কেমন হল ক্রিকেট সাউথ আফ্রিকা টি২০ লিগের ৬টি দল, দেখে নিন এক ঝলকে

অবশেষে সম্পন্ন হল ক্রিকেট সাউথ আফ্রিকা টি২০ লিগের (Cricket South Africa T20 League) নিলাম। প্রতিযোগিতার ৬টি দল জোহানেসবার্গ সুপার কিংস, ডারবান সুপার জায়ান্টস, এমআই কেপ টাউন, পার্ল রয়্যালস, প্রিটোরিয়া ক্যাপিটালস, সানরাইজার্স ইস্টার্ন কেপ গড়ে নিল তাদের দল।
 

Web Desk - ANB | Published : Sep 20, 2022 2:48 PM IST

এর আগে দুার সাফল্যের মুখ না দেখলেও তৃতীয়বার ফ্র্যাঞ্চাইজি লিগ সাফল্যের সঙ্গে করার জন্য কোমড় বেঁধে মাঠে নেমেছিল ক্রিকেট সাউথ আফ্রিকা। আর বিশ্ব জুড়ে ফ্র্য়াঞ্চাইজি বেস টি২০ লিগগুলির মধ্যে সবথেকে সফল যেহেতু আইপিএল, তাই দক্ষিণ আফ্রিকার টি২০ লিগতে সাফল্যের রাস্তায় আনতে এবার বলা চলে আইপিএলের দ্বারস্থ্য হয় প্রোটিয়া কর্তারা। কার্যত আইপিএলের  ধাঁচেই প্রতিযোগিতা গড়ে তোলার পরিকল্পনা করে। বর্তমানে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলি দল কিনছে বিশ্বের অন্যান্য টি২০ লিগগুলিতে। প্রোটিয়াভূমেও ৬টি আইপিএল দল যে দল কিনছে সেই ঘোষণা আগেই হয়ে গিয়েছিল। বেশ কিছু প্লেয়ারও কিনে নিয়েছিল ফ্র্যাঞ্চাইজিগুলি। অবশেষে নিলামের মাধ্যমে সম্পূর্ণ সিএসএ টি২০ লিগের দল নির্বাচন। 

এক ঝলকে দেখে নিন কেমন হল সিএসএ টি২০ লিগের ৬টি দল-

জোহানেসবার্গ সুপার কিংস-
ফাফ ডুপ্লেসি, জেরাল্ড কোয়েৎজে, মাহিশ থিকশানা, রোমারিয়ো শেফার্ড, হ্যারি ব্রুক, জানেমন মালান, রিজা হেনড্রিকস, কাইল ভেরেন, জর্জ গার্টন, আলজারি জোসেফ, লিউস ডুপ্লয়, লিউইস গ্রেগরি, লিজাড উইলিয়ামস, ডোনোভান ফেরেরা, নান্দ্রে বার্গার, মালুসি সিবোতো, সালেব সেলেকা।

প্রিটোরিয়া ক্যাপিটালস-
অনরিখ নোখিয়া, মিগায়েল প্রিটোরিয়াস, রিলি রোসো, ফিল সল্ট, ওয়েন পার্নেল, জশ লিটল, শন ভন বর্গ, আদিল রশিদ, ক্যামেরন ডেলপোর্ট, উইল জ্যাকস, থিউনিস ডি’ব্রুইন, মার্কো মারাইস, কুশল মেন্ডিস, ড্যারিন ডুপাভিলন, জিমি নিশাম, ইথান বশ, শেন ড্যাডসওয়েল।

সানরাইজার্স ইস্টার্ন কেপ-
এডেন মার্করাম, ওটিনিল বার্টমান, মার্কো জানসেন, ট্রিস্টান স্টাবস, সিসান্ডা মাগালা, জুনেইদ দাউদ, ম্যাসন ক্রেন, জেজে স্মাটস, জর্ডান কক্স, অ্যাডাম রোসিংটন, রোলফ ভ্যান ডার মারউই, মার্কেস অ্যাকারমান, জেমস ফুলার, টম আবেল, আয়া জিকামানে, সারেল এরউই, ব্রাইডন কার্স

ডারবান সুপার জায়ান্টস-
কুইন্টন ডি’কক, প্রেনেলান সুব্রায়েন, জেসন হোল্ডার, কাইল মেয়ার্স, রিসি টপলি, ডোয়েন প্রিটোরিয়াস, হেনরিখ ক্লাসেন, কিমো পল, কেশব মহারাজ, কাইল অ্যাবট, জুনিয়র ডালা, দিলশান মদুশঙ্কা, জনসন চার্লস, ম্যাথু ব্রিৎজকে, ক্রিশ্চিয়ান জঙ্কার, উইয়ান মুল্ডার, সাইমন হারমার।

এমআই কেপ টাউন-
কাগিসো রাবাডা, ডেওয়াল্ড ব্রেভিস, রশিদ খান, লিয়াম লিভিংস্টোন, স্যাম কারেন, রাসি ভ্যান ডার ডুসেন, রায়ান রিকেলটন, জর্জ লিন্ডে, বিউরান হেনড্রিকস, ডুয়ান জানসেন, ডেলানো পটগিটার, গ্রান্ট রোয়েলোফসেন, ওয়েসলি মার্শাল, অলি স্টোন, ওয়াকার সালামখেল, জিয়াদ আব্রাহামস, ওডিন স্মিথ।

পার্ল রয়্যালস-
ডেভিড মিলার, করবিন বশ, জস বাটলার, ওবেড ম্যাকয়, লুনগি এনগিডি, তাবরেজ শামসি, জেসন রয়, ডেন ভিলাস, বিয়র্ন ফরচুইন, উইহান লুবে, ফেরিস্কো অ্যাডামস, ইমরান মানাক, ইভান জোন্স, রামন সিমন্ডস, মিচেল ভ্যান বুরেন, অইন মর্গ্যান, কোডি ইউসুফ।

আরও পড়ুনঃটি২০ বিশ্বকাপে সম্পূর্ণ নতুন নিয়মে হবে খেলা, জেনে নিন কি কি পরিবর্তন আনল আইসিসি

আরও পড়ুনঃসাক্ষাৎকার দিতে গিয়ে দিয়ে এসেছেন মন, চিনে নিন সঞ্চালিকাদের বিয়ে করেছেন যে ক্রিকেটাররা

Share this article
click me!