T20 WC 2021, AFG vs NZ- টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত আফগানিস্তানের, ম্য়াচ জেতার প্রার্থনায় ভারতীয়রা

টি২০ বিশ্বকাপ ২০২১ (ICC T20 World Cup 2021) -এর ডু অর ডাই ম্য়াচ (Do or Die)। মুখোমুখি নিউজিল্যান্ড  ও আফগানিস্তান (New Zealand vs  Afghanistan)।  মহম্মদ নবির (Mohammad Nabi) দল জিততে পারলে সেমি ফাইনালে (Semi Final) ওঠার আশা থাকবে ভারতীয় ক্রিকেট দলেরও (Indian Cricket team)। অপরদিকে,ম্য়াচ জিতে সেমির টিকিট পাকা করতে মরিয়া কেন উইলিয়ামসনের (Kane Williamson) দল।
 

আজ টি২০ বিশ্বকাপ ২০২১-এ (ICC T20 World Cup) গ্রুপ ২-এর গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হতে চলেছে নিউজিল্যান্ড  ও আফগানিস্তান (New Zealand vs  Afghanistan)। রবিবার ভারতীয় দলের খেলা না থাকলেও দেশের সকল ক্রিকেট  প্রেমিদের নজর রয়েছে এই ম্য়াচের দিকে। কারণ রাশিদ খান (Rashid Khan)ও মহম্মদ নবিরা (Mohammad Nabi) নিউজিল্যান্ডকে হারাতে পারলেই ভারতীয় দলের সেমি  ফাইনালে (Semi Final)ওঠার  আশার  দরজা খুলে যাবে। একইসঙ্গে আফগানিস্তান জিততে পারলেও তাদের আশা টিকে থাকবে শেষ চারে যাওয়ার। খাতায় কলমে কেন উইলিয়ামসনের (Kane Williamson)দল অনেক বেশি শক্তিশালী হলেও,  আজ আফগানদের সমর্থনে গলা ফাটাতে প্রস্তুত ভারতীয় সমর্থকরা। ম্য়াচের উপর নজর রেখেছেন বিরাট কোহলি (Virat Kohli)-রোহিত শর্মারাও (Rohit Sharma)।

Latest Videos

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে দুই দল।  টি২০ বিশ্বকাপে টস প্রথম থেকেই খুবগুরুত্বপূর্ণ  বিষয় হয়ে উঠেছে। স্লো ও স্পিন সহায়ক  উইকেটে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়াটা অভ্যাসে পরিণত করে ফেলেছেন সব দলের অধিনায়করা। সুপার সানডের মেগা ম্য়াচে আবুধাবিতে নিউজিল্যান্জের বিরুদ্ধে টস ভাগ্য সাথ দিয়েছে আফগানিস্তান অধিনায়ক মহম্মদ নবির। কিন্তু এদিন দলের ব্যাটসম্য়ানদের উপর ভরসা  রেখে ব্য়াটিংয়েরসিদ্ধান্ত নিয়েছেন নবি। স্কোর বোর্ডে বড় টোটাল সেট করে বিপক্ষকে চাপে রাখতেই এই সিদ্ধান্ত নিয়েছেন আফগান অধিনায়ক। একইসঙ্গে দুপুরে খেলা, শিশির সমস্যা খুব একটা বড় সমস্যা হবে না সেই কারণেও ব্য়াটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফগানিস্তান। এদিন ম্যাচে আফগান দলে একটি পরিবর্তন হয়েছে। দলে ফিরেছেন তারকা স্পিনার মুজিবুর  রহমান।  অপরিবর্তিত রয়েছে নিউজিল্যান্ড দল।

আরও পড়ুনঃসারার সঙ্গে কী ব্রেকআপ হয়ে গিয়েছে শুভমান গিলের, নেটিজেনদের প্রশ্নের কী জবাব দিলেন সচিন কন্যা

আরও পড়ুনঃT20 WC 2021, AFG vs NZ- আফগানিস্তানের সমর্থনে নেট দুনিয়ায় মিমের ঝড় ভারতীয়দের, দেখুন ঝলক

আরও পড়ুনঃT20 World Cup 2021- কীভাবে ঘুমোন কোহলি-রোহিত-ধোনি সহ ভারতীয় ক্রিকেটাররা, ছবি দেখলে হেসে লুটোপুটি খাবেন

নিউজিল্যান্ড  দলের প্রথম একাদশের ব্য়াটিং লাইনআপের ব্য়াটিং লাইনআপে রয়েছেন  মার্টিন গাপ্টিল, ড্যারিল মিচেল, কেন উইলিয়ামসন (অধিনায়ক), ডেভন কনওয়ে (উইকেটরক্ষক)। দলে অলরাউন্ডারের ভূমিকায় রয়য়েছেন  গ্লেন ফিলিপস, জেমস নিশাম। এছাড়া কিউই দলে বোলিং লাইনআপে রয়েছেন মিচেল স্যান্টনার, অ্যাডাম মিলনে, টিম সাউদি, ইশ সোধি, ট্রেন্ট বোল্ট। অপরদিকে,আফগানিস্তান দলের প্রথম একাদশের রয়েছেন হজরতুল্লাহ জাজাই, মহম্মদ শাহজাদ (উইকেটরক্ষক), রহমানুল্লাহ গুরবাজ, নজিবুল্লাহ জাদরান, মহম্মদ নবি (অধিনায়ক), করিম জানাত, গুলবদিন নইব, শরাফুদ্দিন আশরাফ, রশিদ খান, নবীন-উল হক/ মুজিব উর রহমান, হামিদ হাসান।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
Narendra Modi : 'কুয়েত যেন মিনি হিন্দুস্তান', কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?