উল হক।
 

PREV
click me!

Recommended Stories

আইসিসি ওডিআই র‍্যাঙ্কিং: রোহিত শর্মার সঙ্গে দূরত্ব কমিয়ে দ্বিতীয় স্থানে বিরাট কোহলি
India vs South Africa T20: প্রথম টি-২০ ম্যাচেই বাজিমাত ভারতের, ১০১ রানে পরাজয় দক্ষিণ আফ্রিকার