T20 WC 2021, IND vs AFG - টিকে থাকার ক্ষীণ আশা আঁকড়ে ধরে ভারত, টপকাতে হবে আফগান পাহাড়


বুধবার, আবু ধাবিতে টি২০ বিশ্বকাপ ২০২১-এর (T20 World Cup 2021) সুপার ১২ পর্বের ম্যাচে মুখোমুখি ভারত (India) ও আফগানিস্তান (Afghanistan)। সেমিফাইনালে ওঠার ক্ষীণ আশা ধরে রাখতে এই ম্যাচে বড় ব্যবধানে জয় চাই ভারতের।

বুধবারই এসপাড় নয়তো ওসপাড়। টি২০ বিশ্বকাপ ২০২১-এর (T20 World Cup 2021) সেমিফাইনালে ওঠার আশা ভারতের (India) আর প্রায় নেই বললেই চলে। অন্যান্য দলগুলি কেমন করছে, তার উপর নির্ভর করছে বিরাট কোহলিদের (Virat Kohli) ভাগ্য। এরইমধ্যে এদিন দিনের দ্বিতীয় খেলায়, সুপার ১২ পর্বের ম্যাচে আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আফগানিস্তানের (Afghanistan) মুখোমুখি হচ্ছে মেন ইন ব্লু। সামান্য আশাটুকু টিকিয়ে রাখতে আফগানদের হারালেই চলবে না, বড় ব্যবধানে হারাতে হবে।

সাম্প্রতিক ফর্ম 

Latest Videos

বিশ্বকাপের সুপার ১২ পর্বের প্রথম দুই ম্যাচেই ভারত বড় ব্যবধানে হেরেছে। তবে এই ক্ষেত্রে অনেকেই বলছেন ভাগ্যের অসহযোগিতা অনেক বড় হয়ে দাঁড়িয়েছে। দুই ম্যাচেই টসে হেরে সবথেকে খারাপ পরিস্থিতিতে ব্যাট করতে হয়েছে ভারতীয় ব্যাটারদের। আবার স্কোরবোর্ডে অল্প রান হাতে নিয়ে বল করতে গিয়ে বোলাররাও পড়েছেন রাতের শিশিরে ভেজা মাঠের প্রতিকূল পরিস্থিতিতে। তবে বিশ্বকাপ জিততে গেলে এই প্রতিকূল পরিস্থিতিগুলির বিরুদ্ধেও জিততে হয়। 

অন্যদিকে, আফগানিস্তান কিন্তু বর্তমানে দারুণ ছন্দে রয়েছে। পাকিস্তানকেও তাদের বিরুদ্ধে বেগ পেতে হয়েছে। আর স্কটল্যান্ড নামিবিয়াকে তো উড়িয়ে দিয়েছে তারা। বিশেষ করে আরব আমিরশাহির মাঠে তাদের তিন বিশ্বমানের স্পিনার ভয়ঙ্কর হয়ে উঠেছেন। তাই, ভারতের চ্যালেঞ্জটা বেশ কঠিন।

দল গঠন 

বিশ্বকাপের সুপার ১২ পর্বের দুই ম্যাচেই ভারতকে ভুগিয়েছে ব্যাটিং ব্যর্থতা। অধিনায়ক বিরাট কোহলি নিজেই স্বীকার করেছেন, কখন আক্রমণ করবেন, কখন ধরে খেলবেন - এই দোলাচলতায় ভুগছেন প্রায় সব ব্যাটারই। সেইসঙ্গে কিউই ম্য়াচে সমালোচিত হয়েছে ভারতীয় ব্যাটারদের শরীরি ভাষাও। বোলিং-এর ক্ষেত্রেও উইকেট নেওয়ার মতো ভেদশক্তির অভাব দেখা যাচ্ছে। ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন, ভারতীয় দলের ভারসাম্যটাই নষ্ট হয়ে গিয়েছে। আগের ম্যাচে রোহিত শর্মাকে নিচে খেলানো হয়েছিল। সম্ভবত এদিন তাঁকে ওপেনে ফিরিয়ে আনা হবে। সেই ক্ষেত্রে রাহুলকে নেমে যেতে হবে চারে। পিঠে চোটের কারণে আগের ম্যাচে খেলতে পারেননি সূর্যকুমার যাদব। তাঁর সুস্থতা নিয়ে প্রশ্ন থেকেই গিয়েছে। 

আফগানিস্তানের প্রথম একাদশ নিয়ে বিশেষ কোনও সমস্যা নেই। তবে আগের ম্যাচেই অবসর নিয়েছেন আসগর আফগান। ফলে হাশমাতুল্লা শাহিদি বা উসমান ঘানির মধ্যে একজনকে তাঁর জায়গায় খেলানো হতে পারে। চোটের জন্য আগের ম্যাচে খেলেননি মুজিবুর রহমান। তাঁর বদলে খেলা হামিদ হাসান দারুণ পারফর্ম করেছেন। তাই, মুজিব সুস্থ হলে, বাইরে বসতে হতে পারে করিম জানাতকে। 

আরও পড়ুন - T20 WC 2021 - ভামিকা থেকে অগস্ত্য - কিউই ম্যাচের আগে বাচ্চাদের নিয়ে পার্টিতে মেতে টিম ইন্ডিয়া, দেখুন

আরও পড়ুন - T20 WC 2021 - বিরাট-সাম্রাজ্যে বাড়ছেই বাবরের আধিপত্য, পাক অধিনায়ক ভাঙলেন কোহলির আরেক রেকর্ড

আরও পড়ুন - T20 WC 2021 - ভারতীয় মুসলমান ক্রিকেটাররা কেন মাঠে নামাজ পড়েন না, খোলসা করলেন মহম্মদ কাইফ

পিচ এবং আবহাওয়া

চলতি টি২০ বিশ্বকাপে আবুধাবিতে এখনও পর্যন্ত আটটি ম্যাচ খেলা হয়েছে। এর মধ্যে ছয়টিতেই জয় পেয়েছে রান তাড়া করা দল। কাজেই টসে জিতে চোখ বুজে আগে বল করার সিদ্ধান্ত নেওয়া উচিত। 

আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার আবুধাবিতে আকাশ প্রধানত পরিষ্কারই থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে। তাপমাত্রা থাকবে ২৬ থেকে ৩২ ডিগ্রির মধ্যে। বাতাসের আর্দ্রতা থাকবে প্রায় ৬৩ শতাংশ এবং গতিবেগ হবে ১৪ কিমি/ঘন্টা। শিশির বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে।

দ্বৈরথের পরিসংখ্য়ান

ভারত এবং আফগানিস্তানের মধ্যে এখনও পর্যন্ত দুটি টি২০ ম্যাচ খেলা হয়েছে, দুটিই ২০১৬ সালের টি২০ বিশ্বকাপে। ২টি ক্ষেত্রেই জয়ী হয়েছিল ভারত। 

দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ  

ভারত - রোহিত শর্মা, ইশান কিশান, বিরাট কোহলি (অধিনায়ক), কেএল রাহুল, ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, মহম্মদ শামি, বরুণ চক্রবর্তী, জসপ্রিত বুমরাহ।

আফগানিস্তান - হজরতুল্লাহ জাজাই, মহম্মদ শাহজাদ (উইকেটরক্ষক), রহমানুল্লাহ গুরবাজ, হাশমতুল্লাহ শাহিদি / উসমান গনি, মহম্মদ নবি, নজিবুল্লাহ জাদরান, গুলবদিন নইব, রশিদ খান, করিম জানাত / মুজিব উর রহমান , নবীন-উল-হক, হামিদ হাসান।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল