T20 WC 2021, Ind vs Nz- ম্যাচের আগে হুঙ্কার বোল্টের, পাল্টা জবাব দিলেন বিরাট কোহলি

রবিবার টি২০ বিশ্বকাপে (T20 World Cup 2021) সুপার সানডে (Super Sunday) । মুখোমুখি হতে চলেছে ভারত ও নিউজিল্যান্ড (India vs New Zealand) । প্রথম ম্যাচে দুই দলই হেরেছে পাকিস্তানের (Pakistan) কাছে। কেন উইলিয়ামসনের (Kane Williamson) দলের বিরুদ্ধে নামার আগে ভারতীয় দলকে (Team India) হুশিয়ারী দিলেন কিউই পেসার ট্রেন্ট বোল্ট (Trent Boult)। পাল্টা জবাব দিলেন বিরাট কোহলি (Virat Kohli)।
 

Asianet News Bangla | Published : Oct 31, 2021 8:02 AM IST

পাকিস্তানের বিরুদ্ধে টি২০ বিশ্বকাপের (T20 World Cup 2021) প্রথম ম্য়াচে ১০ উইকেটে লজ্জার হারের সম্মুখীন হতে হয়েছে  ভারতীয় দলকে (Team India)। ভারতীয় টপ অর্ডারের প্রধান তিন ব্যাটসম্যামকে আউট করেছিলেন পাক বাঁ-হাতি পেসার শাহিন আফ্রিদি। প্রথমেই রোহিত শর্মা (Rohit Sharrma)ও কেএল রাহুলকে (KL Rahul) আউট করে ভারতীয় ব্যাটিংলাই আপে ধস নামিয়েছিলেন আফ্রিদি। পরে বিরাট কোহলির (Virat Kohli) অর্ধশতরানের অধিনায়কোচিত ইনিংস খেললেও, তার উইকেটও পান শাহিন আফ্রিদি। এবার ভারতের সামনে নিউজিল্যান্ড (India vs New Zealand) । প্রতিপক্ষ দলে রয়েছে আরও এক বিশ্বমানের বা-হাতি পেসার ট্রেন্ট বোল্ট (Trent Boult)। বোল্টোর বিরুদ্ধে বিরাট-রোহিত-রাহুলদের লড়াই দেখতে মুখিয়ে রয়েছে গোটা ক্রিকেট বিশ্ব। ম্যাচের আগে কিন্তু ভারতীয় ব্যাটিং লাইনআপকে হুশিয়ারী দিয়ে রেখেছেন কিউই পেসার।

প্রথম ম্যাচে শাহিন শাহ আফ্রিদি যেভাবে ভারতীয় ব্য়াটিং লাইনআপকে ধ্বংস করেছে তা দেখে অনুপ্রাণিত হয়েছেন ট্রেন্ট বোল্ড। এবার কিউই পেসারও টিম ইন্ডিয়ার শক্তিশালী ব্য়াটিং লাইনআপকে উড়িয়ে দেওয়ার কথা বলেছেন। ম্যাচের আগে ট্রেন্ট বোল্ট কার্যত হুঙ্কারের সুরে বলেছেন, ‘শাহিন আগের দিন রাতে যা করেছে, আমিও ঠিক একই কাজ করে দেখাতে পারি।’ বোল্টকে পাল্টা জবাব দিতে দেরি করেননি ভারত অধিনায়ক বিরাট কোহলিও। তিনি স্ট্রেট ব্যাটে খেবে বোল্টের উদ্দেশ্যে বলেছেন,'আমরাও আন্তর্জাতিক মঞ্চে অনেক বছর ধরে খেলছি। বিশ্বমানের বোলারদের মোকাবিলা করা আমাদের কাছে নতুন নয়। ট্রেন্ট বোল্ট যদি শাহিন শাহ আফ্রিদিকে উদ্বুদ্ধ হয়ে থাকে, তাহলে আমরাও ওর উপর পাল্টা হামলা করার জন্য আত্মবিশ্বাসী। কারণ ওর বিরুদ্ধে অতীতে অনেক খেলেছি।' পাক ম্যাচের ধাক্কা কাটিয়ে নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে নামার আগে মানসিকভাবে যে তার দল পুরোপুরি প্রস্তুত সেই কথাও জানাতে ভোলেননি বিরাট কোহলি।

তবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আইসিসি প্রতিযোগিতায় ভারতের ফল খুব একটা ভালো নয়। ১৯৮৭ সালের বিশ্বকাপে নিউজিল্যান্ড দলকে দলকে হারিয়েছিল ভারতীয় দল। তারপর ১৯৯২ ও ১৯৯৯ সালে হারতে হয় টিম ইন্ডিয়াকে। ১৬ বছর পর ২০০৩ সালে বিশ্বকাপে নিউজিল্যান্ডকে শেষবার বিশ্বমঞ্চে হারিয়েছিল ভারত। তারপর দীর্ঘ ১৮ বছর কেটে গেলেও কিউইদের বিরুদ্ধে আইসিসির কোনও প্রতিযোগিতায় জয়ের মুখ দেখেনি মেন ইন ব্লুরা। ফলে রবিবার টি২০ বিশ্বকাপে ফের একবার ব্ল্যাক ক্যাপসদের মুখোমুখি হওয়ার আগে  পরিসংখ্যান কিন্তু একটু হলেও চাপে রাখছে বিরাট কোহলির দলকে। 

আরও পড়ুনঃT20 WC 2021, IND vs NZ- কিউইদের বিরুদ্ধে কোন বিষয় খুব চিন্তায় রেখেছে কোহলিদের, বদলাবে কী ইতিহাস

আরও পড়ুনঃT20 WC 2021, IND vs NZ- বাদ পড়তে পারে একাধিক তারকা, দেখে নিন ভারতীয় দলের সম্ভাব্য একাদশ

আরও পড়ুনঃT20 WC 2021 - রূপ থেকে যৌন আবেদন, চিনে নিন নিউজিল্যান্ড ক্রিকেটারদের হটেস্ট ওয়্যাগদের

সব মিলিয়ে দুই ফর্ম্যাটের বিশ্বকাপে এই দুই দল ১০ বার খেলেছে। ভারত জিতেছে মাত্র ৩ বার। টি-২০ ফর্ম্যাটে যদিও ভারতের হেড-টু-হেড পরিসংখ্যান নিউজিল্যান্ডের বিরুদ্ধে ততটাও খারাপ নয়। ১৬টি টি-২০ আন্তর্জাতিক ম্যাচে ফল ৮-৮। যদিও ভারত শেষবার নিজেদের ঘরের মাঠে নিউজিল্যান্ডকে ৫-০ হোয়াইটওয়াশ করেছিল। এবার মরুদেশে কিউদের হারিয়ে সেমি ফাইনালের ওঠার লড়াই এগিয়ে যাওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী টিম ইন্ডিয়া।


Read more Articles on
Share this article
click me!