এশিয়া কাপের আগে রোহিত শর্মার শপথ গ্রহণ, কী বললেন টিম ইন্ডিয়ার অধিনাক

এশিয়া কাপের (Asia Cup 2022) সূচি ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। ২৭ অগাস্ট থেকে শুরু হবে টুর্নামেন্ট।  ২৮ শে অগাস্ট ভারত-পাকিস্তান (India vs Pakistan) মেগা ফাইট। এবার প্রতিযোগিতা শুরুর আগে সামনে আসল রোহিত শর্মার শপথের ভিডিও।

Web Desk - ANB | Published : Aug 4, 2022 1:04 PM IST

আগামি ২৭ অগাস্ট থেকে শুরু হতে চলেছে এশিয়া কাপ ২০২২। টি২০ বিশ্বকাপের কথা মাথায় রেখে এবারের এশিয়া কাপ হতে চলেছে টি২০ ফর্ম্যাটে। ভারতী দল তাদের এশিয়া কাপ অভিযান শুরু করবে ২৮ অগাস্ট। আর প্রথম ম্য়াচেই টিম ইন্ডিয়ার প্রতিপক্ষ চিরপ্রতীদ্বন্দ্বী দেশ পাকিস্তান। প্রতিযোগিতার পুরো সূচি প্রকাশ করে দিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। ফানাল হবে ১১ সেপ্টেম্বর। এশিয়া কাপ শুরুর আগেই ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায়  ঝড়ে গতিতে ছড়িয়ে পড়ছে। যেখানে এশিয়া কাপে টিম ইন্ডিয়ার কী লক্ষ্য শুধু তা সাফ করে দেওয়া নয়, নিজেও শপথও নিয়েছে রোহিত শর্মা। 

আসলে ভারতে এশিয়া কাপ ২০২২ স্টার স্পোর্টস নেটওয়ার্কে সম্প্রচার করা হবে। এছাড়া ভারতে অনলাইন লাইভ স্ট্রিমিং দেখো যাবে ডিজনি প্লাস ও  হটস্টার।  সেই সম্প্রচারকারী চ্যানেলের তরফ থেকেই একটি প্রোমোশনাল ভিডিও তৈরি করা হয়েছে। যেখানে রোহিত শর্মা বলেছেন,‘এশিয়া কাপ সাতবার হাতে তুলে নেওয়া হয়েছে, বিশ্বের এক নম্বর দল বলা হচ্ছে,আমাদের লক্ষ্য নতুন বিশ্ব রেকর্ড করা।’ভারত অধিনায়ক আরও বলেন,‘কিন্তু এই সবের মধ্যে অহংকার কোথায়। ১৪০ কোটি ভারতীয় ফ্যানেদের মুখ থেকে এই কথা শুনে যে গর্ব হয়… ভারত,ভারত। তাই এই অহংকারের জোরে এসো,কিন্তু আমরা বিশ্বে আধিপত্য বিস্তার করি। কিন্তু তার আগে আমরা আবার এশিয়ার ওপর তেরঙ্গা তুলে ধরি। মিশন এশিা কাপ আমরা জিতে দেখাই।’ 

 

 

এশিয়া কাপে ইতিহাসে ভারতীয় দল সবথেকে  সফল। ৭ বার ট্রফি ঘরে তুলেছে। এবার রোহিত শর্মার নেতৃত্বে তা অষ্টমবার করতে দল যে কতটা বদ্ধপরিকর সেটাই এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হেছে। এই ভিডিও সম্প্রচারকারী চ্যানেলের তরফ থেকে সোশ্যাল মিডিয়াতেও শেয়ার করা হয়েছে। যা সকলেই খুব পছন্দ করেছেন। 

এক  ঝলকে দেখে নিন এশিয়া কাপের সূচি-
শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান: ২৭ অগস্ট (শনিবার), গ্রুপ বি, দুবাই।
ভারত বনাম পাকিস্তান: ২৮ অগস্ট (রবিবার), গ্রুপ এ দুবাই।
বাংলাদেশ বনাম আফগানিস্তান: ৩০ অগস্ট (মঙ্গলবার), গ্রুপ বি, শারজা।
ভারত বনাম কোয়ালিফায়ার: ৩১ অগস্ট (বুধবার), গ্রুপ এ, দুবাই।
শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ: ১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার), গ্রুপ বি, দুবাই।
পাকিস্তান বনাম কোয়ালিফায়ার: ২ সেপ্টেম্বর (শুক্রবার), গ্রুপ এ, শারজা।
বি১ বনাম বি২: ৩ সেপ্টেম্বর (শনিবার), সুপার ৪, শারজা।
এ১ বনাম এ২: ৪ সেপ্টেম্বর (রবিবার), সুপার ৪, দুবাই।
এ১ বনাম বি১: ৬ সেপ্টেম্বর (মঙ্গলবার), সুপার ৪, দুবাই।
এ২ বনাম বি২: ৭ সেপ্টেম্বর (বুধবার), সুপার ৪, দুবাই।
এ১ বনাম বি২: ৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার), সুপার ৪, দুবাই।
বি১ বনাম এ২: ৯ সেপ্টেম্বর (শুক্রবার), সুপার ৪, দুবাই।
ফাইনাল: ১১ সেপ্টেম্বর (রবিবার) সুপার ৪-র প্রথম বনাম সুপার ৪-র দ্বিতীয়, দুবাই।

আরও পড়ুনঃকমনওয়েলথ গেমসের সেমি ফাইনালে হরমনপ্রীতরা, বার্বাডোজকে ১০০ রানে হারাল ভারত

আরও পড়ুনঃদায়িত্ব নিয়ে কাজ শুরু করে দিলেন বাংলার নতুন হেডস্যার, প্রথম দিনই ৬ ঘণ্টার অনুশীলন

Read more Articles on
Share this article
click me!